সব শিল্পপতি রসে-বসে থাকতে পছন্দ করেন না। তাদের পছন্দ ‘সিরিয়াস’ জীবন। কিন্তু সেই তালিকায় পড়েন না ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্র্যানসন। নিজের পকেটের টাকা খরচ করে ইতিমধ্যে তিনি মহাকাশে ভ্রমণ করে এসেছেন। শিল্পপতিদের মধ্যে তিনিই প্রথম যিনি পৃথিবীর বাইরে থেকে পৃথিবীকে দেখেছেন।স্পেস এক্সের কর্ণধার ইলন মাস্ক, বিল গেটস, ওয়ারেন বাফে, জেফ বেজোসের আগে তিনি মহাকাশ দর্শন সেরে এসেছেন। মহাকাশে ভ্রমণ সেরে আসতে তাকে গুনতে হয়েছে ৩০০ কোটি মার্কিন ডলার (প্রায় ২৫ লক্ষ কোটি টাকা) ! ব্রিটেনের নামজাদা ব্যবসায়ী সত্তরোর্ধ্ব ব্র্যানসনের খ্যাতি বিশ্বজোড়া। নেলসন ম্যান্ডেলা এবং কোফি আন্নানের মতো ব্যক্তিত্বের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক ছিল তার। ইউক্রেন যুদ্ধের আবহে ব্র্যানসন দুই বার জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ সেরে এসেছেন। এই মানুষটি চমকেও খুব বিশ্বাস করেন।থাকতে ভালবাসেন সংবাদ শিরোনামে। সম্প্রতি স্পেনের ম্যালোকাতে সেন বানইয়োলা’নামের একটি বিলাসবহুল হোটেল উদ্বোধন করেন ব্র্যানসন। তার সংস্থার তরফে বিশ্বের নামী-দামি সমস্ত সংবাদমাধ্যমকে আমন্ত্রণ জানানো হয়। নিজে দাঁড়িয়ে থেকে তিনি প্রত্যেক সাংবাদিককে তার হোটেলে অভ্যর্থনা জানান।দেখার বিষয় ছিল,সেদিন তার পরেন কোট-প্যান্ট ছিল, ছিল মামুলি ঘরে পরার ঢিলেঢালা পোশাক। সংবাদমাধ্যমকে হতবাক করে বিশ্বের প্রথম সারির এই শিল্পপতি প্যান্ট গুটিয়ে হোটেলের একটি ঝরনায় নেমে পড়েন (সঙ্গের ছবি)। তিনি পছন্দের একটি সংবাদমাধ্যমকে সেদিন একান্ত সাক্ষাৎকারও দেন। সেখানেই তিনি আগামী দিনে আন্তর্জাতিক পর্যটন শিল্পের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে নিজের মত প্রকাশ করেন। ব্র্যানসন বলেন, ‘আগামী ৫০ বছরে মানুষ অনেক বেশি দুর্গম স্থানে ভ্রমণ করতে চাইবে। আজকের পৃথিবী তখন নতুন করে গড়ে উঠবে,এই পৃথিবীর কাছে তা হয়ে উঠবে চ্যালেঞ্জ।’ ব্র্যানসনের একটি সংস্থা বাণিজ্যিক ভাবে মহাকাশ ভ্রমণ শুরু করেছে। তবে আপাতত কেবল পেশাদার নভচরদের নিয়ে যাওয়া হচ্ছে। ভবিষ্যতে সাধারণ মানুষকেও মহাকাশ পর্যটনের সুবিধা দেবে এই সংস্থা। এ সম্পর্কে ব্র্যানসন বলেন, ‘আমার অনুমান, আগামী ৫০ বছরের মধ্যে মানুষ চাঁদে ভ্রমণ শুরু করবে। সেখানে থাকবে হোটেল। হতে পারে আমার কোম্পানিরও একটি হোটেল সেখানে থাকবে।’ তার কথায়, ‘যত সহজে বললাম, বিষয়টা ততটাই কঠিন।কিন্তু সেটা একদিন হবে।পঞ্চাশ বছরের মধ্যেই হবে।’
দিল্লী বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে যেন প্রতিশ্রুতির প্রতিযোগিতা শুরু হয়েছে। ভোটারদের মন…
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…