৭৮ দিনের বোনাস পাচ্ছেন রেল কর্মচারীরা

 ৭৮ দিনের বোনাস পাচ্ছেন রেল কর্মচারীরা
এই খবর শেয়ার করুন (Share this news)

২০২১ ২২ অর্থবছরের জন্য রেল কর্মীদের জন্য সুখবর দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় ক্যাবিনেট রেল কর্মীদের প্রোডাক্টিভিটি লিঙ্ক বোনাস (পিএলবি) মঞ্জুর করেছে। বুধবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর এই কথা জানান। রেলকর্মীদের প্রতিবছর এই বোনাস দেওয়া হয় দশেরা অথবা পুজো উপলক্ষে। এ বছর ৭৮ দিনের বোনাস পাবেন রেল কর্মীরা। এর ফলে উপকৃত হবেন প্রায় ১১.২৭ লক্ষ নন্ গেজেটেড রেলকর্মী। রেলের ট্র্যাক মেনটেইনার থেকে শুরু করে ড্রাইভার, গার্ড, স্টেশন মাস্টার, সুপারভাইজার, টেকনিশিয়ান, টেকনিশিয়ান হেল্পার, কন্ট্রোলার, পয়েন্টসম্যান, মিনিস্ট্রিয়াল স্টাফ সহ অন্যান্য গ্রুপ সি কর্মীরা এই বোনাস পাবেন। এর জেরে রেলের আনুমানিক ব্যয় হবে ১৮৩২.০৯ কোটি টাকা। এদিন পিএলবির বিষয়টি কেন্দ্রীয় ক্যাবিনেটে অনুমোদন মেলে। এদিনের বৈঠকে পৌরোহিত্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.