৭০ এর স্বামীর সাথে ২৫ এর স্ত্রী

এই খবর শেয়ার করুন (Share this news)

প্রেম আর কবে জাত – ধর্ম আর বয়সের লক্ষ্মণরেখা মেনেছে ! ভালবাসার কি আদৌ কোনও সীমারেখা হয় ? কবি – সাহিত্যিকরা কতবার তাদের লেখায় প্রচ্ছন্নে যে এই সব প্রশ্ন তুলেছেন ইয়ত্তা নেই । মনোবিদরা বলেন , প্রেম আসলে দুটি সমমন খোঁজে । সে দ্বৈত মনের যখন মিলন হয় , তখন শরীরও নাকি মন হয়ে কথা বলে । লাভ – ক্ষতির অঙ্ক মেনে যে প্রেম হয় না , তা নয় । কিন্তু মোটের উপর ভালবাসার গতিপথ দুর্বার । প্রকৃত ভালবাসা নাকি সমাজ , সংস্কার , ‘ লোকে কী বলবে ’ ইত্যাদি বিষয়গুলি সেখানে অকিঞ্চিতকর হয়ে ওঠে । এই কাহিনির দুই পাত্র – পাত্রীর ভালবাসার উপাখ্যানও তেমনই । স্বামীর বয়স ৭০। স্ত্রী পঁচিশের তরুণী । আক্ষরিক অর্থেই বৃদ্ধশ্য তরুণী ভার্যা । তাদের দুই বছরের একটি ছেলেও রয়েছে । নাম ল্যাচলান । আদরের সন্তানকে নিয়ে চুটিয়ে তারা দাম্পত্য উপভোগ করছেন ।

কানাডিয়ান টিভিতে ‘ লাভ ডোন্ট জাজ ‘ নামের এক রিয়েলিটি শোয়ে সম্প্রতি এমনটাই জানিয়েছেন ২৫ বছরের স্ত্রী স্তেফানি । তার ৭০ বছরের স্বামীর নামটিও খাসা , ডন । মিয়া – বিবির বয়সের ফারাক ৪৫ বছর । স্তেফানি বলেছেন , ‘ আমাদের বিয়ে সমাজ মেনে নেয়নি । আমার পরিবারও প্রথমে মেনে নেয়নি । কিন্তু ডনের প্রেমের কাছে আমি ছিলাম পরাধীন । ওর ভালবাসা আমাকে যখন যেভাবে ভাসিয়ে নিয়ে গেছে , আমি ভেসে গেছি । ‘ এক গাল হেসে স্তেফানি কবুল করেন , ‘ অনেক সময় আমরা যখন কোনও রেস্তোরাঁয় ঢুকি , ওয়েটার মনে করে আমরা বোধহয় ‘ বাবা ও মেয়ে । ‘ ডন ও স্তেফানি দুজনেই কানাডার বাসিন্দা । টিভির রিয়েলিটি শোয়ে হাজির হয়ে এই দম্পতি তাদের প্রেমে পড়া থেকে চার হাত এক হওয়ার আখ্যান বর্ণনা করেন । স্তেফানি জানান , বছর পাঁচেক আগের ঘটনা । টরেন্টোর একটি পাবে তখন তিনি কাজ করতেন । একদিন সেখানে আসেন ডন ।

স্তেফানি তাকে খাবার ও পানীয় ‘ সার্ভ ’ করেছিলেন । প্রথম দিনই ডনের অমায়িক ব্যবহার তাকে ‘ মুগ্ধ ’ করেছিল । মনে হয়েছিল , বয়সে প্রবীণ হলে কী হবে , এই ব্যক্তি বাকিদের চেয়ে অন্য রকম । যেমন রসবোধ , তেমন ব্যক্তিত্ব । স্তেফানি বলেন , ‘ প্রথম দিনই ও আমাকে ফ্লার্ট করেছিল । অথচ আমার একটুও খারাপ লাগেনি । বরং ওকে খুব সুপুরুষ মনে হয়েছিল । ‘ সেদিনের পর থেকে ক্রমাগত ওই পাবে খদ্দের হিসাবে আসতে শুরু করেন ডন । স্তেফানির কথায় , “ আমি বুঝতে পারতাম , খাদ্য বা পানীয়ের মোহে নয় , উনি আসছেন মূলত আমার টানে । সত্যি বলতে কী , ওকে দেখে আমিও খুব খুশি হতাম । ‘ ডন বলেন ‘ সেই পাব থেকে শুরু । তারপর পাবের বাইরে প্রকৃতির মাঝে , সমুদ্রের পাড়ে , পাহাড়ের কোলে । কখনও চার দেওয়ালের ভিতরে অন্তরালে নয় । বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে কুড়ি বার আমরা ডেট করেছিলাম । ‘ ডনের না হয় পারিবারিক চাপ সে ভাবে ছিল না , কিন্তু স্তেফানি পরিবারের চাপ কী ভাবে সামলেছিলেন ? পঁচিশের বধূ বলেন , ‘ ওরে বাব্বা ! সে এক ভয়ঙ্কর অবস্থা । মা – বাবা দুজনেই একগুঁয়ে । কিছুতেই এ বিয়ে মেনে নেবে না । দাদা তো আরও বিরোধী ছিল । তাদের সকলের বক্তব্য ছিল , আমি জীবনে চরম এক ভুল কাজ করতে চলেছি ।

ওই বুড়ো পাত্র নাকি সাময়িক ফুর্তির জন্য আমাকে বিয়ে করছে । ‘ ওই শোয়ে স্তেফানির মাও এসেছিলেন । ল্যাচলানও এসেছিল । স্তেফানির মা বলেন , ‘ যেদিন ও আমাকে প্রথম ডনের ছবি দেখায় , আমি স্তম্ভিত হয়ে গেছিলাম । বলেছিলাম , এর বয়স তোমার বাবার চেয়েও বেশি । ওদের বয়সের ফারাকটা সত্যিই বেশি , তবে আজ মনে হয় , জামাই হিসাবে ডন মন্দ নয় । ‘ ডনের আগে স্তেফানির জীবনে আর কোনও প্রেম আসেনি ? স্তেফানি বলেন , ‘ ডন জীবনে আসার আগে যে সব ছেলে আমার চারপাশে ছিল , সকলের বয়স কুড়ি একুশ । তাদের সঙ্গে নিপাট বন্ধুত্ব ছিল , তার বাইরে কিছু নয় । ডন বলেন , মানুষের কথায় আমি কোনওদিন পরোয়া করিনি । আজও করি না । ল্যাচলানকে নিয়ে বেরোলে অনেকে মনে করেন , আমি বোধহয় নাতিকে নিয়ে বেড়াতে বেরিয়েছি । ’ স্তেফানি বলেন , ‘ অনেকে মনে করে আমি ডনের সঙ্গে আছি কারণ ওর মৃত্যুর পর আমি অনেক টাকা বিমা পাব । তবে লোকের কথা নিয়ে আমি মোটেও ভাবি না । আমি ওকে ভালবাসি , এটাই শেষ কথা । ’

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

শুরু হলো পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…

21 hours ago

টিএমসি কাণ্ড, ঋণ নিয়েছিলেন অধ্যাপিকা!তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…

22 hours ago

নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…

22 hours ago

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

22 hours ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

23 hours ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

23 hours ago