Categories: দেশ

৫ বিমান

এই খবর শেয়ার করুন (Share this news)

কলকাতা বিমানবন্দরের রানওয়ের সংস্কারের কাজ চলায় গত ৩০ অক্টোবর থেকে সেই বিমানবন্দরে বিমান উঠানামার উপর কিছু বিধিনিষেধ চালু হয়। সেই কারণে আগরতলা-কলকাতা রুটের উভয়দিকে যাতায়াতে বিমান পরিষেবায় যে বিপত্তি দেখা দিয়েছে তা ১ নভেম্বর মঙ্গলবার থেকে আরও সঙ্কটময় হয়ে উঠবে। এই রুটে এয়ার ইণ্ডিয়ার দুটি ১৪৪ আসনের এয়ারবাসের মধ্যে ৩০ অক্টোবর থেকে একটি এয়ারবাস উঠিয়ে দেওয়ার মাধ্যমে বিপত্তির সৃষ্টি হয়। সেই বিপত্তির আরও সঙ্কটাপন্ন গতি বেড়ে যাচ্ছে মঙ্গলবার থেকে। ইণ্ডিগোর আটটি বিমান এই রুটে প্রতিদিন যাতায়াত করেছে সোমবার পর্যন্ত। কিন্তু মঙ্গলবার ইণ্ডিগোর পাঁচটি বিমান এই রুট থেকে উঠিয়ে নেওয়া হচ্ছে। ফলে ইণ্ডিগোর মাত্র তিনটি বিমান এই রুটে চলবে আগামী ১১ নভেম্বর পর্যন্ত। অর্থাৎ মঙ্গলবার থেকে ইণ্ডিগোর ১৮০ আসনের দুটি এয়ারবাস ও একটি ৭৮ আসনের এটিআর বিমান প্রতিদিন আগরতলায় আসবে। আবার এই তিনটি বিমান আগরতলা থেকে কলকতায় উড়ে যাবে। ফলে পাঁচটি বিমান এই রুট থেকে ছাঁটাই করায় বিমান কমে যাওয়ায় কলকাতায় যাতায়াতে যাত্রীরা নজিরবিহীন সঙ্কটের মুখে পড়েছেন। এয়ার ইণ্ডিয়ার ছাঁটাই বিমানটি। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত এই রুটে যাতায়াতে বন্ধ থাকবে। ফ্লাইবিগের ৭৮ আসনের একটি বিমান এই রুটে যাতায়াতে চালু থাকবে। ফলে সবমিলে এই রুট থেকে এগারোটির মধ্যে ছয়টি বিমান ছাঁটাই করা হয়েছে। তাতে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত নতুন টিকিট বুকিংয়ে কলকাতায় যাতায়াতে রাজ্যের মানুষকে প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হবে। তবে বাতিল বিমানের যাত্রীদের বুকিংয়ে থাকা টিকিট অন্যান্য বিমানে এয়ারইণ্ডিয়া ও ইণ্ডিগোর তরফে বুকিং করে দেওয়ায় তাদের বিমানে যাতায়াতে কোনও সমস্যায় পড়তে হবে না। কিন্তু নতুন করে বিমানের টিকিট নিতে বিমান স্বল্পতায় টিকিট পেতে এখন মারাত্মক সমস্যা দেখা দিয়েছে। তবে বিমান সংস্থাগুলি যাতে টিকিট ও যাত্রী দুর্ভোগ কমাতে বেশি আসনের বিমান দেয় সেই দাবি উঠেছে যাত্রীদের তরফে। এদিকে, এই রুটে ইণ্ডিগো সোমবার একটি ৭৮ আসনের অতিরিক্ত বিমান চালিয়েছে। মঙ্গলবারও ইণ্ডিগো আরও একটি ৭৮ আসনের এটিআর বিমান এই রুটে চালাবে বলে ইণ্ডিগো সূত্রে জানা গেছে। এদিকে, নতুন বিমান সূচিতে ইণ্ডিগোর এই রুটে প্রতিদিন যে তিনটি বিমান যাতায়াত করবে সেগুলি হলো কলকাতা থেকে আসবে এয়ারবাস ৬ই-৯৮৯, এটিআর ৬ই-৭৭১৩ এবং এয়ারবাস ৬ই-৬৩২৬। এই বিমানগুলি আগরতলা থেকে নম্বর বদল হয়ে কলকাতায় যাবে এয়ারবাস ৬ই-৬০১৪, এটিআর ৬ই-৭১৪৪ এবং এয়ারবাস ৬ই- ৬৭০৫। ইন্ডিগোর এই সূচি ১ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত চালু থাকবে। এয়ার ইণ্ডিয়ার যে বিমানটি আগামী ১৩ নভেম্বর পর্যন্ত এই রুটে যাতায়াত করবে তা হলো এয়ারবাস এআই – ৭৪৫ কলকাতা থেকে আসবে। এই বিমানটি কলকাতায় যাবে এআই-৭৪৬ নম্বর হয়ে। তাছাড়া ফ্লাইবিগের এটিআর বিমানটি আগের নির্ধারিত সময়সূচি অনুযায়ী এই রুটে যাতায়াত করবে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

খুশির ঈদ উদযাপন

অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…

12 hours ago

সাব ইনস্পেক্টর অব এক্সাইজ নিয়োগে, সরকারের নিয়োগনীতি কার্যকর করছে না টিপিএসসি, ক্ষুব্ধ বেকাররা!!

অনলাইন প্রতিনিধি :-২০১৮ সালে নতুন নিয়োগনীতি চালু করেছে রাজ্য সরকার। ২০১৯ সাল থেকে রাজ্য সরকারের…

13 hours ago

কেন্দ্রীয় সরকারের ব্যাপক প্রচার সত্ত্বেও,হাসপাতালে জনঔষধির সস্তা ওষুধ সংকটে রোগীরা বঞ্চিত!!

অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয় সরকার ঢাকঢোল পিটিয়ে কেন্দ্রীয় প্রকল্পের সস্তায় ভালো গুণমানসম্পন্ন জনঔষধি তথা জেনারিক মেডিসিন…

13 hours ago

শান্তিরবাজারে ক্রিকেট চ্যাম্পিয়ন জগন্নাথ পাড়া!!

অনলাইন প্রতিনিধি :-শান্তিরবাজারে সিনিয়র টি-টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন হলো জগন্নাথপাড়া প্লে সেন্টার টিম। রবিবার বাইখোড়া ইংলিশ…

13 hours ago

বামফ্রন্টের রেখে যাওয়া ১২,৯০৩ কোটি সহ,রাজ্যে বর্তমানে ঋণের পরিমাণ ২১,৮৭৮ কোটি টাকা: অর্থমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-২০২৩-২৪ অর্থ বছর পর্যন্ত রাজ্য সরকারের মোট ঋণের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ২১.৮৭৮ কোটি…

14 hours ago

ক্রাইম ব্রাঞ্চের শক্তিবৃদ্ধিতে গুচ্ছ পদক্ষেপ : মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-বিগত ছয় মাসে ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চকে ২২টি মামলা হস্তান্তর করা হয়েছে।২০২৪ সালের…

14 hours ago