Categories: বিজ্ঞান

৮ মিটার অতিক্রম রোভারের, চাঁদে চক্কর কাটছে ‘প্রজ্ঞান’ ।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- চাঁদের পৃষ্ঠে রোভার ‘প্রজ্ঞান’ তার অপারেশন শুরু করে দিয়েছে এবং রোভার প্রজ্ঞান প্রতি মুহূর্তে নানা তথ্য পাঠাচ্ছে ইসরোতে। ইসরো যদিও জানাচ্ছে চাঁদের পৃষ্ঠে ‘প্রজ্ঞান’ খুব ধীরগতিতেই চলাচল করছে। এ পর্যন্ত মাত্র ৮ মিটার সে অতিক্রম করতে পেরেছে।এদিন সন্ধ্যায় সর্বশেষ এই ‘আপডেট’-ই দিয়েছে ইসরো।ইসরো জানিয়েছে, রোভার প্রজ্ঞানের সবকিছুই ঠিকঠাক চলছে। তার যন্ত্রপাতিগুলি ঠিকঠাকভাবে কাজ করছে। প্রজ্ঞানের যে লিক্‌স ( Libs) এবং অ্যাপেক্স ( Apxs) গুলি রয়েছে তা ‘অন’ দেখাচ্ছে। ইসরো তাদের পোস্টে ‘X’ লিখে এ সংক্রান্ত খবর জানিয়েছে।চাদের পৃষ্ঠে রোভার প্রজ্ঞান মূলত APXS অর্থাৎ আলফা পার্টিকল এক্সরে স্পেক্টরোস্কোপের মাধ্যমে কেমিক্যাল জাতীয় পদার্থ কিংবা মিনারেল রয়েছে কিনা এর খোঁজ চালাবে। তেমনি ‘প্রজ্ঞান’ LIBS অর্থাৎ লেসার ইনডিউস্ড ব্রেকডাউন স্পেকট্রোস্কোপের মাধ্যমে চাঁদের তলে মূলত ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ক্যালসিয়াম, আয়রন ইত্যাদির খোঁজ চালাবে। এছাড়া পাথরের খোঁজও চালাবে এই লিস (LIBS)।এদিকে শুক্রবার সকালের দিকে ইসরো একটি ভিডিও প্রকাশ করে, তাতে দেখা গেছে, রোভার ‘প্রজ্ঞান’ ল্যান্ডার থেকে রোল করে নীচে নামছে। যেমনটা ল্যান্ডার তার ক্যামেরা দিয়ে ফটো রিলিজ করেছে। একই সাথে ইসরো এদিন ল্যান্ডার বিক্রমের ল্যান্ডিং সময়ের অর্থাৎ একেবারে অন্তিম সময়ের ছবি প্রকাশ করেছে।বৃহস্পতিবার ইসরো জানিয়েছিলো সব কিছু ঠিকঠাক চলছে চাঁদের পিঠে। রোভার চাঁদের পিঠে নামার সাথে সাথে ILSA, RAMBHA এবং cha STE সবগুলি ক্যামেরাই অন রয়েছে। ILSA মূলত দেখে দেখে চাঁদের পৃষ্ঠে অর্থাৎ ল্যান্ডিং এলাকায় কম্পনের বিষয়টি। তেমনি RAMBHA মূলত চাঁদকে ঘিরে প্লাজমার কাজকর্মগুলি দেখভাল করবে। Cha STE অর্থাৎ চাঁদের পৃষ্ঠে থার্মোফিজিক্যাল পরীক্ষা চালাবে।উল্লেখ্য, গত ২৩ আগষ্ট সন্ধ্যা ৬.০৪ মিনিটে দীর্ঘ ৪২ দিনের জার্নি শেষ করে চাদের পিঠে অবতরণ করে চন্দ্রযান- ৩। একই সাথে ইতিহাসে নাম লেখায় ভারত। চন্দ্রযান- ৩ ল্যান্ডার বিক্রমের সাথে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে গত ২৩ আগষ্ট। চাঁদের দক্ষিণ মেরুতে এই প্রথম ভারত বিশ্বের প্রথম দেশ হিসাবে চন্দ্রাভিযান করলো ৷ যদিও চাঁদে চন্দ্রাভিযান করা ভারত হলো বিশ্বে চতুর্থ দেশ। ল্যান্ডার বিক্রম অবতরণ করার পর এবার রোভার প্রজ্ঞান আগামী ১৪ দিন তার কাজ করবে। চাঁদের পিঠে ঘুরে নানা খুঁটিনাটি তথ্য সংগ্রহ করবে এবং তা ইসরোতে পাঠাবে।যুগ যুগ ধরেই চাঁদকে নিয়ে কাল্পনিক গালগল্পের শেষ নেই। সেই চাঁদে যান পাঠিয়ে তথ্য সংগ্রহ করবেন বিজ্ঞানীরা একসময় তা ছিল কল্পনারও বাইরে। ভারত এর আগে ২ বার চাঁদে অভিযান চালিয়েছিলো। কিন্তু চন্দ্রযান-১ এবং চন্দ্রযান- ২ উভয়েই ব্যর্থ হয়। চন্দ্রায়ন-১ হয়েছিল ২০১৮ সালে, চন্দ্রায়ন-২ হয়েছিলো ২০১৯ সালে। এবার তাই বিজ্ঞানীরা চন্দ্রায়ন-৩ নিয়ে ব্যাপক আশাবাদী ছিলেন। এবং একই সাথে ছিলেন সতর্কও । শেষপর্যন্ত ভারতীয় বিজ্ঞানীরা চন্দ্রায়ন- ৩ অভিযানে একশ শতাংশ সফল।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

দুদিনের সফরে থাইল্যান্ডে প্রধানমন্ত্রী,সাক্ষাৎ হবে ইউনুসের সাথেও!!

অনলাইন প্রতিনিধি :-ষষ্ঠ 'বিমসটেক' শীর্ষ সম্মেলনে যোগদান করতে বৃহস্পতিবার দু'দিনের সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

12 hours ago

৯৩,৪২৫ মহিলাকে লাখপতি দিদি করার পরিকল্পনা!!

অনলাইন প্রতিনিধি :-চলতি বছরের ফেব্রুয়ারী মাস পর্যন্ত ৯৪ হাজার ৭২৩ জন মহিলা লাখপতি দিদি হয়েছেন।…

12 hours ago

এ রোগের ওষুধ নেই, সামনে দুর্দিন গরিবের!!

অনলাইন প্রতিনিধি:-দেশের ওষুধ কোম্পানিগুলোর লাভের বড় অংশই এখন খেয়ে নিচ্ছে রাজনৈতিক দলগুলো। তাই ভোেট শেষ…

13 hours ago

জিবি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা ঘিরে রোগীর অভিযোগ বাড়ছেই!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে বিশেষজ্ঞ চিকিৎসব সব বিভাগে চব্বিশ ঘন্টা না থাকায় রোগীর…

13 hours ago

অনুপ্রবেশ রুখতে জয়েন্ট পেট্রোলিং চলছে: মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি:-রাজ্যে অনুপ্রদেশ রুখতে পুলিশ,বিএসএফ ও অন্য নিরাপত্তা সংস্থাগুলি যৌথভাবে কাজ করছে। আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন…

13 hours ago

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ, তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তে সীলমোহর দিল কেন্দ্রীয় সরকার!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভকাউন্সিলের সিদ্ধান্তকে সীলমোহর দিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ…

13 hours ago