৭ হাজার ফুট থেকে ঝাঁপ দিয়ে ইতিহাস রচনা শতায়ু মহিলার!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-বয়স যে নিছকই একটি সংখ্যা, বহু মানুষ, বহু সময়ে তার প্রমাণ দিয়েছেন।এবার যেমন দিলেন মানেত্তি বেইলি।তার বয়স ১০২ বছর।বিশ্বের শতায়ু মানুষদের মধ্যে তিনি সেই বিরলতম যিনি এই বয়সে ৭ হাজার ফুট উঁচু থেকে প্যারাসুট সম্বল করে নিচে স্কাইডাইভ দিয়ে বিশ্ব রেকর্ড স্থাপন করেছেন।যেদিন তিনি এ-হেন দুঃসাহিক অভিযানে নামেন,সেদিন শ্রীমতী বেইলির ১০২তম জন্মদিন ছিল। সমাজের দাতব্য কাজে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে শতায়ু বৃদ্ধা জীবনের পূর্ণ ঝুঁকি নিয়ে এমন দুঃসাহসিক কাজটি করেছেন।ইংল্যান্ডের প্রিন্স অফ ওয়েলস মানেত্তি বেইলিকে অকুণ্ঠ অভিনন্দন জানিয়েছেন।শতায়ু এই নারীর জন্য স্কাইডাইভের আয়োজন করেছিল বিসিলস এয়ারফিল্ড।ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’ তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মানেত্তি বেইলির যুগান্তকারী স্কাইডাইভের একটি ভিডিয়ো পোস্ট করেছে।
শ্রীমতী বেইলি এর আগে, নিজের শততম জন্মদিবসে ১৩০ মাইল (২০৯ কিলোমিটার) গতিবেগে ফেরারি গাড়ি চালিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্য সূত্রে খবর, ঝাঁপ দেওয়ার পর দিব্যি সুস্থ আছেন শতায়ু। তিনি বলেছেন, ‘আশা করি, আমাকে দেখে বাকি প্রবীণেরা জীবনে কর্মক্ষম থাকার প্রেরণা পাবেন।’
মানেত্তি, বেইলির নিবাস পূর্ব ইংল্যান্ডের বেনহিল গ্রিন এলাকায়।গত রবিবার একজন সহায়তাকারীকে সঙ্গে নিয়ে ২ হাজার ১০০ মিটার বা ৬,৯০০ ফুট উঁচু থেকে বিমানের দরজা খুলে ঝাঁপ দেন তিনি। নিজের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘সত্যি বলতে কী, শুরুতে আমি কিছুটা ভয় পেয়ে গেছিলাম।’ আরও বলেন, ‘ঝাঁপ দেওয়ার সময় চোখ বন্ধ করে ফেলেছিলাম।’
নিজের ১০২তম জন্মদিনে এমন অর্জনের পর বিবিসি রেডিওকে এই শ্রীমতি বেনেত্তি বলেন, ‘যারা ৮০ থেকে ৯০ বছরের দিকে এগিয়ে যাচ্ছেন, তারা যাতে কাজকর্ম ছেড়ে না দেন, নিজের কর্মের মধ্যে দিতে আমি তাদের এই বার্তাই দিতে চাই।’ বেনেত্তি বিবিসিকে জানান, তার এক বন্ধুর ৮৫ বছর বয়সি বাবার স্কাইডাইভের গল্প শুনে এ বিষয়ে তিনি আগ্রহী হয়ে ওঠেন।বেনেত্তি বলেন, ‘যদি ৮৫ বছরের একজন প্রবীণ ব্যক্তি এটা করতে পারেন, তাহলে আমিও পারব, এই প্রত্যয় থেকেই ঝুঁকিটা নিয়েছিলাম।’

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

স্কুলে ২৫ জন শিশুর হাতে ব্লেডের আঘাত!!

অনলাইন প্রতিনিধি :-পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম এই চার শ্রেণি মিলিয়ে ২৫ জন ছাত্রের হাতে…

2 hours ago

জিবি হাসপাতালে ক্যান্টিন ভাড়ার ১ কোটি টাকা কোষাগারে জমা পড়েনি!!

অনলাইন প্রতিনিধি :-জিবি হাসপাতালে ক্যান্টিনের ঘর ভাড়া দিয়ে প্রায় এক কোটি টাকা না মিটিয়ে দিয়ে…

1 day ago

ধসে পড়া সুড়ঙ্গে ভেসে উঠল দ্বিতীয় মৃতদেহ!!

অনলাইন প্রতিনিধি :-৩০ দিন অতিক্রান্ত।কিন্তু তেলেঙ্গনার সেই সুড়ঙ্গ নিয়ে কাটছে না জট।তারই মধ্যে আবার সুড়ঙ্গ…

1 day ago

ডার্ক চকোলেট কি ডায়াবেটিসের ঝুঁকি কমায়?

ডায়াবেটিসকে বলা হয় মাদার অব ডিজিজ।কারণ এই রোগের হাত ধরে শরীরে আরও অনেক স্বাস্থ্য জটিলতা…

1 day ago

নতুন রেখাপাত!!

অবিভক্ত ভারতবর্ষে মোঘল সাম্রাজ্যের শাসনামলে যিনি সবচেয়ে অ প্রভাবশালী শাসক হিসাবে ইতিহাসে পরিচিতি পেয়েছিলেন তিনি…

1 day ago

বিধানসভায় নজিরবিহীন বাগ্বিতণ্ডা,দিশাহীন কসমেটিক লাগানো বাজেট, বিধানসভায় জিতেন্দ্র!!

অনলাইন প্রতিনিধি :-সোমবার রাজ্যবিধানসভায় আরও এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হয়ে রইলো।বাজেটের উপর সাধারণ আলোচনায় রাজ্য…

1 day ago