Categories: দেশ

৭টি সমঝোতা পত্র স্বাক্ষরিত

এই খবর শেয়ার করুন (Share this news)

বদলে যাওয়া কূটনৈতিক সমীকরণেও দুই প্রতিবেশী দেশের মধ্যে কোনওদিন সম্পর্ক তিক্ত হয়নি । আগামীদিনেও হবে না । বরং এই সৌহার্দ্য এবং দ্বিপাক্ষিক মৈত্রী যাতে আরও বৃদ্ধি পায় সেই প্রক্রিয়া আরও ত্বরান্বিত করা হচ্ছে । তারই উদাহরণ হিসেবে নতুন করে সাতটি সমঝোতাপত্রের স্বাক্ষর । ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রীদ্বয়ের বৈঠকের পর আজ বারংবার এই সম্পর্কের ভিত্তি হিসেবে দুই রাষ্ট্রপ্রধানের মুখেই উঠে এলো যথারীতি ১৯৭১ প্রসঙ্গ । বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল , সেটা বাংলাদেশ কখনও ভুলবে না বলে আজ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা । আবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বলেছেন , ভারত ও বাংলাদেশের সম্পর্কের ভিত্তি যেন হয় ১৯৭১ সালের আত্মিক সম্পর্কের ইতিহাস । সুতরাং কোনও কোনও শক্তি যদি এই দুই দেশের মধ্যে কোনও ফাটল ধরানোর চেষ্টা করে কিংবা বিভাজনের প্রয়াস ঘটায় সেটা আমাদের উভয় পক্ষকেই সতর্কভাবে প্রতিহত করতে হবে ।

সন্ত্রাস ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আমাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে । মোদির এই ভাষ্যে যে তার পরোক্ষ অঙ্গুলিহেলন চিন পাকিস্তানের দিকেই , সেটা স্পষ্ট । চিন সম্প্ৰতি বাংলাদেশে নিজেদের সক্রিয়তা বহুগুণ বৃদ্ধি করেছে । এদিকে , আজ শেখ হাসিনা তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে বস্তুত ভারতকে পরোক্ষে চাপ দিয়েছেন । এবার ভারত ও বাংলাদেশের মধ্যে যে সাতটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং আলোচনার ইস্যু যা ছিল , সেই তালিকায় তিস্তা ছিল না । তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সে বিষয়টি উত্থাপন করেননি তার বিবৃতিতে । কিন্তু দুপুরে হায়দ্রাবাদ হাউসে দুই প্রধানমন্ত্রীর বৈঠকের ঠিক পর হাসিনা নিজেই বলেন , আশা করি দ্রুত তিস্তা চুক্তিও সম্পাদন করা যাবে । হাসিনা প্রধানমন্ত্রী মোদির প্রশংসা করে বলেন , মোদিজি যখন প্রধানমন্ত্রী আছেন , তখন দুই দেশের যাবতীয় সমস্যাগুলির সমাধান হবে বলে আমার বিশ্বাস । এদিন দুই প্রধানমন্ত্রীর মধ্যে সবথেকে বেশি আলোচ্য ছিল দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থার বিভিন্ন নয়া ব্যবস্থা কার্যকর করা । এই তালিকায় রাস্তা , রেল , নদীপথ এবং বিমান পরিবহণ অন্যতম ।

ত্রিপুরা থেকে বাংলাদেশ একটি নতুন রেলপথ কলকাতা পর্যন্ত সম্প্রসারিত রুট হিসেবে চালু করা নিয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে । একই সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যকে সর্বাপেক্ষা গুরুত্ব দেওয়া হবে । প্রধানমন্ত্রী মোদি শেখ হাসিনাকে বলেছেন , আমাদের কাছে সবথেকে তাৎপর্যপূর্ণ তথ্য হলো বাংলাদেশের পণ্যের সবথেকে বড় মার্কেট ভারতই । এই আর্থিক আদানপ্রদানকে আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে । আজ দুই দেশের শিল্পমহলের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা । সংবাদ প্রতিনিধি , ঢাকার সংযোজন : প্রতিবেশীদের মধ্যে কূটনীতির ক্ষেত্রে দু’দেশের সম্পর্ককে ‘ রোল মডেল ’ আখ্যায়িত করে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন , ‘ আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কে গতি সঞ্চার করার ক্ষেত্রে মোদিজির দূরদর্শী নেতৃত্বকে সাধুবাদ জানাই । বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সবচেয়ে নিকট প্রতিবেশী ভারত । ‘ প্রধানমন্ত্রী মোদি ও আমি আরেক দফায় ফলপ্রসূ আলোচনা শেষ করছি , যার ফল দুদেশের জনগণের উপকার বয়ে আনবে । নিবিড় বন্ধুত্ব ও সহযোগিতার উদ্দীপনা নিয়ে আমাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে ।

