৭৬ বছর আগে ভারতের স্বাধীনতায় মিশ্র প্রতিক্রিয়া ছিল বিদেশি সংবাদপত্রে।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-১৯৪৭ সালের ১৫ আগস্ট। দুশো বছরের পরাধীনতার পর ভারতবাসীর স্বাধীনতার স্বাদ। ভারতীয় উপমহাদেশ ছিল ব্রিটিশ সাম্রাজ্য-শাসিত বৃহত্তম উপনিবেশ। তাই ভারতের স্বাধীনতা শুধুমাত্র জাতি হিসাবে ভারতীয়দের জন্য নয়, সমগ্র বিশ্বের সামনে আজ থেকে ৭৬ বছর আগের দিনটি ছিল একটি ঐতিহাসিক মুহূর্ত।ভারত স্বাধীন হওয়ার একদিন আগে ভারতেরই বুক চিড়ে নয়া রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করেছিল পাকিস্তান।এবং এটি প্রতিফলিত হয়েছিল যেভাবে বিদেশি সংবাদমাধ্যমগুলি মাইলফলক অনুষ্ঠানটি কভার করেছিল – একটি – নয়, দুটি স্বাধীন জাতির জন্ম। ভারতে
ইংরেজ শাসনের অবসান, সেই সঙ্গে অগণিত মানুষের দেশভাগের যন্ত্রণা এবং নতুন পাকিস্তানের জন্মকে কেন্দ্র করে, দ্য নিউ ইয়র্ক টাইমস থেকে ডেইলি টেলিগ্রাফ (ইউকে),বিশ্বের সমস্ত প্রধান সংবাদপত্র তাদের প্রথম পৃষ্ঠায় শুধু ভারতের স্বাধীনতাই নয়,একই সঙ্গে গুরুত্ব দিয়ে প্রকাশ করেছিল দেশভাগ, পাকিস্তান রাষ্ট্রের জন্ম এবং প্রাণঘাতী হিংসার খবর। আমেরিকার প্রথম সারির সংবাদপত্র ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ ভারতের স্বাধীনতার পরদিন তাদের প্রথম পৃষ্ঠায় নতুন ভারতের মানচিত্রের ছবি ছেপেছিল (ছবি), সঙ্গে খবর।প্রথম পাতা জুড়ে রিপোর্টে ছিল ভারতে স্বাধীনতা প্রাপ্তির আনন্দের খতিয়ান। তবে একইসঙ্গে দেশভাগের ভয়াবহ ছবিও তুলে ধরেছিল নিউ ইয়র্ক টাইমস।একাধিক রাজ্য যেখানে তখনও রাজার শাসন কায়েম ছিল, তারা ভারত না পাকিস্তান- কোন পক্ষ নেবে তা নিয়ে সংশয়ে রয়েছে, এমন কথাও জানানো হয়েছিল প্রতিবেদনে।আর সেই কারণেই মানচিত্রে সাদা রাখা হয়েছিল হায়দরাবাদ আর কাশ্মীরকে।আমেরিকা আর এক দৈনিক ‘ওয়াশিংটন পোস্ট’-এ অবশ্য ভারতের স্বাধীনতা দিবস নিয়ে তত ‘উত্তেজনা’ প্রকাশ পায়নি। প্রথম পৃষ্ঠায় এই সংক্রান্ত কোনও ছবি ছিল না। কেবল লম্বা দুটো কলম লেখা হয়েছিল। যেখানে ভারতে স্বাধীনতার উদযাপন এবং দেশভাগের কথা লেখা হয়েছিল।এছাড়া স্বাধীনতার মধ্যরাতে লালকেল্লায় দাঁড়িয়ে জওহরলাল নেহরু যে বক্তৃতা দিয়েছিলেন,তার অংশবিশেষ ছাপা হয়েছিল সেখানে। আমেরিকার আরও একটি উল্লেখযোগ্য সংবাদপত্র ‘শিকাগো ডেউলি ট্রিবিউন’ ১৯৪৭ সালের ১৫ আগস্ট সকালে তাদের প্রথম পাতায় প্রকাশ করেছিল ভারতের স্বাধীনতার খবর। যদিও সেই সংবাদে ভারতের স্বাধীনতা নয়, প্রাধান্য পেয়েছিল স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হিসেবে লর্ড মাউন্টব্যাটেন শপথ গ্রহণের খবর। দ্বিতীয় পাতায় পাকিস্তান গঠনের খবর ছাপা হয়েছিল। শিরোনাম ছিল ‘জিন্নার মুসলিম রাষ্ট্রের স্বপ্ন সফল’। অন্যদিকে লন্ডন থেকে প্রকাশিত দৈনিক ‘দ্য ডেইলি টেলিগ্রাফ’-এ প্রথম পাতায় জ্বলজ্বল করেছে ভারতের স্বাধীনতার খবর। তবে সেই খবরে প্রাধান্য দেওয়া হয়েছিল ভারতের সঙ্গে ব্রিটিশ শাসকদের রাজনৈতিক কথোপকথনকে। একটি প্রতিবেদনের শিরোনাম ছিল ‘ব্রিটেনের প্রশংসা ভারতীয়দের মুখে’।লখনৌ রেসিডেন্সির বড় একটি ছবি ছাপা হয়েছিল যেখানে তখনও উড়ছিল ব্রিটেনের পতাকা।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

কাঞ্চনপুর গ্রামোন্নয়নে ৮ কোটি টাকার কেলেঙ্কারি, তীব্র চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি :-কাঞ্চনপুর গ্রামোন্নয়ন দপ্তরে আট কোটি চব্বিশ লক্ষ টাকার সাগর চুরির ঘোটালা ঘিরে চাঞ্চল্যের…

13 hours ago

দলের প্রতিষ্ঠাদিবসে সিপিএম কংগ্রেসকে তুলোধোনো বিপ্লবের!!

অনলাইন প্রতিনিধি :-বিজেপির প্রতিষ্ঠাদিবসে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে সিপিএম এবং কংগ্রেসকে…

13 hours ago

প্রজন্ম বদল!!

ভারতের বৃহত্তম কমিউনিস্ট দল সিপিএমের ২৪ তম পার্টি কংগ্রেস মাদুরাইয়ে সম্পন্ন হয়েছে।গত ২ থেকে ৬…

13 hours ago

অ্যাসিড হামলা বিজেপি নেতা সঞ্জয় কুমারের মেয়ের গায়ে!!

অনলাইন প্রতিনিধি :-পাঁচিল টপকে এসে ঘরে ঘুমন্ত যুবতীর উপর অ্যাসিড হামলা বাখরি এলাকার বিজেপির ভাইস…

13 hours ago

ট্রেনে ভয়াবহ আগুন!!

অনলাইন প্রতিনিধি :-রবিবার মধ্য প্রদেশের উজ্জয়িনীর তারানা স্টেশনের কাছে ট্রেনে আগুন লাগে। বিলাসপুর থেকে বিকানের…

13 hours ago

ক্যাব বুকিং পরিষেবা নেই বিমানবন্দরে!!

অনলাইন প্রতিনিধি :-এমবিবি আগরতলা বিমানবন্দরে আসা-যাওয়ায় যাত্রী পরিবহণ ব্যবস্থায় ক্যাব বুকিং তথা অনলাইনে ওলা, উবের,…

15 hours ago