৭৬ টি মডেল সুস্থতা কেন্দ্র তৈরিতে অনুমোদন দিল হিমাচলপ্রদেশ মন্ত্রীসভা

 ৭৬ টি মডেল সুস্থতা কেন্দ্র তৈরিতে অনুমোদন দিল হিমাচলপ্রদেশ মন্ত্রীসভা
এই খবর শেয়ার করুন (Share this news)

রাজ্যে মোট ৭৬ টি মডেল সুস্থতা কেন্দ্র তৈরিতে অনুমোদন দিল হিমাচলপ্রদেশ মন্ত্রীসভা । আর এই কেন্দ্রগুলি পরিচালনার জন্য ১৫২ জন স্টাফ নার্স এবং ৭৬ জন মহিলা স্বাস্থ্যকর্মী নিয়োগেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এদের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে । মন্ত্রীসভার এই বৈঠকে সিদ্ধান্ত হয় , রাজ্যের সাধারণ মানুষের সুবিধা করে দিতে কিন্নর জেলার ফুহ তেহসিলের স্পিলোতে পাওয়ার সার্কল খোলা হবে । এর পাশাপাশি সদর বিলাসপুর তেহসিলের শিকরোহায় এমন সেন্টার খোলা হবে । রাজ্য সরকার মনে করছে , এই ধরনের সুস্থতা কেন্দ্র তৈরি করা গেলে তাতে সাধারণ মানুষের অনেকটাই সুবিধা হবে । আবার চুক্তির ভিত্তিতে বেশ কিছু কর্মী নিয়োগও করা যাবে । সরকার চাইছে , দ্রুত এই সেন্টারগুলি যাতে তৈরি করা যায় । রাজ্য জুড়ে স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করার লক্ষ্য নিয়েই একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের তরফে । কুল্লু জেলার বানজারে যে সিভিক হাসপাতাল রয়েছে তার উন্নতিতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে । এখানে ১০০ টি শয্যা বাড়ানোর পাশাপাশি নতুন ৩৫ টি পদ তৈরির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে । মান্ডি জেলার সুন্দরনগরের পুরানা বাজার তেহসিলে আয়ুর্বেদিক স্বাস্থ্য কেন্দ্র তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে । ১০ টি শয্যা সহ একটি আয়ুর্বেদিক হাসপাতাল তৈরি করা হচ্ছে । এখানেই ১০ টি পদ তৈরি করে নিয়োগেরও ভাবনা রয়েছে রাজ্য সরকারের । গোটা দেশ জুড়ে করোনা মহামারীর সময়কালেই বিভিন্ন রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবার অগ্রগতিতে বিশেষভাবে নজর দিয়েছে । বিভিন্ন হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানোর পাশাপাশি পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হয়েছে রাজ্য সরকারগুলির তরফে । করোনা সংক্রমণ এখন বিভিন্ন রাজ্যেই কমতে থাকলেও স্বাস্থ্য পরিষেবার উন্নতিতে জোর দিয়েছে বিভিন্ন রাজ্য । একইভাবে হিমাচলপ্রদেশেও স্বাস্থ্য পরিষেবার ওপর জোর দেওয়া হয়েছে । মডেল সুস্থতা কেন্দ্রগুলি যাতে দ্রুত তৈরি করা যায় সেই বিষয়েই এখন তৎপরতা শুরু করতে চাইছে রাজ্য সরকার । শুধু স্বাস্থ্য পরিষেবাই নয় , আরও নানা ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্য মন্ত্রীসভার বৈঠকে । রাজ্যের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধীনে রাজ্যের মধ্যে থাকা খেলোয়াড়দের দৈনিক ভাতা ১২০ টাকা থেকে বাড়িয়ে ২৪০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আবার রাজ্যের বাইরে রয়েছেন এমন খেলোয়াড়দের দৈনিক ভাতা ২০০ টাকা থেকে বাড়িয়ে ৪০০ টাকা করার বিষয়ে অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা । এছাড়া কারো জেলার ধীরাতে একটি প্রাথমিক শিক্ষা ব্লক অফিস তৈরির বিষয়েও সিদ্ধান্ত নিয়েছে হিমাচলপ্রদেশ সরকার । কাংরা জেলার দাদাসিবাতে একটি উন্নয়ন ব্লক অফিস খোলার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এখানেও বিভিন্ন ক্ষেত্রে ১৪ টি পদ তৈরি করা হবে । এর ফলে স্থানীয় মানুষজনের সরকারি নানা পরিষেবা পেতেও আরও সুবিধা হবে । সোলান জেলার পাট্টাতেও নতুন উন্নয়ন ব্লক খোলার বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে । বিভিন্ন ক্যাটেগরিতে ১৪ টি পদে নিয়োগও করা হবে বলে ঠিক হয়েছে । এর পাশাপাশি সদর বিলাসপুর তেহসিলের শিকরোহায় এমন সেন্টার খোলা হবে । রাজ্য সরকার মনে করছে , এই ধরনের সুস্থতা কেন্দ্র তৈরি করা গেলে তাতে সাধারণ মানুষের অনেকটাই সুবিধা হবে ।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.