৬ রাজ্যের ৭ কেন্দ্রে ভোট কাল

 ৬ রাজ্যের ৭ কেন্দ্রে ভোট কাল
এই খবর শেয়ার করুন (Share this news)

ছয়টি রাজ্যের ৭টি বিধানসভা আসনের জন্য সরব প্রচার মঙ্গলবার সন্ধ্যায় শেষ হল। আগামী তেসরা নভেম্বর এই আসনগুলোতে ভোটগ্রহণ করা হবে। নির্বাচনি প্রচারের সময় রাজনৈতিক উত্তাপ তুঙ্গে পৌঁছায় কারণ ওই নির্বাচনকে মর্যাদার লড়াই হিসাবে দেখছে রাজনৈতিক দলগুলো। মুখ্যমন্ত্রীগণ এবং অন্যান্য শীর্ষ নেতাগণ শেষ মুহূর্ত পর্যন্ত তাদের দলকে জয়ী করার জন্য ভোটারদের কাছে আবেদন জানাতে দেখা যায়। বিহারের মোকামা এবং গোপালগঞ্জ আসন, হরিয়ানার আদমপুর আসন, তেলেঙ্গানার মানুগড়া আসন, উত্তরপ্রদেশের গোলা গোরক্ষনাথ আসন এবং ওড়িশার ধামনগর আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। মহারাষ্ট্রের আন্ধেরিতে (পূর্ব) বিজেপি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছে। সম্প্রতি শিবসেনায় ভাঙনের পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হন বিদ্রোহী গোষ্ঠীর নেতা একনাথ শিন্ডে। ওই আসনে প্রয়াত বিধায়ক রমেশ লাটকের স্ত্রী রাতুজা লাটকেকে প্রার্থী করেছে শিবসেনার উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীন গোষ্ঠী। ওই আসনে রাতুজা সহজেই জয় পাবেন বলে মনে করা হচ্ছে। যে সাতটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে তার মধ্যে দুটি করে রয়েছে বিজেপি এবং কংগ্রেসের দখলে। বাকি তিনটির মধ্যে একটি বিজেপির, একটি শিবসেনার এবং আরেকটি আরজেডির। উপনির্বাচনের ফলাফল বিধানসভায় রাজনৈতিক দলগুলোর অবস্থানে কোনও পরিবর্তন না আনলেও আঞ্চলিক দলগুলো বিজেপির থেকে আসা চ্যালেঞ্জ মোকাবিলায় ঝড়ো প্রচারাভিযান চালিয়েছে। ভোটগণনা হবে ৬ নভেম্বর। গত আগষ্ট মাসে বিজেপির সাথে আঁতাত ছিন্ন করার পর জনতা দল (ইউ) নেতা নীতীশ কুমার যাদব আরজেডি নেতা লালুপ্রসাদ যাদবের সঙ্গে মিলে বিজেপির বিরুদ্ধে প্রথম নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতায় নামতে চলেছেন। এর মধ্যে মোকামা আসনটি আরজেডির দখলে এবং গোপালগঞ্জ আসনটি বিজেপির দখলে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার মোকামার ভোটারদের নীলম দেবীকে সমর্থন করার আহ্বান জানিয়েছেন। আরজেডি প্রার্থী নীলম দেবী নীতীশ কুমারের স্নেহধন্য অনন্ত কুমার সিংয়ের পত্নী। খুন, অপহরণ, অস্ত্র রাখা সহ বিভিন্ন মামলায় দোষী সাব্যস্ত অনন্ত কুমার সিং এখন জেল খাটছেন। স্বাভাবিকভাবেই তার বিধায়ক পদ খারিজ হয়ে যায় এবং নতুন করে নির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দেয়। নীলম দেবীকে মহাগঠবন্ধন প্রার্থী হিসাবে তুলে ধরে ব্যাপক প্রচার চালিয়েছে জনতা দল (ইউ) এবং আর জে ডি। এই আসনেই বিজেপি প্রার্থী হিসাবে দাঁড় করিয়েছে অনন্ত সিং এবং বিরোধিতাকারী কুস্তিগির ললন সিংয়ের স্ত্রী সোনম দেবীকে। এখানে লড়াই বেশ জমজমাট হবে বলেই মনে করছেন বিশ্লেষকগণ। তেলেঙ্গানায় মানুগড়া আসনের উপর সতর্ক দৃষ্টি রাখতে রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিককে নির্দেশ দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সাহায্য নিয়ে এই কাজ করতে বলা হয়েছে। কারণ সেখান থেকে ভোটারদের প্রভাবিত করার বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে। সেখানে বিজেপি প্রার্থী কে রাজাগোপাল রেড্ডির বিরুদ্ধে নিজ নির্বাচনি ক্ষেত্রের ভেতরে ২৩ ব্যক্তি কিংবা সংস্থাকে ৫.২৪ কোটি টাকা দেওয়ার অভিযোগ এনেছে টিআরএস।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.