একেই বুঝি বলে জীবনের করুণ পরিণতি । কথায় বলে , খোদার উপর খোদগারি ঠিক নয় । তার পরিণাম ভয়ঙ্কর হতে পারে । এই ব্রাজিলীয় বডি বিল্ডারের জীবনের করুণ পরিণতি সে কথার সত্যতা আরও একবার সামনে এনে দিল । নাম ভালদির সেগাতো । বহু বছর ধরে সিনথলের মারাত্মক ইনজেকশন নিতেন । সেগাতো নিজেও বিলক্ষণ জানতেন , ক্রমাগত এই ইনজেকশন নেওয়ার ফল হতে পারে মর্মান্তিক । কিন্তু নিজের শরীরের পেশি বাড়ানোর জন্য তিনি ছিলেন কার্যত বেপরোয়া । স্ট্রোক এবং সংক্রমণের ঝুঁকি নিয়েও বাহু ( বাইসেপ ) , বুক এবং পিঠের পেশি আরও ‘ আকর্ষণীয় ’ করতে সিনথল ইনজেক্ট করতেন শরীরে । সেগাতো একটি সাক্ষাৎকারে এক বার বলেছিলেন যে তার বডি বিল্ডিংয়ের অনুপ্রেরণা আর্নল্ড শোয়ার্জনেগার এবং হাল্কের মতো কাল্পনিক চরিত্র । ২০১৬ সালে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল-কে সেগাতো বলেছিলেন , “ ওরা ( এলাকার লোকজন ) আমাকে হাল্ক , শোয়ার্জনেগার এবং হি – ম্যান বলে ডাকে । এই ধরনের ডাক আমি খুব পছন্দ করি । আমি আমার বাইসেপ দ্বিগুণ করেছি , তবে এটাকে আরও , আরও বাড়াতে চাই । ’ ছয় বছর আগে , ব্রাজিলের সাও পাওলো শহরের বাসিন্দা সেগাতোকে চিকিৎসকরা সতর্ক করে জানিয়ে দিয়েছিলেন , তিনি শরীরে যে সিনথল ইনজেকশন নিচ্ছেন , এতে হয়তো দ্রুত লয়ে তার পেশি স্ফীত হচ্ছে কিন্তু পরিণতি হতে পারে মর্মান্তিক । চিকিৎসকরা তাকে তেল ইনজেকশন নিতে বারণ করেছিলেন । তারা বলেছিলেন , এর ফলে সেগাতোর অঙ্গচ্ছেদ করতে হতে পারে , স্নায়ুগত চরম সমস্যা দেখা দিতে পারে , এমনকী শারীরিক বিকৃতি ঘটতে পারে । সেগাতো চিকিৎসকদের কথায় কর্ণপাতও করেননি । জীবনের মধ্য বয়সে এসেও তিনি বিশ্বের সেরা বডি বিল্ডার হওয়ার স্বপ্ন দেখতেন । লোকে তাকে ‘ দানব ’ বলে সম্মোধন করলে তিনি তাতেই খুশি হতেন । সেগাতো দাবি করেছিলেন , তেল ইনজেকশন দেওয়া শুরু করার পর তার বাইসেপের পরিধি ২৩ ইঞ্চি পর্যন্ত বেড়ে যায় । তিনি রাস্তায় ‘ দানব ’ হিসাবে পরিচিত হয়েছিলেন এবং ওই সম্মোধন নিয়ে রীতিমতো গর্বিত ছিলেন । তিনি ইনস্টাগ্রামে তার শরীরের রূপান্তরের ছবি পোস্ট করতেন এবং এমনকী সেখানে নিজেকে ‘ ভালদির সিনথল ‘ বলে ঘোষণা করতেন । তার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের নামও ছিল ‘ ভালদির সিনথল ‘ । এছাড়া টিকটকে তার অ্যাকাউন্ট ছিল ‘ বডি বিল্ডার ’ নামে । সেখানে তার অনুগামীর সংখ্যা ছিল ১৭ লক্ষ ।। সোশ্যাল মিডিয়ায় তার লক্ষ অনুগামী থাকলে কী হবে , ব্যক্তি জীবনে শেষ কয়েক বছর সেগাতো ছিলেন নিঃসঙ্গ এক পুরুষ । ব্রাজিলের সংবাদমাধ্যম জানিয়েছে , ভালদির সেগাতো অল্প কিছু বন্ধুর সঙ্গে বিচ্ছিন্ন জীবনযাপন করেছিলেন গত কয়েক বছর ধরে । ব্রাজিলের নামকরা এক চিকিৎসক দা সিলভা গ্লোবো নিউজকে বলেছেন , সেগাতো তার পরিবারের বাড়ির পিছনে নির্মিত একটি সম্পত্তি ভাড়া নিয়েছিলেন এবং তার মৃত্যুর দিন শ্বাসকষ্টের অভিযোগ করেছিলেন । মৃত্যুর ঠিক আগে স্বয়ং সেগাতো ডাক্তার সিলভার কাছে এসেছিলেন । কী করে মারা গেলেন সেগাতো ? ডাক্তার দা সিলভা বলেন , ‘ তখন সকাল ৬ টা বাজে ।
২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…
অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…
অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…