অনলাইন প্রতিনিধি :-পেট্রোপন্যের জন্য আট কিলোমিটার পথ পাড়ি দেওয়া বা কালো বাজার থেকে ভেজাল পেট্রোপণ্য কেনার যন্ত্রণা আবার ফিরে এল কমলপুর মহকুমা সদরের যানবাহন চালক ও মালিকদের জন্য । রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর কমলপুর মহকুমা সদরে চালু হয়েছিল এস এস কে পেট্রোলিয়াম । মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন । নানা অভিযোগ এবং সমস্যা থাকলেও প্রায় সাত হাজার যানবাহনের চালক ও মালিক নিজেদের প্রয়োজনীয় পেট্রোল ডিজেলের চাহিদা মেটাতে পারছিলেন ঢিল ছোড়া দূরত্বে । কিন্তু গত ছয় মাস ধরে বন্ধ সেই এস এস কে পেট্রোলিয়াম । এতে বেজায় সমস্যায় পড়েছেন মানুষ । যাতায়াতে ৮ কিলোমিটার দূরের হালহালিতে গিয়ে আনতে হচ্ছে পেট্রোল, ডিজেল । অথবা চড়া দামে কালো বাজার থেকে কিনতে হচ্ছে ভেজাল পেট্রোপণ্য । এতে গাড়ির যেমন ক্ষতি হচ্ছে তেমনি বেরিয়ে যাচ্ছে হিসাবের অনেক বেশি টাকা । এই বিষয়ে ভারতীয় মজদুর সংঘের কমলপুর সভাপতি সুদীপ ঘোষ জানান এই পেট্রোল পাম্পটি বন্ধ থাকায় আর্থিকভাবে ব্যাপক ক্ষতি হচ্ছে। পাশাপাশি অতিসত্বর এই পেট্রোল পাম্পটি পুনরায় চালুর দাবি জানান তিনি
কিন্তু এই বিষয়ে কি করছে জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দফতর ? খাদ্য দফতরের মহকুমার ভারপ্রাপ্ত আধিকারিক জানালেন, তিনি মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান যে আর্থিক সংকটের কারণে তারা ফুয়েল স্টেশন বন্ধ রেখেছেন । এক দুই মাসের মধ্যে চালু করবেন । এই বিষয়টি তিনি জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে । তবে এক দুই মাস অতিক্রম করে ৬ মাস হতে চলল। এই ক্ষেত্রে কি ব্যবস্থা নিচ্ছে দফতর সে বিষয় তিনি কৌশলে এড়িয়ে যান ।
বাইট ২- 1;19
অনলাইন প্রতিনিধি :- জাতীয় সড়ক এনএইচ-৮ -এর ভগ্নাবস্থায় বিভিন্ন অংশ দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের…
অনলাইন প্রতিনিধি :-গ্রাম হলো আমাদের শক্তি,কৃষক আমাদের অন্নদাতা' এই স্লোগানকে সামনে রেখে রাজ্যের কৃষি ক্ষেত্রকে…
কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার। রামমন্দির প্রতিষ্ঠা।তিন তালাক প্রথা বাতিল।নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ (সিএএ)। ওয়াকফ…
অনলাইন প্রতিনিধি :-প্রচন্ড বৃষ্টি ও ভূমিধসের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন জম্মু ও কাশ্মীরের রামবান জেলা…
অনলাইন প্রতিনিধি :-ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সোমবার মৃত্য হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর।দক্ষিণ…
ওয়াকফ সংশোধনী আইন নিয়ে গোটা দেশ এখন তোলপাড় হচ্ছে।আইনের পক্ষ-বিপক্ষ নিয়ে জাতীয় রাজনীতির পারদ এখন…