Categories: বিদেশ

৫৬-র প্রৌঢ়াকে বিয়ে করল ১৯-র কিশোর!

এই খবর শেয়ার করুন (Share this news)

বয়স মেনে যে প্রেম হয় না। সাধারণ মানুষের কথা না হয় বাদই দিলাম, স্বয়ং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁকর বয়সে তার চেয়ে ২৫ বছরের বড় মহিলাকে বিয়ে করে দিব্যি সুখে আছেন । বাংলাদেশের অমর কথাশিল্পী হুয়ায়ুন আহমেদ তার বহু বিখ্যাত গল্প-উপন্যাসে অসমবয়সি প্রেমের নানা কাহিনি পাঠককে শুনিয়েছেন। মনোবিদরা বলেন, বেশি বয়সের কোনও নারী বা পুরুষ তার চেয়ে অনেক কম বা অনেক বেশি বয়সি মানুষের প্রেমে পড়ার পিছনে অন্যতম কারণ হিসাবে কাজ করে নিঃসঙ্গতা। অনেকে মনে করেন, ভালবাসা নাকি পূর্বনির্ধারিত, তাই প্রেম কখনও সঙ্গীর বয়স দেখে আসে না। প্রেম নিঃশব্দে ৬০ বছরের পরেও আসতে পারে, ৮০-র পরেও আসতে পারে। আলোচ্য ঘটনা তেমনই এক অসমবয়সি দম্পতির। লতায়-পাতায় তারা আবার দিদা ও নাতি! প্রথম দর্শনেই একে-অপরের প্রেমে পড়েছিলেন। ছেলেটির চেয়ে মেয়েটি ছিল ৩৭ বছরের বড়। গত ২ বছর ধরে চুটিয়ে প্রেম করার পর সম্প্রতি তারা বিয়ের বাঁধনে বাঁধা পড়েছেন। ঘটনাস্থল থাইল্যান্ডের সাখোন নাখোন প্রদেশের আখাত অ্যামনুয়ে জেলার। এই মুহূর্তে বরের বয়স ১৯, বউয়ের বয়স ৫৬। দুজনের মধ্যে কিঞ্চিৎ আত্মীয়তাও রয়েছে। ছেলেটি হল প্রৌঢ়ার ভাইপোর সন্তান। অতএব, নাতি । ৯ বছর আগে ওই মহিলাকে ছেলেটি যখন প্রথম দেখে তখন তার বয়স মাত্র ১০। ওই বয়সে প্রেম সচরাচর আসে না। ১০ বছরের বালকটিরও আসেনি। কিন্তু ওই ছেলেকে ভাল লেগে যায় ৩৭ বছরের বড় মহিলার। গোড়ার দিকে বাচ্চা ছেলেটাকে স্নেহ করতেন ওই মহিলা। তিনিও নিঃসঙ্গ ছিলেন। স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পরে একাই থাকতেন। ছেলেটি একটু বড় হলে যুগলে ধীরে ধীরে সম্পর্কে জড়ায়। ১৯ বছরের পাত্রের নাম উথিচাই চ্যান্টারাজ। ৫৬ বছরের প্রৌঢ়া বধূর নাম জনলা নামুয়াঙ্গরাক। জনলা দেবী ডিভোর্সি। বাড়িতে একাই থাকতেন এতদিন। উথিচাইকে গৃহস্থালীর কাজে সাহায্য করার জন্য নিজের বাড়িতে জনলা মাঝে মধ্যে ডাকতেন।
সেই কাজের ফাঁকেই জনলা এবং উথিচাইয়ের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। তবে সেই অর্থে পরস্পরের মধ্যে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে বছর দুই আগে। দম্পতি জানান, ৩৭ বছর বয়সের পার্থক্য তাদের মধ্যে কোনও সমস্যা তৈরি করে না। প্রকাশ্যে চুম্বন ও হাত ধরে রাস্তায় হাঁটার ক্ষেত্রেও তারা বিন্দুমাত্র বিব্রতবোধ করেন না । সম্পর্কের কথা বলতে গিয়ে উথিচাই বলেন, ‘আমি জনলার সঙ্গে ২ বছর ধরে আছি। সম্প্রতি আমরা নিজেদের সম্পর্ককে আইনি স্বীকৃতি দিয়েছি। আমরা আইনি মতে বিয়ে করেছি। আমাদের এই জীবন আমরা আরও ভাল করে এগিয়ে নিয়ে যেতে চাই। জনলা অত্যন্ত পরিশ্রমী এবং সৎ। আমি তাকে খুব ভালবাসি। জনলা ডিভোর্সি। ওর তিনটি সন্তান রয়েছে। জনলার সন্তানদের বয়স প্রায় ৩০ বছর। ওর সন্তানেরাও আমাদের সম্পর্কের ক্ষেত্রে কোনও বাধা হয়ে দাঁড়ায়নি।’

Dainik Digital

Recent Posts

ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপ,অবস্থা আশঙ্কাজনক!!

অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…

4 hours ago

শবরীমালা মন্দির পরিদর্শনে দ্রৌপদী মুর্মু!!

অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…

6 hours ago

মহাকালেশ্বর মন্দিরে বীভৎস আগুন!!

অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…

6 hours ago

হত্যা মামলায় ‘গ্রেপ্তার’ বাংলাদেশে জেলবন্দি চিন্ময় প্রভু!

অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…

7 hours ago

নিখোঁজ হয়ে ছিলেন কুড়ি বছরে বাড়ি ফিরে এলেন ৬৩ বছর পর!!

অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…

7 hours ago

সোলার জাগরণ চাইলেন রতন, ৭০জন গ্রাহকের অ্যাকাউন্টে ঢুকেছে বিদ্যুৎ বিক্রির অর্থ!!

অনলাইন প্রতিনিধি:-ত্রিপুরার গৃহস্থালি বিদ্যুৎ গ্রাহকদের জন্য এক নতুন যুগের সূচনা হয়েছে।একদিকে যেমন বিদ্যুৎ বিল হচ্ছে…

8 hours ago