Categories: দেশ

৭৬ টি মডেল সুস্থতা কেন্দ্র তৈরিতে অনুমোদন দিল হিমাচলপ্রদেশ মন্ত্রীসভা

এই খবর শেয়ার করুন (Share this news)

রাজ্যে মোট ৭৬ টি মডেল সুস্থতা কেন্দ্র তৈরিতে অনুমোদন দিল হিমাচলপ্রদেশ মন্ত্রীসভা । আর এই কেন্দ্রগুলি পরিচালনার জন্য ১৫২ জন স্টাফ নার্স এবং ৭৬ জন মহিলা স্বাস্থ্যকর্মী নিয়োগেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এদের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে । মন্ত্রীসভার এই বৈঠকে সিদ্ধান্ত হয় , রাজ্যের সাধারণ মানুষের সুবিধা করে দিতে কিন্নর জেলার ফুহ তেহসিলের স্পিলোতে পাওয়ার সার্কল খোলা হবে । এর পাশাপাশি সদর বিলাসপুর তেহসিলের শিকরোহায় এমন সেন্টার খোলা হবে । রাজ্য সরকার মনে করছে , এই ধরনের সুস্থতা কেন্দ্র তৈরি করা গেলে তাতে সাধারণ মানুষের অনেকটাই সুবিধা হবে । আবার চুক্তির ভিত্তিতে বেশ কিছু কর্মী নিয়োগও করা যাবে । সরকার চাইছে , দ্রুত এই সেন্টারগুলি যাতে তৈরি করা যায় । রাজ্য জুড়ে স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করার লক্ষ্য নিয়েই একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের তরফে । কুল্লু জেলার বানজারে যে সিভিক হাসপাতাল রয়েছে তার উন্নতিতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে । এখানে ১০০ টি শয্যা বাড়ানোর পাশাপাশি নতুন ৩৫ টি পদ তৈরির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে । মান্ডি জেলার সুন্দরনগরের পুরানা বাজার তেহসিলে আয়ুর্বেদিক স্বাস্থ্য কেন্দ্র তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে । ১০ টি শয্যা সহ একটি আয়ুর্বেদিক হাসপাতাল তৈরি করা হচ্ছে । এখানেই ১০ টি পদ তৈরি করে নিয়োগেরও ভাবনা রয়েছে রাজ্য সরকারের । গোটা দেশ জুড়ে করোনা মহামারীর সময়কালেই বিভিন্ন রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবার অগ্রগতিতে বিশেষভাবে নজর দিয়েছে । বিভিন্ন হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানোর পাশাপাশি পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হয়েছে রাজ্য সরকারগুলির তরফে । করোনা সংক্রমণ এখন বিভিন্ন রাজ্যেই কমতে থাকলেও স্বাস্থ্য পরিষেবার উন্নতিতে জোর দিয়েছে বিভিন্ন রাজ্য । একইভাবে হিমাচলপ্রদেশেও স্বাস্থ্য পরিষেবার ওপর জোর দেওয়া হয়েছে । মডেল সুস্থতা কেন্দ্রগুলি যাতে দ্রুত তৈরি করা যায় সেই বিষয়েই এখন তৎপরতা শুরু করতে চাইছে রাজ্য সরকার । শুধু স্বাস্থ্য পরিষেবাই নয় , আরও নানা ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্য মন্ত্রীসভার বৈঠকে । রাজ্যের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধীনে রাজ্যের মধ্যে থাকা খেলোয়াড়দের দৈনিক ভাতা ১২০ টাকা থেকে বাড়িয়ে ২৪০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আবার রাজ্যের বাইরে রয়েছেন এমন খেলোয়াড়দের দৈনিক ভাতা ২০০ টাকা থেকে বাড়িয়ে ৪০০ টাকা করার বিষয়ে অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা । এছাড়া কারো জেলার ধীরাতে একটি প্রাথমিক শিক্ষা ব্লক অফিস তৈরির বিষয়েও সিদ্ধান্ত নিয়েছে হিমাচলপ্রদেশ সরকার । কাংরা জেলার দাদাসিবাতে একটি উন্নয়ন ব্লক অফিস খোলার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এখানেও বিভিন্ন ক্ষেত্রে ১৪ টি পদ তৈরি করা হবে । এর ফলে স্থানীয় মানুষজনের সরকারি নানা পরিষেবা পেতেও আরও সুবিধা হবে । সোলান জেলার পাট্টাতেও নতুন উন্নয়ন ব্লক খোলার বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে । বিভিন্ন ক্যাটেগরিতে ১৪ টি পদে নিয়োগও করা হবে বলে ঠিক হয়েছে । এর পাশাপাশি সদর বিলাসপুর তেহসিলের শিকরোহায় এমন সেন্টার খোলা হবে । রাজ্য সরকার মনে করছে , এই ধরনের সুস্থতা কেন্দ্র তৈরি করা গেলে তাতে সাধারণ মানুষের অনেকটাই সুবিধা হবে ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

দুদিনের সফরে থাইল্যান্ডে প্রধানমন্ত্রী,সাক্ষাৎ হবে ইউনুসের সাথেও!!

অনলাইন প্রতিনিধি :-ষষ্ঠ 'বিমসটেক' শীর্ষ সম্মেলনে যোগদান করতে বৃহস্পতিবার দু'দিনের সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

6 hours ago

৯৩,৪২৫ মহিলাকে লাখপতি দিদি করার পরিকল্পনা!!

অনলাইন প্রতিনিধি :-চলতি বছরের ফেব্রুয়ারী মাস পর্যন্ত ৯৪ হাজার ৭২৩ জন মহিলা লাখপতি দিদি হয়েছেন।…

6 hours ago

এ রোগের ওষুধ নেই, সামনে দুর্দিন গরিবের!!

অনলাইন প্রতিনিধি:-দেশের ওষুধ কোম্পানিগুলোর লাভের বড় অংশই এখন খেয়ে নিচ্ছে রাজনৈতিক দলগুলো। তাই ভোেট শেষ…

7 hours ago

জিবি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা ঘিরে রোগীর অভিযোগ বাড়ছেই!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে বিশেষজ্ঞ চিকিৎসব সব বিভাগে চব্বিশ ঘন্টা না থাকায় রোগীর…

7 hours ago

অনুপ্রবেশ রুখতে জয়েন্ট পেট্রোলিং চলছে: মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি:-রাজ্যে অনুপ্রদেশ রুখতে পুলিশ,বিএসএফ ও অন্য নিরাপত্তা সংস্থাগুলি যৌথভাবে কাজ করছে। আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন…

7 hours ago

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ, তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তে সীলমোহর দিল কেন্দ্রীয় সরকার!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভকাউন্সিলের সিদ্ধান্তকে সীলমোহর দিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ…

8 hours ago