৭,৬১,৭৮৫ কোটি টাকার বাজেট সংসদে পাস, জুলাইয়ে কার্যকর।
অনলাইন প্রতিনিধি || বাংলাদেশে ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য ৭,৬১,৭৮৫ কোটি টাকার বাজেট জাতীয় সংসদে পাস হয়েছে। আগামী ১ জুলাই থেকে এই বাজেট কার্যকর হবে।সোমবার বাজেট অধিবেশনে সর্বসম্মতিক্রমে এ বাজেট পাস হয়। অন্যান্যবার ৩০ জুন বাজেট পাস করা হলেও এবার ইদুল আজহার বন্ধের কারণে বাজেট পাসের দিন এগিয়ে আনা হয় ৷ অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল গত ১ জুন উন্নয়নের অভিযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা স্লোগান সংবলিত ৭,৬১,৭৮৫ কোটি টাকার বাজেট প্রস্তাবটি জাতীয় সংসদে উত্থাপন করেছিলেন। ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে পরিচালনসহ অন্যান্য খাতে ব্যয় ধরা হয়েছে ৪,৩৬,২৪৭ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ দেওয়া হয়েছে ২,৬৩,০০০ হাজার কোটি টাকা। বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে পাঁচ লাখ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে আয় ধরা হয়েছে ৪,৩০,০০০ হাজার কোটি টাকা এবং অন্যান্য সূত্র থেকে কর রাজস্ব ধরা হয়েছে ৭০ হাজার কোটি টাকা।এর মধ্যে এনবিআর বহির্ভূত ২০ হাজার কোটি টাকা, কর ব্যতীত প্রাপ্তি ৫০ হাজার কোটি টাকা। সামগ্রিক বাজেট ঘাটতি ২,৬১,৭৮৫ কোটি টাকা দেখানো হয়েছে, যা জিডিপির ৫.২ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরের বাজেটে ঘাটতি ছিল জিডিপির ৫.১ শতাংশ। এ ঘাটতি অর্থায়নে বৈদেশিক ঋণ থেকে ১,০৬,৩৯০ কোটি টাকা, অভ্যন্তরীণ উৎস থেকে ১,৫৫,৩৯৫ কোটি টাকা আহরণ করা হবে। বৈদেশিক ঋণের মধ্যে ঋণ পরিশোধ খাতে ২৪,৭০০ কোটি রাখা হয়েছে। অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাঙ্ক ব্যবস্থা থেকে ১,৩২,৩৯৫ কোটি টাকা এবং সঞ্চয়পত্র ১৮,০০০ কোটি টাকা, ব্যাঙ্ক বহির্ভূত উৎস থেকে ২৩,০০০ কোটি টাকা এবং অন্যান্য খাত থেকে ৫০०০কোটি টাকা সংস্থানের ব্যবস্থা রাখা হয়েছে। বাজেটে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭.৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এছাড়া মূল্যস্ফীতি ৬ শতাংশ নির্ধারণ করা হয়েছে।