প্রশ্নের মুখে বৈধ সীমান্ত বাণিজ্য, আমদানির তুলনায় রপ্তানি নামমাত্র, পরিস্থিতি চিন্তাজনক!!
৪ দিনের বাজেট অধিবেশন শুরু ৭ জুলাই থেকে।

অনলাইন প্রতিনিধি :-ত্রয়োদশ রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে আগামী সাত জুলাই থেকে। অধিবেশন বসবে মোট চারদিন।৭,১০,১২ এবং ১৩ জুলাই – এই চারদিন বসবে অধিবেশন। প্রথমদিনই অর্থাৎ সাত জুলাই পেশ করা হবে অর্থবছরের পূর্ণাঙ্গ ২০২৩-২৪ অর্থবছরের বাজেট।অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায়ের বাজেট ভাষণের মধ্য দিয়েই শুরু হবে অধিবেশন ৷ বাজেট ভাষণের পর হবে প্রশ্নোত্তর পর্ব। শনিবার অনুষ্ঠিত হয়েছে বিধানসভার বিজনেস অ্যাডভাইজরি কমিটির (বিএসি)বৈঠক। বৈঠকে প্রথমে তিনদিনের অধিবেশন করার কথা বলা হয়। শেষে বিরোধীদের দাবি মেনে অধিবেশন আরও একদিন বাড়িয়ে চারদিন করার সিদ্ধান্ত গৃহীত হয়। একাধিক ইস্যুতে এবার উত্তপ্ত হতে পারে বিধানসভার বাজেট অধিবেশন।