৭ মাস ধরে শিক্ষিকাহীন অঙ্গনওয়ারি!!!
অনলাইন প্রতিনিধি :-দীর্ঘ সাত মাস যাবত শিক্ষিকা নেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। ঘটনা মোহনভোগ আর ডি ব্লকের অন্তর্গত বানিয়াছড়া গ্রাম পঞ্চায়েতের তেল কাজলা বড়ঢেপা অঙ্গনওয়ারি কেন্দ্রে। আগের শিক্ষিকা অবসরে যাওয়ার পর এখনো পর্যন্ত কোনো শিক্ষিকা নিয়োগ করা হয়নি। হেল্পার দিয়ে পরিচালনা করা হচ্ছে এই অঙ্গনওয়ারি কেন্দ্রটি। এবিষয়ে বেশ কয়েকবার স্থানীয়দের তরফে পঞ্চায়েতে জানানো হলেও এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি পঞ্চায়েতের তরফে। তাই মঙ্গলবার এক প্রকার বাধ্য হয়ে শিশুদের মায়েরা ওই অঙ্গনওয়ারি কেন্দ্রে তালা ঝুলিয়ে দেয়।