৫৪ বছর বয়সে এভারেস্ট জয়!!

অনলাইন প্রতিনিধি :-পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করলেন বাঙালি পর্বতারোহী সৌমেন সরকার। বর্ধমান শহরের রানীসায়র পাড় এলাকার বাসিন্দা সৌমেন সরকারের এই সাফল্যে উচ্ছ্বসিত বর্ধমানবাসী। ১৫মে বৃহস্পতিবার সৌমেন সরকার এভারেস্টের চূড়ায় ভারতের পতাকা ওড়ান। সেই দলে ছিলেন আরও আট জন সদস্য। ‘8 কে এক্সপেডিশন সংস্থা’ এই অভিযানের আয়োজন করেছিল। মোট 56 দিন ধরে চলে এই এভারেস্ট অভিযান। ২০ বছর ধরে বিভিন্ন পর্বত অভিযানে গিয়েছেন ৫৪বছর বয়সী সৌমেন সরকার। পূর্ত দফতরের জাতীয় সড়ক সাব ডিভিশনের সহকারী বাস্তুকার হিসেবে তিনি কর্মরত হলেও তাঁর নেশা পর্বত অভিযান। ইতিমধ্যেই তিনি পাঁচটি পর্বত শৃঙ্গ জয় করেছেন। ২০১৮ সালের মাউন্ট স্টক কাংগ্রি, ২০২২ সালে মাউন্ট নুন ঐ একই সালে মাউন্ট ইউনাম, ২০২৩ সালে রাশিয়ার মাউন্ট এলব্রুস ও ২০২৪ সালে মাউন্ট ডেও টিব্বা তিনি জয় করেন।