৫ কোটি টাকার গাঁজা আটক!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি,ধর্মনগর।। আবারো ত্রিপুরা থেকে আসামে প্রবেশের পথে বিপুল পরিমাণ শুঁকনো গাঁজা আটক করলো অসম পুলিশ। আটককৃত গাঁজার পরিমান মোট ৪ টন ৭ কুইন্টাল ২৮ কেজি। সোমবার সন্ধ্যায় আগরতলা থেকে সবকটি থানা পেরিয়ে অসমের চুরাইবাড়ি পুলিশ চেকপোস্টে প্রবেশ করতেই AS01FC-1894 নম্বরের একটি দশ চাকার রাবার সিট বোঝাই গাড়ি আটক করে অসম পুলিশ। তাতে তল্লাশি করতেই বেরিয়ে আসে এই বিপুল পরিমাণ শুঁকনো গাঁজা।