৭ দিনব্যাপী ঐতিহ্যবাহী খার্চি উৎসব ও মেলা শুরু!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-হাওড়ার পুণ্যস্নানঘাটে চতুর্দশ দেবতাকে অবগাহনের মধ্য দিয়ে রবিবার থেকে শুরু হবে রাজ্যের ঐতিহ্যবাহী সপ্তাহব্যাপী খার্চি পুজো। ২৬৫ বছরে পা দিল এবার খার্চি পুজো।আনুষ্ঠানিকভাবে সকাল সাড়ে এগারোটায় মেলা ও প্রদর্শনীর সূচনা করবেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন খাদ্য, পরিবহণ ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, প্রাক্তন মন্ত্রী রামপদ জমাতিয়া, বিধায়ক তথা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়িকা স্বপ্না দেববর্মা, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ শীল, সমাজসেবী অমিত নন্দী সহ অন্যরা।অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মেলা কমিটির চেয়ারম্যান বিধায়ক রতন চক্রবর্তী।সপ্তাহব্যাপী এই খার্চি পুজো ও উৎসবের প্রাক সন্ধ্যায় রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনারের মধ্য দিয়ে অধিবাস যাত্রা শুরু করেন প্রধান পুরোহিত চন্তাই।এদিন হাওড়ার পুণ্যস্নানঘাটে
দেবতাকে নিয়ে যাওয়া হয়।
উলুধ্বনি,শঙ্খধ্বনি,ধূপ, মোমবাতি জ্বালিয়ে প্রচুর পুণ্যার্থী মঙ্গল কামনায় দেবদেবী দর্শন করেন। সন্ধ্যায় পুণ্যার্থীদের জনঢল নামে পুরাতন আগরতলায়। ঢাকঢোল বাজনার মধ্যে মানুষের ভিড়ে উৎসবের রূপ নেয় এলাকা।ত্রিপুরার রাজাদের কুলদেবতা হিসেবে পরিচিত চতুর্দশ দেবতা।এই চতুর্দশ দেবতা পুজো রাজ্যের জাতি জনজাতিদের কাছে শুধু পুজোই নয়,এক উৎসব। সপ্তাহব্যাপী এই উৎসব চললেও কার্যত একাকার হয়ে দশদিনের রূপ নেয়।১৭৬০ সালে খয়েরপুর পুরাতন আগরতলায় চতুর্দশ দেবতা মন্দিরে শুরু হয়েছিল খার্চি পুজো।এবার ২৬৫ বছরে পা দিল খার্চি পুজো।১৯৮৪ সালের পনেরো অক্টোবর থেকে সরকারীভাবে খার্চি পুজো ও মেলার দায়িত্ব নেওয়া হয়।প্রতি বছর আষাঢ় মাসের শুক্লাষ্টমীর ভোরে পুরাতন হাবেলির চতুর্দশ দেবতা বাড়িতে শুরু হয় খার্চি পুজো।রাজ্যের নানা প্রান্ত থেকে অগণিত পুণ্যার্থী মেলায় আসেন।প্রতিদিন মঙ্গল কামনায় পুণ্যার্থীরা পুজো দেন মন্দিরে।চতুর্দশ দেবতার কোনও পূর্ণাবয়ব মূর্তি নেই।একমাত্র দেবতা যার মুখমণ্ডলের প্রতিকৃতি দিয়ে পূজার্চনা হয়।যা হিন্দু ধর্মীয় আচার ও রীতি প্রকৃতির মধ্যে সম্পূর্ণ ব্যতিক্রমী বিষয়।দেবতাদের মধ্যে হর উমা হরি- এই তিন দেবদেবীর মুখমণ্ডলের প্রতিকৃতি নিত্য পূজিত হয়। কিন্তু প্রতি বছর আষাঢ় মাসের শুক্লাষ্টমীতে একত্রে পূজিত হন চতুর্দশ দেবতা। খার্চি পুজোর প্রধান পুরোহিত চন্তাই।তার নাম দুর্গামানিক দেববর্মা।মূলত পুরোহিত চন্তাইয়ের হাত ধরেই খার্চি পুজোর সূচনা হয়।মহারাজ কৃষ্ণমাণিক্যের সময়ে ১৭৬১-১৭৬৪ খ্রিস্টাব্দের এক সময় পাথরের মস্তকের পরিবর্তে ধাতুর তৈরি চৌদ্দটি মস্তক নির্মাণ করে পুজোর ব্যবস্থা করা হয়েছিল।খার্চি পুজো ও মেলাকে ঘিরে শনিবার সন্ধ্যায় পুণ্যার্থীর সমাগম হয়।প্রচুর পুণ্যার্থী এদিন ভিড় জমায় মন্দির এলাকায়।ইতিমধ্যে মেলার নিরাপত্তাব্যবস্থা অক্ষুণ্ণ রাখার জন্য এলাকায় মোতায়েন করা হয় প্রচুর পুলিশ টিএসআর।মেলা কমিটির চেয়ারম্যান বিধায়ক রতন চক্রবর্তী জানান, এবার মেলার থিম ‘সবুজেই ভবিষ্যৎ’।সবুজায়নের কথা মাথায় রেখে এবার মেলায় ১৫ হাজার গাছের চারা পুণ্যার্থীদের মধ্যে বিলি করা হবে।ইতিমধ্যে একাংশ ব্যবসায়ী তাদের পসরা সাজিয়ে বসে গেছেন। আলোকমালায় সাজিয়ে তোলা হয় গোটা এলাকাকে। মেলার কদিন জাতীয় সড়কের বিজয় সংঘ থেকে দলুরা পর্যন্ত কোনও ধরনের গাড়ি পার্কিং করা যাবে না বলে ইতিমধ্যে মাইকিং করা হয়।জানা গেছে, পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরীর প্রয়াসে মেলায় পুণ্যার্থীদের যাতায়াতের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়।

