৭০০ ভারতীয় পড়ুয়াকে দেশ থেকে বিতাড়নের নোটিশ দিলো কানাডা প্রশাসন।

এই খবর শেয়ার করুন (Share this news)

এক ধাক্কায় ৭০০ ভারতীয় পড়ুয়াকে কানাডা থেকে বের করে দেওয়ার নোটিশ দেওয়া হলো। কানাডা প্রশাসনের দাবি, যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার জন্য সেদেশে গিয়েছিলেন ভারতীয় পড়ুয়ারা, সেই নথিপত্র সবই ভুয়ো। তাই কানাডার আইন অনুযায়ী, সেদেশে আর থাকার অনুমতি পাবেন না ভারতীয় পড়ুয়ারা। এহেন পরিস্থিতিতে পড়ুয়ারা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেছেন। ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও এই বিষয়ে মুখ খুলেছেন।চমনদীপ সিং নামে এক পড়ুয়া জানিয়েছেন, ‘এজেন্টদের মাধ্যমে আমরা কানাডায় এসেছিলাম। ওই এজেন্ট বলেন, যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য আমরা এসেছি সেখানে সমস্ত আসন ভর্তি হয়ে গিয়েছে। তাই অন্য কলেজে আমাদের পড়ার ব্যবস্থা করা হবে। বাধ্য হয়ে এই প্রস্তাবে রাজি হয়ে যাই। তিন-চার বছর কলেজের পড়ার পরে এখন জানতে পারছি, যে ভুয়ো অ্যাডমিশন লেটারের ভিত্তিতে আমাদের ভিসা দেওয়া হয়েছিল। যেহেতু অ্যাডমিশন লেটার ভুয়ো ছিল, তাই ভারতীয় পড়ুয়াদের কানাডায় থাকার অনুমতি দিয়ে নারাজ সে দেশের প্রশাসন।গোটা বিষয়টিকে বিশাল দুর্নীতি বলে আখ্যা দিয়েছেন পাঞ্জাবের এনআরআই মন্ত্রী কুলদীপ সিং ধালিওয়াল। তিনি বলেন, বিপুল অর্থ খরচ করে সন্তানদের বিদেশে পড়তে পাঠানো হয়। কিন্তু কিছু এজেন্টদের দুর্নীতির ফল ভুগতে হচ্ছে ভারতীয় পড়ুয়াদের।জানা গিয়েছে, আপাতত ৭০০ পড়ুয়ার কথা শোনা গেলেও কানাডায় ভুক্তভোগীর সংখ্যা অনেক বেশি। এহেন পরিস্থিতিতে বিদেশমন্ত্রককে হস্তক্ষেপ করতে অনুরোধ জানিয়েছিলেন ধালিওয়াল। গোটা পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, ‘৭০০ পড়ুয়ার সমস্যা মেটাতে ইতিমধ্যেই কাজ শুরু করেছে ভারতীয় হাই কমিশন। ঘটনায় যারা দোষী তাদের শাস্তি দেওয়া হবে। ভারতীয় পড়ুয়ারা যদি নির্দোষ হয় তাহলে তাদের দেশ থেকে বের করে দেওয়াটা একেবারেই অনৈতিক হবে, সেটা বুঝেছে কানাডা প্রশাসন। প্রশাসন, গোটা বিষয়টার সমাধানও করতে চায় তারা। আমি মনে করি কানাডা সরকার এক্ষেত্রে একেবারে স্বচ্ছ।’

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

অমৃতসর বিমানবন্দরের কাছে ড্রোন হামলা!!

অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবারের পুনরাবৃত্তি। সন্ধ্যা আটটার পর থেকেই শুরু হয় একই কায়দায় ড্রোন মিসাইল হামলা…

9 hours ago

পাকিস্তানের গোলাতে শহিদ ভারতীয় জওয়ান মুরলী!!

অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানের গোলাবর্ষণে মৃত্য হলো ভারতীয় বিএসএফ জওয়ান মুরলী নায়েকের। অন্ধ্রপ্রদেশের সত্যসাই জেলার বাসিন্দা…

9 hours ago

যুদ্ধ আবহে এটিএম বন্ধের খবর সম্পূর্ণ ভূয়ো!!

অনলাইন প্রতিনিধি :-ভারত-পাকিস্তানের উত্তেজনাপূর্ণ আবহে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একাধিক পোস্টে দাবি করা হয়েছে পাকিস্তান ভারতে…

17 hours ago

যুদ্ধের গন্ধ বাতাসে!!

পহেলগাঁও হামলার প্রত্যাঘাত এতটা জোরালো এবং ভয়াবহ হতে পয়ল পারে সেটা নিশ্চয়ই পাকিস্তানের ভাবনার মধ্যেই…

18 hours ago

দিল্লীতে কৃষি উন্নয়নে জাতীয় সম্মেলন, কেন্দ্রের কাছে রাজ্যের জোরালো দাবি উত্থাপন করলেন কৃষিমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-'বিজ্ঞান ও কৃষিরমেলবন্ধনই আগামী দিনের কৃষি উন্নয়নের চাবিকাঠি। কৃষকদের স্বনির্ভর করতে হলে এই…

18 hours ago

পাঠানকোটে অপর একটি পাকিস্তানি যুদ্ধবিমান ধ্বংস করল ভারত!!

অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানের আরও একটি যুদ্ধবিমানকে নামালো ভারত। একদিনেই ৫টি যুদ্ধবিমানক্র গুলি করে নামাল ভারত।…

1 day ago