৫৫ বছরে মারা গেলেন ব্রাজিলীয় ‘দানব’

এই খবর শেয়ার করুন (Share this news)

একেই বুঝি বলে জীবনের করুণ পরিণতি । কথায় বলে , খোদার উপর খোদগারি ঠিক নয় । তার পরিণাম ভয়ঙ্কর হতে পারে । এই ব্রাজিলীয় বডি বিল্ডারের জীবনের করুণ পরিণতি সে কথার সত্যতা আরও একবার সামনে এনে দিল । নাম ভালদির সেগাতো । বহু বছর ধরে সিনথলের মারাত্মক ইনজেকশন নিতেন । সেগাতো নিজেও বিলক্ষণ জানতেন , ক্রমাগত এই ইনজেকশন নেওয়ার ফল হতে পারে মর্মান্তিক । কিন্তু নিজের শরীরের পেশি বাড়ানোর জন্য তিনি ছিলেন কার্যত বেপরোয়া । স্ট্রোক এবং সংক্রমণের ঝুঁকি নিয়েও বাহু ( বাইসেপ ) , বুক এবং পিঠের পেশি আরও ‘ আকর্ষণীয় ’ করতে সিনথল ইনজেক্ট করতেন শরীরে । সেগাতো একটি সাক্ষাৎকারে এক বার বলেছিলেন যে তার বডি বিল্ডিংয়ের অনুপ্রেরণা আর্নল্ড শোয়ার্জনেগার এবং হাল্কের মতো কাল্পনিক চরিত্র । ২০১৬ সালে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল-কে সেগাতো বলেছিলেন , “ ওরা ( এলাকার লোকজন ) আমাকে হাল্ক , শোয়ার্জনেগার এবং হি – ম্যান বলে ডাকে । এই ধরনের ডাক আমি খুব পছন্দ করি । আমি আমার বাইসেপ দ্বিগুণ করেছি , তবে এটাকে আরও , আরও বাড়াতে চাই । ’ ছয় বছর আগে , ব্রাজিলের সাও পাওলো শহরের বাসিন্দা সেগাতোকে চিকিৎসকরা সতর্ক করে জানিয়ে দিয়েছিলেন , তিনি শরীরে যে সিনথল ইনজেকশন নিচ্ছেন , এতে হয়তো দ্রুত লয়ে তার পেশি স্ফীত হচ্ছে কিন্তু পরিণতি হতে পারে মর্মান্তিক । চিকিৎসকরা তাকে তেল ইনজেকশন নিতে বারণ করেছিলেন । তারা বলেছিলেন , এর ফলে সেগাতোর অঙ্গচ্ছেদ করতে হতে পারে , স্নায়ুগত চরম সমস্যা দেখা দিতে পারে , এমনকী শারীরিক বিকৃতি ঘটতে পারে । সেগাতো চিকিৎসকদের কথায় কর্ণপাতও করেননি । জীবনের মধ্য বয়সে এসেও তিনি বিশ্বের সেরা বডি বিল্ডার হওয়ার স্বপ্ন দেখতেন । লোকে তাকে ‘ দানব ’ বলে সম্মোধন করলে তিনি তাতেই খুশি হতেন । সেগাতো দাবি করেছিলেন , তেল ইনজেকশন দেওয়া শুরু করার পর তার বাইসেপের পরিধি ২৩ ইঞ্চি পর্যন্ত বেড়ে যায় । তিনি রাস্তায় ‘ দানব ’ হিসাবে পরিচিত হয়েছিলেন এবং ওই সম্মোধন নিয়ে রীতিমতো গর্বিত ছিলেন । তিনি ইনস্টাগ্রামে তার শরীরের রূপান্তরের ছবি পোস্ট করতেন এবং এমনকী সেখানে নিজেকে ‘ ভালদির সিনথল ‘ বলে ঘোষণা করতেন । তার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের নামও ছিল ‘ ভালদির সিনথল ‘ । এছাড়া টিকটকে তার অ্যাকাউন্ট ছিল ‘ বডি বিল্ডার ’ নামে । সেখানে তার অনুগামীর সংখ্যা ছিল ১৭ লক্ষ ।। সোশ্যাল মিডিয়ায় তার লক্ষ অনুগামী থাকলে কী হবে , ব্যক্তি জীবনে শেষ কয়েক বছর সেগাতো ছিলেন নিঃসঙ্গ এক পুরুষ । ব্রাজিলের সংবাদমাধ্যম জানিয়েছে , ভালদির সেগাতো অল্প কিছু বন্ধুর সঙ্গে বিচ্ছিন্ন জীবনযাপন করেছিলেন গত কয়েক বছর ধরে । ব্রাজিলের নামকরা এক চিকিৎসক দা সিলভা গ্লোবো নিউজকে বলেছেন , সেগাতো তার পরিবারের বাড়ির পিছনে নির্মিত একটি সম্পত্তি ভাড়া নিয়েছিলেন এবং তার মৃত্যুর দিন শ্বাসকষ্টের অভিযোগ করেছিলেন । মৃত্যুর ঠিক আগে স্বয়ং সেগাতো ডাক্তার সিলভার কাছে এসেছিলেন । কী করে মারা গেলেন সেগাতো ? ডাক্তার দা সিলভা বলেন , ‘ তখন সকাল ৬ টা বাজে ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

আলু, ধান, সবজির সাথে ডাল চাষেও এগোচ্ছে ত্রিপুরা : রতন!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্য এবার ধান ও সবজির পাশাপাশি ডাল জাতীয় শস্য উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের পথে…

11 hours ago

চটকলের আখ্যান!!

সর্বস্বান্ত গফুর, গ্রাম ছেড়ে মেয়ে আমিনার হাত ধরে ফুলবেড়ের সর্বমা চটকলের দিকে পা বাড়িয়েছিল বাঁচার…

12 hours ago

১০০ ও ২০০ টাকার নোট নিয়ে নয়া নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের!!

অনলাইন প্রতিনিধি :-১০০ এবং ২০০ টাকার নোটের বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের বড়সড় সিদ্ধান্ত।সোমবার জারি করা এক…

1 day ago

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন!!

অনলাইন প্রতিনিধি :-আচমকাই আগুন লাগে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । সোমবার সন্ধ্যায় আগুন…

2 days ago

সিন্ধু তীরের জলযুদ্ধ!!

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হানার একদিন পরে বৃহস্পতিবার ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি পাকিস্তানের জলসম্পদ মন্ত্রণালয়ের…

2 days ago

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপরাধে নিষিদ্ধ করা হল ১৬ টি ইউটিউব চ্যানেল!!

অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁও হামলার পর থেকে কেন্দ্রীয় সরকার অ্যাকশন মোড অন করেছে । সোমবার কেন্দ্রীয়…

2 days ago