৫৫ বছর পরে ফের আদালতেরকাঠগড়ারয় ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’

 ৫৫ বছর পরে ফের আদালতেরকাঠগড়ারয় ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’
এই খবর শেয়ার করুন (Share this news)

১৯৬৮ সাল, বড়পর্দায় মুক্তি পেয়েছিল ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’। সেইসময় তোলপাড় ফেলে দিয়েছিল লিওনার্দো হোয়াটিং ও অলিভিয়া হাসি অভিনীত ছবিটি। এই ছবির ঝুলিতে এসেছিল চার-চারটি অস্কারও। কিন্তু ৫৫ বছর আগেও ওই ছবির একটা দৃশ্য নিয়ে বিতর্ক চরমে উঠেছিল।সাড়ে পাঁচ দশক পেরিয়ে যাওয়ার পর সেই
বিতর্ক আবার মাথাচাড়া দিল। আর এবার আইনি জটিলতায় পড়ল ছবিটির পরিবেশক সংস্থাও। ছবিটি যখন তৈরি হয়েছিল তখন লিওনার্দোর বয়স ছিল ১৬ আর অলিভিয়ার বয়স ছিল ১৫। একটি বেডরুমের দৃশ্যে লিওনার্দোর পশ্চাদভাগ ও অলিভিয়ার দেহের
কিছু অংশ দেখা গিয়েছিল। সেই বিতর্কিত দৃশ্য নিয়ে তোলপাড় হয়েছিল গোটা বিশ্ব। তারপরেও চার-চারটি আন্তর্জাতিক স্তরের
সর্বোচ্চ খ্যাতি ছিনিয়ে নিয়েছিল ছবিটি। প্রখ্যাত সাহিত্যিক উইলিয়াম শেকসপিয়র রচিত একটি বিয়োগান্তক নাটক, ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’। পরবর্তীকালে তাদের মৃত্যু বিবাদমান দুই পরিবারকে একত্রিত করে। এটি শেকসপিয়রের জীবদ্দশায় সবচেয়ে
জনপ্রিয় ও পাঠকনন্দিত নাটক। সেই নাটককে প্রথমবার সেলুলয়েডে বন্দি করেছিলেন ফ্র্যাঙ্ক জেফিরলি। ছবি মুক্তির ৫৫ বছর পর সেই দৃশ্যের জন্যই ছবিটির
পরিবেশক সংস্থা প্যারামাউন্ট পিকচার্স-এর বিরুদ্ধে আদালতে গেলেন অভিনেতা এবং অভিনেত্রী দু’জনেই। মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ
আদালতে লিওনার্দো এবং অলিভিয়া যৌথভাবে হলফনামা দাখিল করে অভিযোগ দায়ের করেন। সেই হলফনামায় তারা জানিয়েছেন; ছবি মুক্তির পর থেকে এত বিতর্ক তৈরি হয়েছিল, যাতে মানসিক অবসাদ গ্রাস করেছিল তাদের। এমনকী অনেক
কাজও হারিয়েছেন তারা। আদালতে তাদের পক্ষে জানানো হয়েছে, অভিনেতা-অভিনেত্রীর সম্মতি ছাড়াই সেই দৃশ্যে অভিনয় করাতে বাধ্য করা হয়েছিল। নাবালক অভিনেতাদের দিয়ে বিতর্কিত ছবি দৃশ্যায়িত করে কিছুটা চাপে পড়েছে পরিবেশক সংস্থাও।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.