ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপ,অবস্থা আশঙ্কাজনক!!
৮৭ কেজি গাঁজা সহ আটক ১!

গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮৭ কেজি শুকনো গাঁজা সহ এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয় এয়ারপোর্ট থানার পুলিশ। ঘটনার বিবরণে এসডিপিও পারমিতা পান্ডে জানান, গতকাল অর্থাৎ সোমবার রাতে এয়ারপোর্ট থানার গোপন সূত্রে খবর আসে যে, এয়ারপোর্ট থানাধীন ভাগলপুর এলাকায় প্রীতম বিশ্বাস নামে এক ব্যক্তির বাড়িতে প্রচুর পরিমান গাঁজা মজুত রয়েছে এবং অনতিবিলম্বে পুলিশ উক্ত স্থানে অভিযান না চালালে যে কোনো সময় এই গাঁজাগুলো পাচার হয়ে যেতে পারে। আর যেহেতু ওই প্রীতম বিশ্বাসের বাড়ি ইন্দো-বাংলা সীমান্ত থেকে প্রায় ৫০০ মিটারের মধ্যেই রয়েছে তাই সেক্ষেত্রে অতি সহজেই পাচারের সম্ভাবনাও প্রবল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তড়িঘড়ি এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মন্ডলের নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে যায় এবং প্রীতম বিশ্বাসের বাড়িটিকে ঘেরাও করে নেয়। এরপর অভিযান চালাতেই আসে সাফল্য। এই অভিযানের মাধ্যমে প্রীতম বিশ্বাসের বাড়ি থেকে ৮৭ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ যায় বাজার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন এসডিপিও পারমিতা পান্ডে। পাশাপাশি আটক করা হয় প্রীতম বিশ্বাসকেও। এক্ষেত্রে প্রীতম বিশ্বাসের বিরুদ্ধে এনডিপিএস-এর একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আজ অর্থাৎ মঙ্গলবার পুলিশ রিমান্ড চেয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে। বাকি বিস্তারিত তথ্য তদন্তক্রমেই উঠে আসবে বলে জানিয়েছেন এসডিপিও পারমিতা পান্ডে।
