৬ বছরের মেয়ের অঙ্গে বাঁচল ৫ প্রাণ

এই খবর শেয়ার করুন (Share this news)

সর্বকনিষ্ঠ অঙ্গদাতা হিসাবে ইতিহাসে অমর হয়ে গেল রোহি প্রজাপতি । মাত্র ৬ বছর বয়সেই ঘাতকের বুলেট তার প্রাণ কেড়ে নিয়েছিল । দিল্লির অল ইন্ডিয়া মেডিক্যাল ইনস্টিটিউট ( এইমস ) হাসপাতালে সেই একরত্তি ‘ মৃত ’ মেয়ের অঙ্গে জীবন ফিরে পেয়েছে পাঁচটি প্রাণ । হাসপাতাল সূত্রে জানানো হয়েছে , রোহির অঙ্গে আরও একজন মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হবে । জেল পালানো এক কয়েদির গুলী সরাসরি গিয়ে লেগেছিল সাড়ে ৬ বছরের রোহির মাথায় । একেবারে মস্তিষ্কে । এফোঁড় – ওফোঁড় করে দিয়েছিল ঘাতকের বিষাক্ত বুলেট । ওই অবস্থায় রাত সাড়ে এগারোটা নাগাদ তাকে ভর্তি করানো হয়েছিল দেশের অন্যতম শ্রেষ্ঠ সরকারী হাসপাতাল এইমসের ট্রমা কেয়ার সেন্টারে । সিটি স্ক্যানে ধরা পড়ে , মাথার ডানদিকের অংশ ফালাফালা করে দিয়েছে গুলী । সেখানকার চিকিৎসকরা রোহিকে বাঁচাতে পারেননি ঠিকই , তবে সেই মেয়ের অঙ্গে প্রাণ পেল আরও পাঁচ জন । ওইটুকু মেয়ে হারানোর শোক বুকে চেপেও তার অঙ্গদানে রাজি হয়েছিলেন রোহির বাবা – মা । এইমস সূত্রে জানানো হয়েছে , ‘ ব্রেন ডেথ ’ হয়ে যাওয়ার পর ওই শিশুর হার্টের ভাল্ব , দুটি কিডনি , লিভার , দুটি চোখের কর্নিয়া পাঁচ জন গুরুতর অসুস্থ মানুষের শরীরে সফল ভাবে প্রতিস্থাপন করা হয় । ছোট্ট শিশুর অঙ্গে নতুন করে জীবনে ফিরেছেন পাঁচ জন । এই মুহূর্তে তারা সকলেই সুস্থ আছেন । রোহির মা পুনম দেবী বলেন , ‘ শারীরিক ভাবে আমাদের রোহি আর বেঁচে নেই ঠিকই , তবে খণ্ড খণ্ড অস্তিত্ব নিয়ে ও আরও বহুদিন বেঁচে থাকবে পাঁচ জনের শরীরে।