Dainik Digital

Recent Posts

উত্তপ্ত নাগপুর, কার্ফু জারি!!

অনলাইন প্রতিনিধি :-উত্তপ্ত মহারাষ্ট্রের নাগপুরের মহল এলাকা ৷ ধর্মীয় গ্রন্থ পুড়িয়ে দেওয়ার গুজব ছড়ানোয় পাথর…

17 hours ago

ককবরক ভাষার প্রশ্নপত্র বাংলা হরফে, প্রতিবাদে সরব প্রদ্যোত!!

অনলাইন প্রতিনিধি :-আবারও সিবিএসসি পরিচালিত দশমমানের ককবরক ভাষা পরীক্ষায় বঞ্চিত হলেন রাজ্যের ছাত্রছাত্রীরা।সোমবার অনুষ্ঠিত দশম…

17 hours ago

প্রি-ডায়াবেটিস সম্পর্কে সচেতনতাই কমাবে ডায়বেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা!!

অনলাইন প্রতিনিধি :-প্রিডায়াবেটিস এই বিষয়টি সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই।এক গবেষণায় জানা গেছে, ৮০ শতাংশই…

17 hours ago

রুখিয়ায় গ্যাস টারবাইন রূপান্তরের কাজ,শুরু হচ্ছে ১-২ মাসের মধ্যে, বিদ্যুতে আগামী পরিকল্পনা জানালেন মন্ত্রী!

অনলাইন প্রতিনিধি :-যাবতীয় প্রস্তুতিচূড়ান্ত।চলতি বছরের আগামী এপ্রিল মাসের শেষ দিকে অথবা মে মাসের প্রথম দিকে…

17 hours ago

সামনা-র সংশয়!!

সাম্প্রতিক বছরগুলোতে দেশের জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে এমন অনেক পরিস্থিতি দেখা গেছে,যেখানে শত্রুরা বন্ধুতে পরিণত হয়েছে…

17 hours ago

হার্ভের বিরুদ্ধে ৮ জনে খেলে, এক ম্যাচ আগেই নকআউটে ব্লাডমাউথ।।

অনলাইন প্রতিনিধি :-হার্ভেকে গত ম্যাচে হারানোর পরই এ গ্রুপ থেকে সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেটের…

2 days ago