মানুষ মাত্রই ভুল করে চালু প্রবাদ আছে। তাই বলে, এমন ভুল কোনও মানুষও করে। বন্ধুর বিয়েতে যাবেন বলে বিমানে চড়েন আরতি মালা নামে এক ইন্দো-মার্কিন মহিলা।৪,৮০০ কিলোমিটার বিমানে পাড়ি দেন। বিমানবন্দরে নেমে ট্যাক্সিতে আরও প্রায় দেড়শো কিলোমিটার। অবশেষে যে বিবাহ বাসরে তিনি গিয়ে পৌঁছন, সেটি অন্য বিয়েবাড়ি, তার বন্ধুর বিয়ের অনুষ্ঠান আদৌ নয়।এতটা পথ পাড়ি দিয়ে ভুল বিয়ের অনুষ্ঠানে অনাহূতের মতো পৌঁছে তরুণীর সে কী অবস্থা।
ঠিকানার গরমিলের জন্যই আরতির জীবনে সম্প্রতি ঘটেছে এমন অদ্ভুত ঘটনা। আরতি মালার যে বন্ধুর বিয়েতে উপস্থিত হবেন বলে ওয়াশিংটন ডিসি থেকে ট্রান্সআটলান্টিক বিমানে চেপে বসেন, সেই বন্ধুর নাম গৌরব। তিনি থাকেন স্কটল্যান্ডের গ্লাসগো শহরে। আর মালার ঠিকানা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে।গত সপ্তাহে ৪ হাজার ৮০০ কিলোমিটার পাড়ি দিয়ে গ্লাসগো শহরে পৌঁছন তিনি। এরপর হাজির হন বিয়ের অনুষ্ঠানস্থল পোলকশস বার্গ হলে। সেখানে গিয়ে জানতে পারেন বর তার বন্ধু গৌরব নন, স্টিফেন নামের আর একজন। সেই বাসরে স্টিফেনের সঙ্গে চার হাত এক হতে চলেছে কাইটলিন নামের এক তরুণীর। ভিন্ন বর-কনে নিয়ে ধন্ধ কাটার পর আরতি যখন বিষয়টা বুঝতে পারেন, অত ধকল সহ্য করে ভুল ঠিকানায় এসে পৌঁছনোর পরেও তার মাথায় নতুন রসিকতার ফন্দি আসে। আগন্তুকের মতো সেই অনুষ্ঠানে ঢুকে বিয়ের ভিডিয়ো করা শুরু করেন তিনি। ভিডিয়োতে কনের ভাইকে ঠাট্টা করে বলতে শোনা যায়, ‘আপনি ইউএসএ থেকে স্কটল্যান্ডে এসেছেন ভুল বিয়েতে যোগ দেওয়ার জন্য?’ জবাবে হাসতে হাসতে আরতি বলেন, ‘হ্যাঁ, ঠিকই বলেছেন।’ এ সময় বর ও কনের সঙ্গেও দেখা করেন তিনি। ব্যাঙ্কোয়েটে ঢুকে খাবারও খান তিনি। এরপর ছোটেন গৌরবের বিয়ের উদ্দেশে।এসব চিত্রও উঠে এসেছে আরতির স্বহস্তে করা ভিডিয়োতে। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘শেষ পর্যন্ত উবারে করে ঠিক বিয়েতে যাচ্ছি।’ আরতিতে আরও বলতে শোনা যায়, ‘প্রথমে আমি যাদের বিয়েতে পৌঁছেছিলাম, সেখান থেকে কিছুটা দূরে পোলকশিল্ডস বার্গ হলে গাঁটছড়া বাঁধছিলেন আমার বন্ধু গৌরব। দুই অনুষ্ঠানস্থলের নাম অনেকটা এক হওয়ায় আমি ভুল করে ফেলছিলাম। তবে যাক, শেষ পর্যন্ত গৌরবের বিয়েতে এসে পৌঁছেছি।’গৌরবের বিয়ের অনুষ্ঠানের ভিডিয়োতে দেখা যায়, ভারতীয় পোশাক পরে পাঞ্জাবি ও স্কটিশ গানে নাচছেন অতিথিরা। ভিডিয়োটি আরতি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ভাইরাল হয়েছে সেটি।
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…