Categories: খেলা

৮৫ বছরের ইতিহাসে এই প্রথম সভাপতি পদে প্রাক্তন ফুটবলার

এই খবর শেয়ার করুন (Share this news)

এম দত্ত রায় , প্রিয়রঞ্জন দাশমুন্সির পর ভারতীয় ফুটবলের সর্বোচ্চ পদে আসীন হলেন আরও এক বাঙালি কল্যাণ চৌবে এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পঁচাশি বছরের ইতিহাসে এই প্রথম কোনও প্রাক্তন ফুটবলার ফেডারেশনের সভাপতি নির্বাচিত হলেন । শুক্রবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি পদের নির্বাচনে কল্যাণ চৌবে ৩৩-১ ভোটে হারিয়ে দিলেন বাইচুং ভুটিয়াকে । তেরো বছর ধরে ফেডারেশনের ক্ষমতা ধরে রেখেছিলেন প্রফুল্ল প্যাটেল । আদালতের হস্তক্ষেপ , ভারতকে ফিফার নির্বাসন কেন্দ্রীয় সরকারের উদ্যোগ নানা জটিলতা কাটিয়ে শেষ পর্যন্ত এআইএফএফের নির্বাচন পর্ব শেষ হল । প্রত্যাশা মতো অঘোষিত বিজেপির প্রার্থী জাতীয় দলের প্রাক্তন গোলরক্ষক কল্যাণ চৌবে সভাপতি নির্বাচিত হলেন । শেষ মুহূর্তে সভাপতি পদে প্রার্থী হয়ে বাইচুং ভুটিয়া একটা প্রতিযোগিতার আমেজ আনার চেষ্টা করলেও তা ফলপ্রসূ হল না । জঘন্যভাবে হারলেন পাহাড়ি বিছে । বাইচুংয়ের নামের প্রস্তাবক ছিল অন্ধ্রপ্রদেশ । সমর্থন করেছিল রাজস্থান । নির্বাচনের শেষে দেখা যাচ্ছে প্রস্তাবক অথবা সমর্থকের দুজনের মধ্যে একজন বাইচুংয়ের বিরুদ্ধে ভোট দিয়েছেন । বাংলার ছেলে হয়েও কল্যাণ চৌবে কিন্তু আইএফ – এর হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহর রাজ্য গুজরাট ফুটবল সংস্থার হয়ে প্রার্থী হয়েছিলেন বিজেপি নেতা কল্যাণ । সমর্থন করেছে অরুণাচল প্রদেশ । উল্লেখ্য , প্রিয়রঞ্জন দাশমুন্সিও বাংলার হয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেননি । উইমেন্স এফ – এর প্রতিনিধি হিসাবে প্রিয়রঞ্জন দাশমুন্সি ফেডারেশন সভাপতি নির্বাচিত হয়ে ছিলেন । ফেডারেশনের নতুন সহ সভাপতি হিসাবে প্রিয়রঞ্জন দাশমুন্সি ফেডারেশন সভাপতি নির্বাচিত হয়েছিলেন । ফেডারেশনের নতুন সহ সভাপতি হলেন কর্ণাটকের এনএ হ্যারিস । কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছে অরুণাচল প্রদেশের কিপা অজয় । ১৯৯৫ এর টাটা ফুটবল অ্যাকাডেমির ছাত্র কল্যাণ চৌবে সভাপতি নির্বাচিত হয়ে জানান , আমার পঁচিশ বছরের ফুটবলের জীবনে অভিজ্ঞতা কাজে লাগাবো ফেডারেশনের উন্নতি কল্পে । এর জন্য আমাকে বই খুলে পড়াশোনা করতে হবে না । পুরুষ ও মহিলা ফুটবলের প্রতি তার সমান নজর থাকবে বলে জানান নবনির্বাচিত সভাপতি । ২০০১-০২ সালেরর বর্ষসেরা গোলরক্ষক কল্যাণ চৌবে সভাপতি নির্বাচিত হওয়ায় আইএফএ , মোহনবাগান , ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিং ক্লাব অভিনন্দন জানায় তাকে । উল্লেখ্য মোহনবাগান ক্লাবের প্রয়াত সচিব অঞ্জন মিত্রর জামাই কল্যাণ । বাইচুং ভুটিয়া , আইএম বিজয়ন সহ ছয়জন প্রাক্তন ফুটবলারকে কোঅপ্ট করা হয়েছে । নতুন সচিব হতে চলেছেন সাজি প্রভাকরণ । নতুন সভাপতির মতে , প্রভাকরণের অভিজ্ঞতা ভারতীয় ফুটবলকে সমৃদ্ধি করবে । এক্ষণি ভারতীয় ফুটবলপ্রেমীদের আকাশকুসুম স্বপ্ন দেখাতে রাজি নন কল্যাণ চৌবে । বলছেন , একটু সময় লাগবে তবে আমি একা নই টিম হিসাবে গোটা কমিটি ভারতীয় ফুটবলের জন্য কাজ করবে । বিজেপির লোক বলে আপনার সভাপতি নির্বাচিত হতে সুবিধা হয়েছে বলে মনে করছেন অনেকে । উত্তরে কল্যাণ জানান , লোকের কথাকে তো আমি আটকাতে পারবো না , তবে গত উনিশ মাস ধরে বিভিন্ন রাজ্য ফুটবল সংস্থার সঙ্গে যোগাযোগ রেখে গেছিলাম । ফেডারেশনের নতুন কমিটিতে বাংলার কোনও প্রতিনিধি নেই । এ সম্পর্কে কল্যাণ চৌবের জবাব , আইএফএকে এ নিয়ে চিন্তা করতে হবে না । ফেডারেশনে আইএফএর যে রকম গুরুত্ব ছিল সে রকমই থাকবে । বাইচুংয়ের নির্বাচনে দাঁড়ানোর প্রসঙ্গে কল্যাণের জবাব , ও কেন দাঁড়িয়েছিল তার জবাব বাইচুংই দিতে পারবে । তবে ও নির্বাচনে না দাঁড়ালে গোটা বিষয়টা সহমতের ভিত্তিতে হতে পারতো ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

15 hours ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

15 hours ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago

রাজধানীতে চাঁদার জুলুমে অতিষ্ঠ মানুষ!!

অনলাইন প্রতিনিধি:-মুখ্যমন্ত্রীডা. মানিক সাহার নির্বাচনি এলাকার আপনজন ক্লাবের চাঁদার নামে বড় অঙ্কের তোলাবাজির অভিযোগের রেশ…

3 days ago

ইন্ডিয়ান বুকে রাজ্যের মেয়ে ঝুমা!!

অনলাইন প্রতিনিধি :-ইচ্ছে ছিলো অনেক আগে থেকেই। অবশেষে নিজের ইচ্ছেকেই বাস্তবে পরিনত করলো ঝুমা দেবনাথ।…

3 days ago

সুশাসনে আইনশৃঙ্খলা!

রাজ্যে কি সত্যিই আইনের শাসন রয়েছে?সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে।সরকার বলছে রাজ্যে সুশাসন…

3 days ago