Categories: দেশ

৫ বিমান

এই খবর শেয়ার করুন (Share this news)

কলকাতা বিমানবন্দরের রানওয়ের সংস্কারের কাজ চলায় গত ৩০ অক্টোবর থেকে সেই বিমানবন্দরে বিমান উঠানামার উপর কিছু বিধিনিষেধ চালু হয়। সেই কারণে আগরতলা-কলকাতা রুটের উভয়দিকে যাতায়াতে বিমান পরিষেবায় যে বিপত্তি দেখা দিয়েছে তা ১ নভেম্বর মঙ্গলবার থেকে আরও সঙ্কটময় হয়ে উঠবে। এই রুটে এয়ার ইণ্ডিয়ার দুটি ১৪৪ আসনের এয়ারবাসের মধ্যে ৩০ অক্টোবর থেকে একটি এয়ারবাস উঠিয়ে দেওয়ার মাধ্যমে বিপত্তির সৃষ্টি হয়। সেই বিপত্তির আরও সঙ্কটাপন্ন গতি বেড়ে যাচ্ছে মঙ্গলবার থেকে। ইণ্ডিগোর আটটি বিমান এই রুটে প্রতিদিন যাতায়াত করেছে সোমবার পর্যন্ত। কিন্তু মঙ্গলবার ইণ্ডিগোর পাঁচটি বিমান এই রুট থেকে উঠিয়ে নেওয়া হচ্ছে। ফলে ইণ্ডিগোর মাত্র তিনটি বিমান এই রুটে চলবে আগামী ১১ নভেম্বর পর্যন্ত। অর্থাৎ মঙ্গলবার থেকে ইণ্ডিগোর ১৮০ আসনের দুটি এয়ারবাস ও একটি ৭৮ আসনের এটিআর বিমান প্রতিদিন আগরতলায় আসবে। আবার এই তিনটি বিমান আগরতলা থেকে কলকতায় উড়ে যাবে। ফলে পাঁচটি বিমান এই রুট থেকে ছাঁটাই করায় বিমান কমে যাওয়ায় কলকাতায় যাতায়াতে যাত্রীরা নজিরবিহীন সঙ্কটের মুখে পড়েছেন। এয়ার ইণ্ডিয়ার ছাঁটাই বিমানটি। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত এই রুটে যাতায়াতে বন্ধ থাকবে। ফ্লাইবিগের ৭৮ আসনের একটি বিমান এই রুটে যাতায়াতে চালু থাকবে। ফলে সবমিলে এই রুট থেকে এগারোটির মধ্যে ছয়টি বিমান ছাঁটাই করা হয়েছে। তাতে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত নতুন টিকিট বুকিংয়ে কলকাতায় যাতায়াতে রাজ্যের মানুষকে প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হবে। তবে বাতিল বিমানের যাত্রীদের বুকিংয়ে থাকা টিকিট অন্যান্য বিমানে এয়ারইণ্ডিয়া ও ইণ্ডিগোর তরফে বুকিং করে দেওয়ায় তাদের বিমানে যাতায়াতে কোনও সমস্যায় পড়তে হবে না। কিন্তু নতুন করে বিমানের টিকিট নিতে বিমান স্বল্পতায় টিকিট পেতে এখন মারাত্মক সমস্যা দেখা দিয়েছে। তবে বিমান সংস্থাগুলি যাতে টিকিট ও যাত্রী দুর্ভোগ কমাতে বেশি আসনের বিমান দেয় সেই দাবি উঠেছে যাত্রীদের তরফে। এদিকে, এই রুটে ইণ্ডিগো সোমবার একটি ৭৮ আসনের অতিরিক্ত বিমান চালিয়েছে। মঙ্গলবারও ইণ্ডিগো আরও একটি ৭৮ আসনের এটিআর বিমান এই রুটে চালাবে বলে ইণ্ডিগো সূত্রে জানা গেছে। এদিকে, নতুন বিমান সূচিতে ইণ্ডিগোর এই রুটে প্রতিদিন যে তিনটি বিমান যাতায়াত করবে সেগুলি হলো কলকাতা থেকে আসবে এয়ারবাস ৬ই-৯৮৯, এটিআর ৬ই-৭৭১৩ এবং এয়ারবাস ৬ই-৬৩২৬। এই বিমানগুলি আগরতলা থেকে নম্বর বদল হয়ে কলকাতায় যাবে এয়ারবাস ৬ই-৬০১৪, এটিআর ৬ই-৭১৪৪ এবং এয়ারবাস ৬ই- ৬৭০৫। ইন্ডিগোর এই সূচি ১ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত চালু থাকবে। এয়ার ইণ্ডিয়ার যে বিমানটি আগামী ১৩ নভেম্বর পর্যন্ত এই রুটে যাতায়াত করবে তা হলো এয়ারবাস এআই – ৭৪৫ কলকাতা থেকে আসবে। এই বিমানটি কলকাতায় যাবে এআই-৭৪৬ নম্বর হয়ে। তাছাড়া ফ্লাইবিগের এটিআর বিমানটি আগের নির্ধারিত সময়সূচি অনুযায়ী এই রুটে যাতায়াত করবে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

কুয়েতে হাজারো মানুষের নাগরিকত্ব বাতিল!!

অনলাইন প্রতিনিধি :-এক মুহূর্তেই রাষ্ট্রহীন—একই ঘটনা ঘটেছে হাজারো মানুষের সঙ্গে, যাদের মধ্যে অধিকাংশই নারী। ৮৪…

13 hours ago

বহিস্কার লালুপুত্র তেজপ্রতাপ!!

অনলাইন প্রতিনিধি :-আর জেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব খোদ নিজ বড় ছেলে তেজপ্রতাপ যাদবকে ছয় বছরের…

14 hours ago

বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়া হবে তাজমহল, হুমকি!!

অনলাইন প্রতিনিধি :-আরডিএক্স মেরে উড়িয়ে দেওয়া হবে তাজমহল! ইমেলে হুমকি দিতেই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়…

15 hours ago

উত্তর-পূর্ব ও অষ্টলক্ষ্মী!!

২০১৪ সালে কেন্দ্রে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের উত্তর পূর্বাঞ্চলকে প্রথম…

17 hours ago

প্রবল বৃষ্টিতে জলমগ্ন দিল্লি, ব্যাহত বিমান পরিষেবা!!

অনলাইন প্রতিনিধি :-প্রবল বৃষ্টিতে জলমগ্ন দেশের দিল্লির বিস্তীর্ণ এলাকা। শনিবার রাত জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ায়…

17 hours ago

চার রাজ্যের বিধানসভার দিনক্ষণ ঘোষণা!!

অনলাইন প্রতিনিধি :-পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্যের পাঁচটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। রাজ্যে…

17 hours ago