Categories: বিনোদন

৬ কোটি টাকায় বিক্রি হল টাইটানিক ছবির সেই বিয়োগান্তক দরজা।।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-১৯১২ সালের ১৫ এপ্রিল যাত্রীবাহী দৈত্যাকার জাহাজ আরএমএস টাইটানিক ব্রিটেনের সাউথহ্যাম্পটন থেকে আমেরিকার নিউ ইয়র্কের উদ্দেশে সমুদ্রে ভেসেছিল।কিন্তু একটি হিমশৈলের সঙ্গে সংঘর্ষে উত্তর আটলান্টিক মহাসাগরে ডুবে যায় টাইটানিক।

সেই ঘটনাকে অবলম্বন করে ১৯৯৭ সালে হলিউডে মুক্তি পায় জেমস ক্যামেরন পরিচালিত ব্লকবাস্টার ছবি ‘টাইটানিক’।ছবিটি যারা দেখেছেন,শেষের বিয়োগান্তক দৃশ্যের কথা প্রায় সকলেরই স্মৃতিতে আজও অম্লান।ওই দৃশ্যে নায়িকা রোজকে (কেট উইন্সলেট) টাইটানিক জাহাজের একটি ভাঙা দরজার উপর তুলে দিয়েছিলেন নায়ক জ্যাক (লিওনার্দো ডিক্যাপ্রিও)।ওই দরজায় কেবল একজনেরই ঠাঁই হতো।তাই প্রেমিকা রোজকে সেই পাটাতনে তুলে দিয়ে ভালবাসার জন্য নিজের জীবন বিসর্জন দিয়ে অতলান্তিকের হিমশীতল জলে ডুবে মারা যায় জ্যাক।আবেগঘন ওই দৃশ্যটি বার বার দেখতে নাকি বহু দর্শক টিকিট কেটে হলে যেতেন।ছবি মুক্তির সাতাশ বছর পর সেই টাইটানিক ছায়াছাবির সেই একপাল্লার দরজা (চলচ্চিত্রের পরিভাষায় ‘প্রপস’)নিলামে বিক্রি হয়ে গেল।সামান্য ওই কাঠের পাটাতন বিক্রি হয়েছে কার্যত অবিশ্বাস্য দামে।৭ লক্ষ ১৮ হাজার ৭৫০ মার্কিন ডলারে।ভারতীয় মুদ্রায় হিসাব করলে ৫ কোটি ৯৯ লক্ষ ১৭ হাজার ৫১৫ টাকা।
আমেরিকার ডালাসভিত্তিক নিলামঘর হেরিটেজ অকশনস সংস্থার তরফে ওই নিলাম পর্ব সম্পন্ন হয়।’ট্রেজার্স ফ্রম প্ল্যানেট হলিউড’ নামের ওই নিলামের আয়োজনে টাইটানিকের কাঠের একখণ্ড দরজা ছাড়াও হলিউডের বিভিন্ন হিট ছবিতে ব্যবহৃত ‘প্রপস’ বিক্রির জন্য তোলা হয়েছিল। হেরিটেজ অকশনস-এর তরফে জানানো হয়েছে, তারা যে দাম প্রত্যাশা করেছিলেন, বাস্তবে অনেক বেশি দামে বিক্রি হয়েছে টাইটানিক ছবিতে ব্যবহৃত ওই দরজা। দরজাটি নিলামে তোলার সময় সেটিকে ‘বিশাল জিনিস’ বলে উল্লেখ করা হয়েছিল।বলা হয়েছিল, ‘সত্যিই সবচেয়ে বড় দৃশ্য। চূড়ান্ত দৃশ্য।এটিই সেই বিদায়।’ ৯০ হাজার ডলার থেকে নিলামের দর শুরু হয়।৫ মিনিট পরই দাম ৫ লাখ ডলার ছাড়িয়ে যায় এবং শেষ পর্যন্ত ৭ লাখ ১৮ হাজার ৭৫০ ডলারে বিক্রি হয়।
বালসা কাঠের তৈরি ওই দরজাটি নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। এ দরজায় টুকরো ব্যবহার করে শুধু কি একজনই বেঁচে থাকতে সক্ষম ছিল— এমন প্রশ্নে একটা সময় সরগরম হয়ে থাকত আলোচনা সভা।এ প্রশ্নের জবাব দিতে পরিচালক জেমস ক্যামেরন একটি পরীক্ষা করেছিলেন।সেই সমীক্ষায় দেখা যায়,ওই কাঠ ব্যবহার করে ভয়াল সমুদ্রে কেবল একজনের বাঁচাই সম্ভব ছিল, দুজনের নয়।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

18 hours ago

কুম্ভ ইকনমি

২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…

18 hours ago

২০২ কোটি ব্যয়ে আরও একটি নয়া বিল্ডিং আইজিএমে : মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-আগরতলাগভর্নমেন্ট কলেজের আসন সংখ্যা ৫০ থেকে বেড়ে ৬৩ করা হয়েছে ইতিমধ্যেই। আইজিএম হাসপাতালে…

18 hours ago

এক আগরতলা শ্রেষ্ঠ আগরতলা গড়ে তোলার জন্য সংকল্প নিন!!

অনলাইন প্রতিনিধি :-শারদউৎসব সম্পন্ন হওয়ার পর সামান্য দেরি হলেও বৃহস্পতিবার অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে…

19 hours ago

প্রিন্সিপালশূন্য ১৬ ডিগ্রি কলেজ, লাটে পড়াশোনা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্যসরকারের সাধারণ ডিগ্রি কলেজে প্রিন্সিপাল পদে নিয়োগ বিশবাঁও জলে। দু'বছর আগে রাজ্য সরকারের…

19 hours ago

প্রতিবেশীর সম্পর্ক।।

ভারত বাংলাদেশের মধ্যে সামরিক সম্পর্ক বদলায়নি। তবে। দুই দেশের মধ্যেকার কূটনৈতিক আদানপ্রদান কমিয়াছে। ফলে দুই…

2 days ago