স্বপ্নের নম্বর পেয়ে চলতি বছরের সিবিএসই দ্বাদশ মানের পরীক্ষায় দেশে প্রথম হলেন উত্তরপ্রদেশের বুলন্দশহরের তানিয়া সিংহ এবং নয়ডার অ্যামিটি স্কুলের ছাত্রী যুবাক্ষী ভিগও । দুজনেই ৫০০ নম্বরের পরীক্ষায় একশো শতাংশ নম্বরই পেয়েছেন । তাদের প্রাপ্ত নম্বর ৫০০। দেশ জুড়ে অভিনন্দনের বন্যায় ভাসছেন দুই মেধাবী ছাত্রী । দিল্লি পাবলিক স্কুল ( ডিপিএস ) এর ছাত্রী তানিয়া । স্কুলের অধ্যক্ষা নিশ্চিত করেছেন সিবিএসই – রদ্বাদশের পরীক্ষায় গোটা দেশে যুগ্মভাবে প্রথম হয়েছেন তানিয়া । পাশাপাশি নয়ডার অ্যামিটি স্কুলের ছাত্রী যুবাক্ষী ভিগও একশো শতাংশ নম্বর পেয়ে অনন্য নজির গড়েছেন ।
বোর্ডের পরীক্ষায় যুবাক্ষীর বিষয় ছিল ইংরেজি , ইতিহাস , রাষ্ট্রবিজ্ঞান , মনোবিজ্ঞান ও চিত্রকলা । সবক’টি বিষয়ে ১০০ – এর মধ্যে ১০০ নম্বর পেয়েছেন দুজনেই । ফল জানার পরে যুবাক্ষী বলেছেন , ‘ সাধ্য মতো পরিশ্রম করেছিলাম , কিন্তু এমন ফল হতে পারে ভাবিনি । ‘ অন্যদিকে সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তানিয়া বলেছেন , ‘ গোটা দেশের মধ্যে টপার হওয়া আমার কাছে ভীষণ গর্বের । ‘ আরেক ছাত্রী , ভূমিকা গুপ্তা ৫০০ – র মধ্যে ৪৯৯ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছেন । ৯৯ শতাংশ নম্বর পেয়েছেন তানিয়ার স্কুলের আরেক ছাত্রী সৌম্যা নামদেব। পাঁচশোর মধ্যে সৌম্যার নম্বর ৪৯৫। কলকাতার সাউথ পয়েন্ট হাইস্কুলের অভিয়া রায় ( হিউম্যানিটিজ ) এবং জাহ্নবী সাউ ( বিজ্ঞান ) দু’জনেই ৫০০ – র মধ্যে ৪৯৫ নম্বর পেয়েছেন
এবারের সিবিএসই দ্বাদশ মানের টার্ম ১ ও টার্ম ২ পরীক্ষা মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৬ লক্ষ । টার্ম ২ – র পরীক্ষা হয়েছিল অফলাইনে । গত ২৬ এপ্রিল থেকে ১৫ জুন পর্যন্ত সময়কালে এই পরীক্ষা নেওয়া হয়েছিল । এবার ছেলেদের পাসের হার ৯১.২৫ শতাংশ । মোট পরীক্ষার্থীদের মধ্যে পাশের শতাংশ এবার ৯২.৭১। দ্বাদশ মানের ফল প্রকাশের পাশাপাশি শুক্রবার সিবিএসই দশম শ্রেণির ফল প্রকাশ হয়েছে। দু’টি ভাগে দশম শ্রেণির পরীক্ষা নেওয়া হয়েছিল । মার্চ মাসে প্রথম ভাগের ফলাফল প্রকাশ করা হয়েছিল । তবে সেই পরীক্ষায় প্রাপ্ত নম্বর জানানো হয়নি বোর্ডের তরফে । আজ দ্বিতীয় ভাগের ফলাফল প্রকাশিত হল । সিবিএসই বোর্ডের তরফে জানানো হয়েছে , দশম মানের পাশ হার ৯৪.৪ শতাংশ পরীক্ষার্থী ।
অনলাইন প্রতিনিধি :-ষষ্ঠ 'বিমসটেক' শীর্ষ সম্মেলনে যোগদান করতে বৃহস্পতিবার দু'দিনের সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…
অনলাইন প্রতিনিধি :-চলতি বছরের ফেব্রুয়ারী মাস পর্যন্ত ৯৪ হাজার ৭২৩ জন মহিলা লাখপতি দিদি হয়েছেন।…
অনলাইন প্রতিনিধি:-দেশের ওষুধ কোম্পানিগুলোর লাভের বড় অংশই এখন খেয়ে নিচ্ছে রাজনৈতিক দলগুলো। তাই ভোেট শেষ…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে বিশেষজ্ঞ চিকিৎসব সব বিভাগে চব্বিশ ঘন্টা না থাকায় রোগীর…
অনলাইন প্রতিনিধি:-রাজ্যে অনুপ্রদেশ রুখতে পুলিশ,বিএসএফ ও অন্য নিরাপত্তা সংস্থাগুলি যৌথভাবে কাজ করছে। আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভকাউন্সিলের সিদ্ধান্তকে সীলমোহর দিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ…