৭৮ বছর পর সমুদ্রের ২৩ হাজার ফুট গভীর থেকে উদ্ধার যুদ্ধজাহাজ

এই খবর শেয়ার করুন (Share this news)

পৃথিবীর বৃহত্তম পর্বতশৃঙ্গ এভারেস্টের উচ্চতা ২৯০৩৫ হাজার ফুট । ৮,৮৫০ মিটার । প্রশান্ত মহাসাগরের গভীরতম তলদেশও মাটি থেকে ২৯০০০ ফুট নিচে । ঠিক অতখানি গভীরে না হলেও সমুদ্রপৃষ্ঠ থেকে ৬,৮৯৫ মিটার গভীরতায় ডুবে গেছিল মার্কিন যুদ্ধজাহাজ । ফুটের মাপে সমুদ্রপৃষ্ঠ থেকে ২২,৯১৬ ফুট গভীরে ডুবে ছিল জাহাজটি । দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফিলিপিন্সের ভূখণ্ডে প্রশান্ত মহাসাগরে ডুবে গেছিল সেই মার্কিন‘ডেস্ট্রয়ার ’ ।

৭৮ বছর পর সেই জাহাজের আশ্চর্যজনক ভাবে খোঁজ মিলল । সমুদ্রবিজ্ঞানীরা জানিয়েছেন , সমুদ্রের এতখানি গভীর থেকে এর আগে কোনও জাহাজের ধ্বংসাবশেষ পাওয়া যায়নি । মার্কিন নৌবাহিনীর তরফে জানানো হয়েছে , এটি তাদেরই রণতরীর ধ্বংসাবশেষ ।
টাইটানিকের আগে – পরে বিশ্বে বহু জাহাজডুবির ঘটনা ঘটেছে । তার মধ্যে বহু জাহাজের পরে সন্ধান মিলেছে । আবার কিছু জাহাজ মহাসাগরের অতল তলে চিরতরের মতো তলিয়ে গেছে । বিশ্ব কোশ ঘাটলে এমন বহু জাহাজের কথা জানা যাবে যেগুলি চিরতরে কালের গর্ভে তলিয়ে গেছে । তবে ঠিক কী কারণে জাহাজগুলি ডুবে গেছিল , অধিকাংশের উত্তর এখনও অজানা ।

যে জাহাজটি সমুদ্রের অতল থেকে ৭৮ বছর পর উদ্ধার করা হয়েছে , সেটির নাম ছিল ‘ স্যামুয়েল এসকর্টস বি রবার্টস ‘ । সংক্ষেপে নাম ছিল ‘ স্যামি বি ‘ । এত গভীর থেকে প্রায় আট দশক বাদে সেই জাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার হওয়ার ঘটনায় বিশ্বজুড়ে সংশ্লিষ্ট মহলে শোরগোল পড়ে গেছে । কারণ এটিই এখনও পর্যন্ত সমুদ্রের সবচেয়ে গভীর থেকে উদ্ধার হওয়া কোনও জাহাজের ধ্বংসাবশেষ । আমেরিকার একটি ডুবুরি অভিযাত্রী দল সম্প্রতি ফিলিপিন্সের সমুদ্রের তলদেশ থেকে জাহাজটি খুঁজে পেয়েছে ।
আট দিন ধরে অন্য একটি জাহাজের খোঁজে তারা অভিযান চালাচ্ছিল । কিন্তু সেটির বদলে খোঁজ মিলে গেল ৭৮ বছরের পুরোনো যুদ্ধজাহাজের ধ্বংসাবশেষ । ক্যালাডান ওশনিক এক্সপেডিশন নামের একটি মার্কিন ডুবুরি সংস্থার প্রধান ভিক্টর ভেসকাভো এবং এবং জেরোমি মোরিজেট অভিযাত্রী দলটির নেতৃত্বে ছিলেন ।

ভিক্টরই প্রথম ডুবন্ত জাহাজের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ্যে আনেন । ভিক্টর একদা মার্কিন নৌবাহিনীর নাভাল কমান্ডার ছিলেন । এক বিবৃতিতে ভিক্টর বলেছেন , ‘ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্যামুয়েল বি ছিল মার্কিন নৌবহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ রণতরী । ৭৫ বছর আগে ওই জাহাজের মধ্যে যারা ছিলেন , এই ধ্বংসাবশেষের মধ্যে দিয়ে দেশের জন্য তাদের বলিদানকে স্মরণ করব আমরা । ‘ দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে লড়াই করেছিল আমেরিকা । সেই সময় একটি মার্কিন যুদ্ধজাহাজ ক্যাপ্টেন সহ মোট ২২৫ জন যাত্রী নিয়ে প্রশান্ত মহাসাগরে তলিয়ে যায় । সেই সময় ফিলিপিন্স ছিল মার্কিন উপনিবেশ ।

জাপানের লক্ষ্য ছিল , যে কোনও মুল্যে ফিলিপিন্স দখল করা । জাপানের ফিলিপিন্স আগ্রাসন প্রতিহত করতে একাধিক জাহাজকে প্রশান্ত মহাসাগরে নামিয়েছিল আমেরিকা । তার মধ্যে চারটি জাহাজ কোনও অজানা কারণে সমুদ্রে ডুবে যায় । তার মধ্যেই একটি যুদ্ধজাহাজ ছিল ইউএসএস ডেস্ট্রয়ার এসকর্ট স্যামুয়েল বি রবার্টস । যেদিন জাহাজটি ডুবে যায় ক্যালেন্ডারে সেদিন ছিল ২৫ অক্টোবর , ১৯৪৪। মার্কিন নেভির পক্ষে জানানো হয়েছিল , স্যামুয়েল বি রণতরী প্রশান্ত মহাসাগরে ডুবে গেছে । তার ভিতরে থাকা ২২৫ জন যাত্রীর কেউ বেঁচে নেই । কিন্তু আশ্চর্যের ঘটনা হল , বেঁচে গেছিলেন শুধু জাহাজের ক্যাপ্টেন , বার্ট ডাব্লিউ কোপল্যান্ড।

Dainik Digital

Recent Posts

“যুদ্ধ বলিউড সিনেমা নয়’, বক্তা প্রাক্তন সেনাপ্রধান!!

অনলাইন প্রতিনিধি :-যুদ্ধ কোনও বলিউডের সিনেমা নয়। যুদ্ধের আগে কূটনীতিকেই বেছে নিতে হবে। ৷ ভারত-পাকিস্তান…

3 hours ago

তৈরি আছে ভারত!!

অনলাইন প্রতিনিধি :-সোমবার রাতে অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

4 hours ago

পদ্মশ্রী প্রাপ্ত কৃষি বিজ্ঞান সুবান্না আয়াপ্পানের রহস্যমৃত্যু,!!

অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…

13 hours ago

ব্যতিক্রমী সম্পর্কের খোঁজ!!

ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…

14 hours ago

রেশনে ডালের দাম বাড়ল পাঁচ টাকা!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…

14 hours ago

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন কোহলি!!

অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…

14 hours ago