‘ পুনম দেবীর স্বামী নয়ডায় টেলারিংয়ের দোকান আছে । তাদের ছয় সন্তানের মধ্যে রোহি ছিল সবার ছোট । এ ঘটনার আরও একটি আশ্চর্যের দিক হল , বাড়ির মেয়ের মাথায় কখন কার গুলী লাগল , বাবা মা কিছুই জানতে পারেননি ।
মাথায় গুলী লাগার পরেই কোমায় চলে যায় রোহি । এইমসের চিকিৎসকেরা তাকে বাঁচাতে চেষ্টার কোনও ত্রুটি করেননি । সংশ্লিষ্ট চিকিৎসক রোহির বাবাকে জানান , ওলী যেভাবে তাদের মেয়ের ব্রেনকে ফুঁড়ে দিয়েছে , এ অবস্থায় বাঁচানো সম্ভব নয় । ডাক্তারদের শত চেষ্টা ব্যর্থ করে রোহির মস্তিষ্কের মৃত্যু ঘটে । চিকিৎসকরা রোহির অভিভাবকের কাছে আর্জি জানান , তারা তাদের মেয়ের অঙ্গদানে রাজি থাকলে অন্তত পাঁচ জন্য মৃত্যুপথযাত্রী মানুষের জীবন বেঁচে যাবে । রোহির বাবা সিদ্ধান্ত নিয়ে ডাক্তারদের জানান , আদরের মেয়ে আর ফিরে আসবে না , কিন্তু সে যদি পাঁচ জন জীবিতের শরীরে প্রচ্ছন্ন ভাবে বেঁচে থাকে , থাকুক । এতেই তাদের শান্তি । এইমসের নিউরো সার্জন অধ্যাপক দীপক গুপ্তা সংবাদমাধ্যমকে বলেন , ‘ ফুলের মতো একরক্তি মেয়েটাকে হারিয়ে বাবা – মা কার্যত শোকে পাথর হয়ে গেছিলেন । ওই অবস্থান চোয়াল শক্ত করে সেই মেয়ের অঙ্গদানের সিদ্ধান্ত নেওয়া মোটেই সহজ কাজ নয় । রোহি প্রজাতির মা – বাবা কার্যত নজির সৃষ্টি করেছেন । যে বিরাট মনের পরিচয় তারা দিয়েছেন , আজকের সমাজে তা বিরল । ‘ এইমস সূত্রে জানানো হয়েছে , তাদের হাসপাতালের ইতিহাসে রোহি প্রজাপতি এখনও পর্যন্ত সর্বকনিষ্ঠ অঙ্গদাতা । রোহির বাবা হরনারায়ণ প্রজাপতি নয়ডার ১২১ নম্বর সেক্টরের বাসিন্দা । রাতের অন্ধকারে মেয়ের গুলী লাগল অথচ তারা কেউ টের পাননি কেন ? এই প্রশ্নে হরনায়ারণ বলেন , ‘ ওই দিন রাতে প্রচণ্ড গুমোট গরম ছিল । আরও দুই ভাই – বোনের সঙ্গে ঘরের বাইরে খাটিয়ায় শুয়েছিল রোহি । আমরা তখন ঘরের মধ্যে ছিলাম । হঠাৎ ঘরের বাইরে বিকট একটা শব্দ শুনি । শুনি রোহির কাতর আর্তনাদ । তৎক্ষণাৎ ঘরের বাইরে বেরিয়ে দেখি , আমার ছোট মেয়েটা মাটিতে পড়ে আছে । রক্তে ভেসে যাচ্ছে গোটা মুখ । কী ভাবে ঘটে গেল এমনটা , কিছুই জানি না । আমার সঙ্গে কারও শত্রুতাও ছিল না । ওই অবস্থায় মেয়েকে নিয়ে আমরা ছুটি হাসপাতালে । নয়ডার সেখানে প্রাথমিক চিকিৎসার পরেই মেয়েকে এইমসের ট্রমা কেয়ারে রেফার করে । সেখানে ডাক্তারবাবুরা জানান , আমার মেয়ের মাথায় গুলী লেগেছে । তারপর পুলিশের কাছে আমি অভিযোগ দায়ের করি । ‘ পুলিশ জানিয়েছে , এক বিচারাধীন বন্দি জেল পালিয়ে বিরুদ্ধ গোষ্ঠীর গ্যাংস্টারকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলী ছুড়ে পালিয়েছে । তাদেরই কারও একটি গুলী ছোট মেয়েটার । মাথায় এসে লাগে । তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।’

Dainik Digital

Recent Posts

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

17 hours ago

কুম্ভ ইকনমি

২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…

18 hours ago

২০২ কোটি ব্যয়ে আরও একটি নয়া বিল্ডিং আইজিএমে : মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-আগরতলাগভর্নমেন্ট কলেজের আসন সংখ্যা ৫০ থেকে বেড়ে ৬৩ করা হয়েছে ইতিমধ্যেই। আইজিএম হাসপাতালে…

18 hours ago

এক আগরতলা শ্রেষ্ঠ আগরতলা গড়ে তোলার জন্য সংকল্প নিন!!

অনলাইন প্রতিনিধি :-শারদউৎসব সম্পন্ন হওয়ার পর সামান্য দেরি হলেও বৃহস্পতিবার অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে…

19 hours ago

প্রিন্সিপালশূন্য ১৬ ডিগ্রি কলেজ, লাটে পড়াশোনা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্যসরকারের সাধারণ ডিগ্রি কলেজে প্রিন্সিপাল পদে নিয়োগ বিশবাঁও জলে। দু'বছর আগে রাজ্য সরকারের…

19 hours ago

প্রতিবেশীর সম্পর্ক।।

ভারত বাংলাদেশের মধ্যে সামরিক সম্পর্ক বদলায়নি। তবে। দুই দেশের মধ্যেকার কূটনৈতিক আদানপ্রদান কমিয়াছে। ফলে দুই…

2 days ago