৫ হাজার কিমি পথ পাড়ি দিয়ে ভুল বাসরে পৌঁছলেন তরুণী।

এই খবর শেয়ার করুন (Share this news)

মানুষ মাত্রই ভুল করে চালু প্রবাদ আছে। তাই বলে, এমন ভুল কোনও মানুষও করে। বন্ধুর বিয়েতে যাবেন বলে বিমানে চড়েন আরতি মালা নামে এক ইন্দো-মার্কিন মহিলা।৪,৮০০ কিলোমিটার বিমানে পাড়ি দেন। বিমানবন্দরে নেমে ট্যাক্সিতে আরও প্রায় দেড়শো কিলোমিটার। অবশেষে যে বিবাহ বাসরে তিনি গিয়ে পৌঁছন, সেটি অন্য বিয়েবাড়ি, তার বন্ধুর বিয়ের অনুষ্ঠান আদৌ নয়।এতটা পথ পাড়ি দিয়ে ভুল বিয়ের অনুষ্ঠানে অনাহূতের মতো পৌঁছে তরুণীর সে কী অবস্থা।
ঠিকানার গরমিলের জন্যই আরতির জীবনে সম্প্রতি ঘটেছে এমন অদ্ভুত ঘটনা। আরতি মালার যে বন্ধুর বিয়েতে উপস্থিত হবেন বলে ওয়াশিংটন ডিসি থেকে ট্রান্সআটলান্টিক বিমানে চেপে বসেন, সেই বন্ধুর নাম গৌরব। তিনি থাকেন স্কটল্যান্ডের গ্লাসগো শহরে। আর মালার ঠিকানা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে।গত সপ্তাহে ৪ হাজার ৮০০ কিলোমিটার পাড়ি দিয়ে গ্লাসগো শহরে পৌঁছন তিনি। এরপর হাজির হন বিয়ের অনুষ্ঠানস্থল পোলকশস বার্গ হলে। সেখানে গিয়ে জানতে পারেন বর তার বন্ধু গৌরব নন, স্টিফেন নামের আর একজন। সেই বাসরে স্টিফেনের সঙ্গে চার হাত এক হতে চলেছে কাইটলিন নামের এক তরুণীর। ভিন্ন বর-কনে নিয়ে ধন্ধ কাটার পর আরতি যখন বিষয়টা বুঝতে পারেন, অত ধকল সহ্য করে ভুল ঠিকানায় এসে পৌঁছনোর পরেও তার মাথায় নতুন রসিকতার ফন্দি আসে। আগন্তুকের মতো সেই অনুষ্ঠানে ঢুকে বিয়ের ভিডিয়ো করা শুরু করেন তিনি। ভিডিয়োতে কনের ভাইকে ঠাট্টা করে বলতে শোনা যায়, ‘আপনি ইউএসএ থেকে স্কটল্যান্ডে এসেছেন ভুল বিয়েতে যোগ দেওয়ার জন্য?’ জবাবে হাসতে হাসতে আরতি বলেন, ‘হ্যাঁ, ঠিকই বলেছেন।’ এ সময় বর ও কনের সঙ্গেও দেখা করেন তিনি। ব্যাঙ্কোয়েটে ঢুকে খাবারও খান তিনি। এরপর ছোটেন গৌরবের বিয়ের উদ্দেশে।এসব চিত্রও উঠে এসেছে আরতির স্বহস্তে করা ভিডিয়োতে। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘শেষ পর্যন্ত উবারে করে ঠিক বিয়েতে যাচ্ছি।’ আরতিতে আরও বলতে শোনা যায়, ‘প্রথমে আমি যাদের বিয়েতে পৌঁছেছিলাম, সেখান থেকে কিছুটা দূরে পোলকশিল্ডস বার্গ হলে গাঁটছড়া বাঁধছিলেন আমার বন্ধু গৌরব। দুই অনুষ্ঠানস্থলের নাম অনেকটা এক হওয়ায় আমি ভুল করে ফেলছিলাম। তবে যাক, শেষ পর্যন্ত গৌরবের বিয়েতে এসে পৌঁছেছি।’গৌরবের বিয়ের অনুষ্ঠানের ভিডিয়োতে দেখা যায়, ভারতীয় পোশাক পরে পাঞ্জাবি ও স্কটিশ গানে নাচছেন অতিথিরা। ভিডিয়োটি আরতি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ভাইরাল হয়েছে সেটি।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

যুদ্ধবিমান নিয়ে কালই মহড়া ভারতের!!

অনলাইন প্রতিনিধি :-বুধবার পাকিস্তানের সঙ্গে থাকা আন্তর্জাতিক সীমান্ত বরাবর বড়সড় মহড়া দিতে চলেছে ভারতের বায়ুসেনা।…

11 hours ago

প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেকর্ড ফলাফল দিব্যাঙ্গ কিশোরীর!!

অনলাইন প্রতিনিধি :-একদিকে আর্থিক সংকট অপরদিকে শারীরিক প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেকর্ড ফলাফল…

15 hours ago

অসম্ভবকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যের বুকে রেকর্ড গড়ল পাইলোনাইডল সিনাস নামক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এক ছাত্র!!

অনলাইন প্রতিনিধি :এবছর কমলপুর দ্বাদশ শ্রেণি বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ৩৮০ নম্বর…

15 hours ago

এক বছর ধরে বিদ্যুৎ বিল বকেয়া,ধর্মনগর ক্রিকেট অ্যাসোর সংযোগ ছিন্ন করলো নিগম!!

অনলাইন প্রতিনিধি :-মাত্র একদিন আগেই রাজ্যের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলনে মুখ খোলেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল…

17 hours ago

আক্রান্ত শহিদের স্ত্রী!!

বিয়ের ছয়দিনের মাথায়, মধুচন্দ্রিমা যাপনে গিয়ে চোখের সামনে জঙ্গিদের বুলেটে স্বামীকে হারানো স্ত্রীর বুকফাটা কান্না…

17 hours ago

ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাদ্যের আঁশ!!

দৈনিক সংবাদ অনলাইন :-বর্তমানে সারা বিশ্বের প্রতিদিনে খাদ্য তালিকা খাদ্যের আঁশের ওপর বেশ জোর দেওয়া…

17 hours ago