Categories: দেশ

৪ রাজ্যে ৬ বউ, সঙ্গে সন্তান, পুলিশে ধরা পড়লেন গায়ক

এই খবর শেয়ার করুন (Share this news)

পেশায় অর্কেস্ট্রা দলের ‘কণ্ঠী’ গায়ক। কিন্তু নেশায় বিয়েপাগল প্রেমিক। জলসায় গান গাইতে গেয়েই ৪ রাজ্যে ৬জন মহিলার সঙ্গে সে বিয়ের পিঁড়িতে বসেছে। মোট ৬ সন্তানের বাবা। প্রথম স্ত্রীর সঙ্গে ৪টি সন্তান। দেড় বছর আগে তাকে ছেড়ে যাওয়া দ্বিতীয় স্ত্রীর সঙ্গে আরও ২টি সন্তান। হয়তো আরও বিয়ে করার মতলব ছিল। জামুই রেল স্টেশনে কলকাতাগামী ট্রেনের জন্য বর্তমান স্ত্রীকে সঙ্গে নিয়ে অপেক্ষা করছিল সেজামাইবাবুকে দেখতে পায় অন্য
এক স্ত্রীর ভাই। জামুই স্টেশনেই গায়করূপী ওই প্রতারককে গ্রেপ্তার করে পুলিশ।
যুবকের কীর্তিদেখে তারাও হতবাক।
পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম ছোটু কুমার। সে বিহারের বারহাট
থানার অন্তর্গত জাভাতরি গ্রামের বাসিন্দা। দেওঘরের মা সারদা আশ্রমে একটি
অর্কেস্ট্রা দলে সে নামী শিল্পীদের কণ্ঠস্বর নকল করে গান গাইত। পাড়ায় জলসায়
তার গানের কদরও ছিল। অর্কেস্ট্রা দলের সঙ্গে বিভিন্ন জায়গায় সে গান গাইতে
যেত। যেখানেই যেত, সেখানেই একটা করে বিয়ে করেছে! এ ভাবে ৪টি রাজ্য
মিলিয়ে মোট ৬টি বিয়ে করেছে ছোটু। পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার সন্ধ্যায়
এক স্ত্রীকে নিয়ে জামুই স্টেশনে দাঁড়িয়ে ছিল ছোটু।
সেই সময় কলকাতা আসার জন্য একই স্টেশনে হাজির হয়েছিল ছোটুর
আর এক স্ত্রী মঞ্জুর ভাই বিকাশ। জামাইবাবুকে অন্য মহিলার সঙ্গে দেখতে পেয়ে
দিদিকে ফোন করে সব জানান বিকাশ। সেই সূত্রেই রেল পুলিশ তাকে স্টেশনে
গ্রেপ্তার করে।
ছোটুর দ্বিতীয় স্ত্রী মঞ্জু দেবীর মা কোবিয়া দেবী পুলিশকে জানান, ২০১৮
সালে তার মেয়েকে বিয়ে করে ছোটু এবং উভয়ের দুটি সন্তান আছে। প্রায় দেড়
বছর আগে ওষুধ আনার অজুহাতে ছোটু বাড়ি থেকে চলে যায়, আর ফিরে
আসেনি। বিকাশ জানিয়েছেন, তার দিদি এখনও স্বামীর জন্য অপেক্ষা করে
রয়েছেন, আর জামাইবাবু অন্য এক মহিলাকে স্ত্রী বলে পরিচয় দিচ্ছে।
কবিয়া দেবী বলেন, ‘ছোটু আমাদের সঙ্গে প্রতারণা করেছে। আমার
মেয়েকে বিয়ের আগে সে রাঁচির বাসিন্দা কলাবতী নামে একটি মেয়েকে বিয়ে
করে। তাদের চার চারটি সন্তান রয়েছে।’
পুলিশ জানিয়েছে, মঞ্জু ছোটুর দ্বিতীয় স্ত্রী। চিনাওয়ারিয়া, সুন্দরখণ্ড, রাঁচি,
সংগ্রামপুর, দিল্লি এবং দেওঘরে স্ত্রী রয়েছে তার। প্রত্যেক স্ত্রীর সঙ্গেই তার সন্তান
রয়েছে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

ট্রাম্প বোমায় ব্যাকফুটে বন্ধু!

মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক।বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন তুঙ্গে।ট্রাম্পের এই…

18 hours ago

ধন্যবাদার্হ।।

কোন ও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক কে তৈরি করে, তাকে পরিত্যাগ করাই…

18 hours ago

সুপার সিক্সে ৮ উইকেটের বড় জয় পেলো তরুণ সংঘ।।

অনলাইন প্রতিনিধি :-আট উইকেটের বড়সড় জয় দিয়েই সিনিয়র মহিলাদের একদিবসীয় আমন্ত্রণমূলক ক্রিকেটের সুপার সিক্সে নিজেদের…

20 hours ago

ত্রিপুরার সাহিত্য চর্চায় নয়া ইতিহাস রচনা করেছে উড়ান: জয় গোস্বামী।।

অনলাইন প্রতিনিধি :- উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের তৃতীয় দিনেও রাজ্যের সাহিত্যপ্রেমী মানুষের উপচে পড়া…

20 hours ago

ট্রাম্প বোমায় ব্যাকফুটে বন্ধু!

মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক। মাঘি বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন…

20 hours ago

জিবিতে হচ্ছে না স্থান সংকুলান দফারফা রোগীর, ব্যাহত চিকিৎসা!!

অনলাইন প্রতিনিধি :-জেলা,মহকুমা ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির দৈন্যদশায় রাজ্যের প্রধান সরকারী হাসপাতাল জিবিতে রোগীর অস্বাভাবিক চাপ…

20 hours ago