৫ বছরে ভোটার বৃদ্ধি ২.৪ লক্ষ্য, প্রথম ভোটার ৬৫ হাজার

এই খবর শেয়ার করুন (Share this news)

২০১৮-এর তুলনায় ২০২৩-এর ভোটে ভোটার বেড়েছে পাঁচ বছরে ২ লক্ষ ৪০ হাজার। পাঁচ বছরে ভোটার বৃদ্ধি নয় শতাংশ। শেষ বছরে অর্থাৎ ২০২২ থেকে ২০২৩-এ বৃদ্ধি পেয়েছে ২.৯১ শতাংশ। দেশের অন্যান্য রাজ্যে এক বছরে গড় বৃদ্ধি দুই শতাংশ। এই তুলনায় ত্রিপুরায় বেশি। এই দাবি করেছেন মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্তে। শুক্রবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে কথা বলতে গিয়ে জানিয়েছেন শরণার্থীদের মোট ৬,৩০২ টি পরিবারের মধ্যে ৫,৫০৫টি পরিবার রাজ্যের ১২টি জায়গায় পুনর্বাসন নিয়েছে। এই পরিবারগুলির সাড়ে তের হাজারের কিছু বেশি ভোটারের সবার নাম চূড়ান্ত তালিকায় রয়েছে। নাম নেওয়া হয়েছে ২৬ ডিসেম্বর অবধি। যে সব পরিবার পুনর্বাসন নেয়নি, এখনও শিবিরে রয়েছে তাদের নাম আসেনি।
চূড়ান্ত ভোটার তালিকায় এ বছর নতুন ভোটার যাদের বয়স ১৮ থেকে ১৯ এর মধ্যে, তাদের সংখ্যা ৬৫ হাজার ৪৪ জন। এদের মধ্যে ছেলে ভোটার ৩৪ হাজার ৭০৪, মেয়ে ৩০,৩২৮। ১২ জন রয়েছে তৃতীয় লিঙ্গের। অশীতিপর ভোটার রয়েছেন ৩৮ হাজার ৩৯ জন। শতায়ু ভোটার ৬৭৯। সাংবাদিক সম্মেলনে নির্বাচন কমিশনের হিংসামুক্ত ভোটের মিশন সম্পর্কে গিত্তে এদিন বলেন, আলোচনাটা যাতে ঘর থেকে শুরু করা যায় সেজন্য চেষ্টা চলছে। বিধানসভা ভিত্তিক সর্বদলীয় বৈঠকের পর থানাভিত্তিক বৈঠকের কর্মসূচি রয়েছে। সংবাদমাধ্যমগুলিতেও হিংসামুক্ত ভোটের আলোচনা বা প্রচারের উদ্যোগ নিতে অনুরোধ জানিয়ে সিইও বলেন, ২০১৮ সালের ভোটে রাজ্যে বিভিন্ন হিংসার ঘটনায় ৩৭০ টি এফআইআর হয়েছিল থানায়। রাজ্যের সার্বিক স্বার্থে, অন্য রাজ্যের মানুষের কাছে যাতে ত্রিপুরার ভাবমূর্তি নষ্ট না হয় সেজন্য ঘর থেকেই শুরু হওয়া উচিৎ আলোচনা – এমন ভাবনা থেকে এ বছর পৌষ পরবে হিংসামুক্ত ভোটের মিশনে ষাটটি বিধানসভা কেন্দ্রেই আলপনা প্রতিযোগিতা ও পুরস্কার নিয়ে বাড়ি বাড়ি যাবে নির্বাচন দপ্তর। সিইও গিত্যে বলেন, প্রতি বিধানসভা নির্বাচনি ক্ষেত্রে ছয়টি করে সারা রাজ্যে ৬০০ টি আলপনা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইও জানান, ১০ তারিখে আসছেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। ১১ জানুয়ারী আসবেন নির্বাচন কমিশনার। মোট ষোল দলের প্রতিনিধি দল রাজ্য সফর সেরে ১২ জানুয়ারী শিলং যাবেন। ১৩ এবং ১৪ জানুয়ারী তাদের সফরসূচি রয়েছে নাগাল্যাণ্ডে। সিইও বলেন, ভোট ঘোষণা করে তা স্থির করবেন নির্বাচন কমিশন। তবে তিনি মনে করিয়ে দেন ২০১৮ সালের ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়েছিল ১৮ জানুয়ারীতে। অন্য একটি প্রশ্নের জবাবে মুখ্য নির্বাচন আধিকারিক জানান, গত ২২ নভেম্বর থেকে ভোট সামনে রেখে রাজ্যের বিভিন্ন জায়গায় রাস্তায় যে নাকাবন্দি করা হয়েছে সেখানে এই পর্যন্ত ১২ কোটি টাকার সামগ্রী ও নগদ অর্থ আটক হয়েছে। এনফোর্সমেন্টের এই অভিযানে মাদক, বেআইনি সামগ্রী, কিছু নগদ অর্থ আটক হয়। তিনি জানান, ডিসেম্বর পর্যন্ত রাজ্যে ৫০ কোম্পানি সিআরপিএফ এসেছে। ৮ জানুয়ারীর মধ্যে আরও কোম্পানি চলে আসছে।

Dainik Digital

Recent Posts

বাতিল করলেন তিন দেশের সফর প্রধানমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-মে মাসের মাঝামাঝি ক্রোয়েশিয়া, নরওয়ে ও নেদারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র…

44 mins ago

পাকিস্তানে নিহত বেড়ে ২৬!!

অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানে ভারতের হামলায় মৃত বেড়ে ২৬। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক জানিয়েছেন,…

1 hour ago

কৃষকের মাঝেই ঈশ্বরের অবস্থান: রতন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক ক্ষতিপূরণ প্রদান!!

অনলাইন প্রতিনিধি :;মঙ্গলবার সারা রাজ্যে একাধিক অনুষ্ঠানের মাধ্যমে গত বছর রাজ্যের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের…

2 hours ago

বিভিন্ন শহরের সমস্ত ফ্লাইট বাতিল করেছে ভারতীয় বিমান সংস্থা!!

অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে ভারতীয় বিমান সংস্থাগুলি জম্মু…

2 hours ago

সিদুঁরের মধ্যে সীমান্তে পাক সেনার গোলাবর্ষণ, মৃত্যু ৩!!

অনলাইন প্রতিনিধি :-বুধবার মধ্যরাতে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের মধ্যে পুঞ্চের মেধর এলাকায় বিনা প্ররোচনায় গোলাবর্ষণ…

3 hours ago

নয় ঘাটির কোনটায় চলত প্রশিক্ষণ, কোথাও জঙ্গি হাসপাতাল!!

অনলাইন প্রতিনিধি :-পাক অধ্যুষিত কাশ্মীর ও পঞ্জাব প্রদেশের নির্দিষ্ট জায়গায় ভয়াবহ হামলা চালায় ভারতীয় বায়ুসেনা।…

3 hours ago