দ্রুত সময়ের মধ্যে তিস্তা চুক্তি সম্পন্ন করার আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন , ‘ আমরা বন্ধুত্ব ও সহযোগিতার মনোভাব নিয়ে অনেক অনিষ্পন্ন সমস্যার সমাধান ইতিমধ্যে করেছি । আমি আশা করি , তিস্তা জল বন্টন চুক্তি সহ অন্যান্য অনিষ্পন্ন বিষয়গুলো শিগগির সম্পন্ন করতে পারবো । ‘ ভারতের স্বাধীনতার ৭৫ তম বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী আয়োজিত ‘ আজাদি কা অমৃত মহোৎসব’র সফল সমাপ্তির জন্য ভারতকে অভিনন্দন জানান শেখ হাসিনা । দুই দেশের দ্বিপক্ষীয় বৈঠককে আরেকটি ‘ ফলপ্রসূ আলোচনা ’ হিসেবে বর্ণনা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন , এই বৈঠকের ফল দুই দেশের জনগণকেই উপকৃত করবে । এদিকে , চারদিনের রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । দুই প্রধানমন্ত্রী করমর্দন করেন । পরে শেখ হাসিনাকে ‘ গার্ড অব অনার ‘ লালগালিচা সম্মাননা দেওয়া হয় ।

ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের আগে শেখ হাসিনা সাংবাদিকদের বলেন , ‘ ভারত আমাদের বন্ধু । আমি যখনই ভারতে আসি , এটা আমার জন্য আনন্দের । বিশেষ করে আমরা মুক্তিযুদ্ধের সময় ভারতের অবদানের কথা স্মরণ করি । আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে , আমরা একে অপরকে সহযোগিতা করছি । ‘ দিনের অন্য কর্মসূচি অনুযায়ী , রাষ্ট্রপতি ভবনের আনুষ্ঠানিকতার পর শেখ হাসিনা রাজঘাট গান্ধী সমাধিস্থলে গিয়ে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান । এছাড়াও শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন । ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন । সোমবার চারদিনের সফরে দিল্লী পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

যুদ্ধবিমান নিয়ে কালই মহড়া ভারতের!!

অনলাইন প্রতিনিধি :-বুধবার পাকিস্তানের সঙ্গে থাকা আন্তর্জাতিক সীমান্ত বরাবর বড়সড় মহড়া দিতে চলেছে ভারতের বায়ুসেনা।…

7 hours ago

প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেকর্ড ফলাফল দিব্যাঙ্গ কিশোরীর!!

অনলাইন প্রতিনিধি :-একদিকে আর্থিক সংকট অপরদিকে শারীরিক প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেকর্ড ফলাফল…

11 hours ago

অসম্ভবকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যের বুকে রেকর্ড গড়ল পাইলোনাইডল সিনাস নামক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এক ছাত্র!!

অনলাইন প্রতিনিধি :এবছর কমলপুর দ্বাদশ শ্রেণি বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ৩৮০ নম্বর…

11 hours ago

এক বছর ধরে বিদ্যুৎ বিল বকেয়া,ধর্মনগর ক্রিকেট অ্যাসোর সংযোগ ছিন্ন করলো নিগম!!

অনলাইন প্রতিনিধি :-মাত্র একদিন আগেই রাজ্যের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলনে মুখ খোলেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল…

13 hours ago

আক্রান্ত শহিদের স্ত্রী!!

বিয়ের ছয়দিনের মাথায়, মধুচন্দ্রিমা যাপনে গিয়ে চোখের সামনে জঙ্গিদের বুলেটে স্বামীকে হারানো স্ত্রীর বুকফাটা কান্না…

13 hours ago

ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাদ্যের আঁশ!!

দৈনিক সংবাদ অনলাইন :-বর্তমানে সারা বিশ্বের প্রতিদিনে খাদ্য তালিকা খাদ্যের আঁশের ওপর বেশ জোর দেওয়া…

13 hours ago