Categories: দেশ

৬০ লাখ তিরঙ্গার বরাত এল কোলকাতার সালাউদ্দিনের কাছে

এই খবর শেয়ার করুন (Share this news)

আগামী ১৫ আগস্ট ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাহেন্দ্রক্ষণ । ওই দিন স্বাধীনতার ৭৫ বছর পূর্তি পালন করবে ভারত । স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে দেশপ্রেম জাগ্রত করতে অভিনব উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার । স্বাধীনতার অমৃত মহোৎসব বছরে ১৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত দেশের জাতীয় তেরঙ্গা অভিযানে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আর তার প্রেক্ষিতেই সারা দেশের বিভিন্ন বাজারগুলিতেই ভিড় জমাচ্ছেন বহু মানুষ । লক্ষ্য একটাই , প্রচুর পরিমাণে জাতীয় পতাকা কেনা ।

ইতিমধ্যেই , পতাকা তৈরীর সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী , সারাদেশে পর্যাপ্ত পরিমাণে জাতীয় পতাকা সরবরাহের জন্য কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স ( ক্যাট ) নির্মাতাদের কাছে অনুরোধ করা হয়েছে ।সারা দেশে ২৫ কোটি পতাকা বাড়িতে লাগানোর লক্ষ্মমাত্রা স্থির করা হয়েছে । যদিও ক্যাটের তরফে দেওয়া হিসাব বলছে , এখনও পর্যন্ত মাত্র চার কোটি পতাকা মজুদ করার ব্যবস্থা করা গিয়েছে । ফলত , আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা কেনার চাহিদা এবং জোগানের মধ্যে বিস্তর ব্যবধান রয়ে গিয়েছে

চলতি সপ্তাহ জুড়ে অন্ততপক্ষে আড়াই থেকে তিন কোটি পতাকা তৈরি হতে পারে । তারপরেও ঘাটতি থেকে যাচ্ছে প্রায় ১৭ থেকে ১৮ কোটি পতাকা । এখন সেই পতাকা জোগানের বন্দোবস্ত করার জন্য ক্যাট প্রয়োজনীয় সবরকম প্রচেষ্টা শুরু করে দিয়েছে । ভারতে যে জাতীয় পতাকার প্রয়োজন হয় তার বেশিরভাগই জোগান দেয় গুজরাত । এছাড়াও দিল্লির নয়ডা এবং অন্ধপ্রদেশ থেকেও সেই পতাকার জোগান দেওয়া হয় । এ বছর কলকাতা থেকেও সেই পতাকার জোগানের ব্যবস্থা করা হয়েছে।

সালাউদ্দিন এন্টারপ্রাইজ নামে একটি সংস্থাকে বরাত দেওয়া হয়েছে এই পতাকা তৈরির । তবে ওই সালাউদ্দিন জানিয়েছেন ৬০ লাখের বেশি পতাকা তার পক্ষে করা সম্ভব নয়। ক্যাটের জাতীয় সভাপতি বি.সি ভরতিয়া এবং জাতীয় সাধারণ সম্পাদক প্রবীণ খান্ডেলওয়ালের জানিয়েছেন , দিল্লি , মহারাষ্ট্র , গুজরাত , ছত্তিশগড় , উত্তরপ্রদেশ , মধ্যপ্রদেশ ,পাঞ্জাব , তামিলনাড়ু , ওড়িশা , বিহার এবং রাজস্থানের তাদের সংগঠনের কর্মকর্তাদের তরফে পতাকা সংগ্রহে বিশেষ অনুরোধ করা হয়েছে । বিভিন্ন রাজ্যের কাপড় প্রস্তুতকারকদের সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি তেরঙ্গা তৈরির পরিমাণ বাড়ানোর দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে।

কলকাতা থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে মহেশতলায় সালাউদ্দিন মন্ডলের কারখানায় চূড়ান্ত ব্যস্ততা । দিন – রাত জেগে প্রায়য় শ’খানেক কর্মী পতাকা তৈরির কাজ করে চলেছেন । এত বড়ো বরাত পেতেই মুখের হাসি চওড়া হয়েছে তার । তিনি জানিয়েছেন , ‘ আমার ব্যবসা যে গতি পাবে তাতে কোন , সন্দেহ নেই, তবে দেশের স্বাধীনতার ৭৫ তম বার্ষিকীর সঙ্গে জড়িত থাকতে পারা আমার কাছে গর্বের বিষয় ।

‘ উল্লেখ্য , বাজারে যে মাপের পতাকা বিক্রয় হয় , তার নির্দিষ্ট কোন মাপ নেই । ছোট মাপের পতাকাগুলিকে দশ টাকা দরে বিক্রি করা হয় ।কিন্তু কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের তরফে মূলত তিনটি মাপের পতাকার বরাত দেয়া হয় । মন্ত্রকের প্রস্তাবিত তিনটি পরিমাপ হল ২০x৩০ , ১৬x২৪ , ৬ × ৯ । তাই এই মাপের পতাকাগুলো সর্বোচ্চ পরিমাণে তৈরি করার জন্য ক্যাটের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

শুরু হলো পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…

9 hours ago

টিএমসি কাণ্ড, ঋণ নিয়েছিলেন অধ্যাপিকা!তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…

10 hours ago

নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…

10 hours ago

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

11 hours ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

11 hours ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

11 hours ago