Categories: দেশ

৬০ লাখ তিরঙ্গার বরাত এল কোলকাতার সালাউদ্দিনের কাছে

এই খবর শেয়ার করুন (Share this news)

আগামী ১৫ আগস্ট ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাহেন্দ্রক্ষণ । ওই দিন স্বাধীনতার ৭৫ বছর পূর্তি পালন করবে ভারত । স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে দেশপ্রেম জাগ্রত করতে অভিনব উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার । স্বাধীনতার অমৃত মহোৎসব বছরে ১৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত দেশের জাতীয় তেরঙ্গা অভিযানে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আর তার প্রেক্ষিতেই সারা দেশের বিভিন্ন বাজারগুলিতেই ভিড় জমাচ্ছেন বহু মানুষ । লক্ষ্য একটাই , প্রচুর পরিমাণে জাতীয় পতাকা কেনা ।

ইতিমধ্যেই , পতাকা তৈরীর সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী , সারাদেশে পর্যাপ্ত পরিমাণে জাতীয় পতাকা সরবরাহের জন্য কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স ( ক্যাট ) নির্মাতাদের কাছে অনুরোধ করা হয়েছে ।সারা দেশে ২৫ কোটি পতাকা বাড়িতে লাগানোর লক্ষ্মমাত্রা স্থির করা হয়েছে । যদিও ক্যাটের তরফে দেওয়া হিসাব বলছে , এখনও পর্যন্ত মাত্র চার কোটি পতাকা মজুদ করার ব্যবস্থা করা গিয়েছে । ফলত , আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা কেনার চাহিদা এবং জোগানের মধ্যে বিস্তর ব্যবধান রয়ে গিয়েছে

চলতি সপ্তাহ জুড়ে অন্ততপক্ষে আড়াই থেকে তিন কোটি পতাকা তৈরি হতে পারে । তারপরেও ঘাটতি থেকে যাচ্ছে প্রায় ১৭ থেকে ১৮ কোটি পতাকা । এখন সেই পতাকা জোগানের বন্দোবস্ত করার জন্য ক্যাট প্রয়োজনীয় সবরকম প্রচেষ্টা শুরু করে দিয়েছে । ভারতে যে জাতীয় পতাকার প্রয়োজন হয় তার বেশিরভাগই জোগান দেয় গুজরাত । এছাড়াও দিল্লির নয়ডা এবং অন্ধপ্রদেশ থেকেও সেই পতাকার জোগান দেওয়া হয় । এ বছর কলকাতা থেকেও সেই পতাকার জোগানের ব্যবস্থা করা হয়েছে।

সালাউদ্দিন এন্টারপ্রাইজ নামে একটি সংস্থাকে বরাত দেওয়া হয়েছে এই পতাকা তৈরির । তবে ওই সালাউদ্দিন জানিয়েছেন ৬০ লাখের বেশি পতাকা তার পক্ষে করা সম্ভব নয়। ক্যাটের জাতীয় সভাপতি বি.সি ভরতিয়া এবং জাতীয় সাধারণ সম্পাদক প্রবীণ খান্ডেলওয়ালের জানিয়েছেন , দিল্লি , মহারাষ্ট্র , গুজরাত , ছত্তিশগড় , উত্তরপ্রদেশ , মধ্যপ্রদেশ ,পাঞ্জাব , তামিলনাড়ু , ওড়িশা , বিহার এবং রাজস্থানের তাদের সংগঠনের কর্মকর্তাদের তরফে পতাকা সংগ্রহে বিশেষ অনুরোধ করা হয়েছে । বিভিন্ন রাজ্যের কাপড় প্রস্তুতকারকদের সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি তেরঙ্গা তৈরির পরিমাণ বাড়ানোর দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে।

কলকাতা থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে মহেশতলায় সালাউদ্দিন মন্ডলের কারখানায় চূড়ান্ত ব্যস্ততা । দিন – রাত জেগে প্রায়য় শ’খানেক কর্মী পতাকা তৈরির কাজ করে চলেছেন । এত বড়ো বরাত পেতেই মুখের হাসি চওড়া হয়েছে তার । তিনি জানিয়েছেন , ‘ আমার ব্যবসা যে গতি পাবে তাতে কোন , সন্দেহ নেই, তবে দেশের স্বাধীনতার ৭৫ তম বার্ষিকীর সঙ্গে জড়িত থাকতে পারা আমার কাছে গর্বের বিষয় ।

‘ উল্লেখ্য , বাজারে যে মাপের পতাকা বিক্রয় হয় , তার নির্দিষ্ট কোন মাপ নেই । ছোট মাপের পতাকাগুলিকে দশ টাকা দরে বিক্রি করা হয় ।কিন্তু কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের তরফে মূলত তিনটি মাপের পতাকার বরাত দেয়া হয় । মন্ত্রকের প্রস্তাবিত তিনটি পরিমাপ হল ২০x৩০ , ১৬x২৪ , ৬ × ৯ । তাই এই মাপের পতাকাগুলো সর্বোচ্চ পরিমাণে তৈরি করার জন্য ক্যাটের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

আলু, ধান, সবজির সাথে ডাল চাষেও এগোচ্ছে ত্রিপুরা : রতন!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্য এবার ধান ও সবজির পাশাপাশি ডাল জাতীয় শস্য উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের পথে…

22 hours ago

চটকলের আখ্যান!!

সর্বস্বান্ত গফুর, গ্রাম ছেড়ে মেয়ে আমিনার হাত ধরে ফুলবেড়ের সর্বমা চটকলের দিকে পা বাড়িয়েছিল বাঁচার…

22 hours ago

১০০ ও ২০০ টাকার নোট নিয়ে নয়া নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের!!

অনলাইন প্রতিনিধি :-১০০ এবং ২০০ টাকার নোটের বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের বড়সড় সিদ্ধান্ত।সোমবার জারি করা এক…

2 days ago

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন!!

অনলাইন প্রতিনিধি :-আচমকাই আগুন লাগে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । সোমবার সন্ধ্যায় আগুন…

2 days ago

সিন্ধু তীরের জলযুদ্ধ!!

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হানার একদিন পরে বৃহস্পতিবার ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি পাকিস্তানের জলসম্পদ মন্ত্রণালয়ের…

3 days ago

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপরাধে নিষিদ্ধ করা হল ১৬ টি ইউটিউব চ্যানেল!!

অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁও হামলার পর থেকে কেন্দ্রীয় সরকার অ্যাকশন মোড অন করেছে । সোমবার কেন্দ্রীয়…

3 days ago