৯ই ফের স্কুলে যাবেন ১০৩২৩ শিক্ষক-শিক্ষিকারা

এই খবর শেয়ার করুন (Share this news)

মূলত চার দফা দাবিপত্র হাতে নিয়ে চাকরি ফিরে পেতে আবেদনপত্র জমা করলেন চাকরিচ্যুত শিক্ষক – শিক্ষিকারা । ৬ সেপ্টেম্বর বিকাল ৩ টায় ধলাই জেলা সদর জহরনগরে অবস্থিত জেলা শিক্ষা আধিকারিক মিহির দেবনাথের হাতে তুলে দেন জেলার চারটি মহকুমার শিক্ষক প্রতিনিধিরা । শিক্ষকদের দাবি , শিক্ষা দপ্তর সম্পূর্ণ চাকরিচ্যুত অনৈতিকভাবে আমাদের চাকরি থেকে বিতাড়ণ করেছে । যেখানে আমরা শিক্ষক হিসেবে আলাদাভাবে কোনও সরকারীপত্র হাতে চাকরিচ্যুতির পাইনি । দ্বিতীয়ত প্রতিনিধিরা তুলে ধরলেন , দেশের মহামান্য সুপ্রিম কোর্ট থেকে আরটিআই করে জানা গেছে , এসএলপি নং ১৮৯৯৩ ১৯০৪৯/২০১৪ মূলে যে মামলা হয়েছে সেই মামলায় শিক্ষকদের কোনও নাম নেই । যাদের নামে মামলা হয়েছে , আদালতের রায়ে ৪৬২ জনের মধ্যে ৪৫৮ জনের চাকরি বাতিল হয়েছে । তৃতীয়ত মহামান্য সুপ্রিম কোর্টের আরটিআই মূলে আগাম জানিয়ে ১২ আগষ্ট শিক্ষকরা বিদ্যালয় গিয়েছিলেন শিক্ষকতার কাজে যোগ দিতে । সেখানে ওয়াটসঅ্যাপ ম্যাসেজে জেলা শিক্ষা এবং বিদ্যালয় পরিদর্শকের অফিস থেকে প্রতিটি স্কুলের প্রধান শিক্ষক বা ইনচার্জদের জানিয়ে দেওয়া হয়েছে , শিক্ষকদের যাতে যুক্ত না করা হয় । এই জায়গায় শিক্ষকদের দাবি হলো , কীসের ভিত্তিতে শিক্ষা দপ্তর স্কুলগুলিকে জানিয়ে দিলো চাকরিচ্যুত শিক্ষকদের যুক্ত না করতে । শিক্ষক প্রতিনিধিরা জেলা শিক্ষা আধিকারিকের কাছে জানতে চান , আমাদের যদি চাকরি থেকে বাতিল করাই হয়ে থাকে তবে আমাদের প্রত্যেকের নাম সহ চাকরিচ্যুতির কারণ উল্লেখ করে নোটিশ দেওয়া হোক । ডেপুটেশনে শিক্ষক প্রতিনিধিরা জেলা শিক্ষা আধিকারিকের কাছে সুপ্রিমকোর্টের নানা পত্রাদিসহ চাকরি যে বাতিল হয়নি তার পক্ষে বেশ কিছু প্রমাণ তুলে দেন । শিক্ষক প্রতিনিধিদের দেওয়া নানা দস্তাবেজ হাতে নিয়ে জেলা শিক্ষা আধিকারিক মিহির দেবনাথ বলেন , আমি আজই রাজ্য শিক্ষা অধিকর্তার কাছে আপনাদের দেওয়া পত্রাদি পাঠিয়ে দেবো । এর বাইরে আধিকারিক কোনও উত্তর দিতে পারবেন না বলেই জানান প্রতিনিধিদের । শিক্ষক প্রতিনিধিদের পক্ষে কালীপদ দাস বলেন , আমরা ২০১০ সালে চাকরি পাওয়া শিক্ষকরা সম্পূর্ণ নির্দোষ । তন্ময় নাথের দায়ের করা মামলায় আমরা যুক্ত নই । যারা যুক্ত ছিলো ৪৬২ জন , যাদের মধ্যে ৪৫৮ জনের চাকরি বাতিল করেছে দেশের মহামান্য আদালত । সেই স্থানে আমাদের কেন চাকরি থেকে বহিষ্কার করা হলো । আমরা সেটাই জানতে চাই । রাজ্যের যে সকল আমলার কারণে আমরা আজ চাকরিচ্যুত । সরকার বা শিক্ষা দপ্তর কেন তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে আমাদের কেন চাকরি হারা করলো । চলতি মাসের ৯ তারিখ আমরা পুনরায় স্কুলে যাবো । আমরা সারা রাজ্যের সাথে ধলাই জেলার চাকরিচ্যুত শিক্ষকরাও স্কুলে স্কুলে যোগ দেবো । তখন কোনও প্রধান শিক্ষক বা ইনচার্জ আমাদের সাথে খারাপ আচরণ করলে বা কোনও ঘটনা ঘটলে তার জন্য দায়ী থাকবে শিক্ষাদপ্তর । শিক্ষক প্রতিনিধি সুভাষ দেবনাথ বলেন , দীর্ঘ মাস আমরা আবেদন নিবেদন করে চলেছি । আজও করছি । আমরা উপযুক্ত প্রমাণ হাতে নিয়েই আজ বলতে পারছি , আমরা নির্দোষ । আমাদের চাকরি বাতিল হয়নি । আমাদের চাকরি বহাল থাকা সত্ত্বেও আজ আমরা চাকরিচ্যুত কেন ? আমরা স্কুলে যেতে চাই । কর্তব্য করার জন্য অধিকার দাবি করছি । নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের দাবি পূরণ না হলে আমরা আর বসে থাকবো না । রাজ্যব্যাপী উত্তাল আন্দোলনে পথে নামবো । পরবর্তী আন্দোলন হবে আরও বৃহত্তর । প্রকাশ যে , পূর্ব ঘোষণা অনুযায়ী ৬ সেপ্টেম্বর জেলার আমবাসা , কমলপুর , গণ্ডাছড়া , লংতরাইভ্যালি মহকুমা থেকে প্রায় চার শতাধিক চাকরিচ্যুত শিক্ষক – শিক্ষিকারা জমায়েত হন জেলা সদর জহরনগরে । চাকরিচ্যুত সকল শিক্ষকদের একটিই বক্তব্য , আমাদের চাকরি বহাল রয়েছে । আমরা নির্দোষ । আমরা পুনরায় কাজে যোগ দিতে চাই । আমাদের পরিবারের স্বার্থে এবং অবশ্যই রাজ্যের ছেলেমেয়েদের স্বার্থে । যারা আজ সঠিক শিক্ষা থেকে বঞ্চিত ।

Dainik Digital

Recent Posts

আলু, ধান, সবজির সাথে ডাল চাষেও এগোচ্ছে ত্রিপুরা : রতন!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্য এবার ধান ও সবজির পাশাপাশি ডাল জাতীয় শস্য উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের পথে…

13 hours ago

চটকলের আখ্যান!!

সর্বস্বান্ত গফুর, গ্রাম ছেড়ে মেয়ে আমিনার হাত ধরে ফুলবেড়ের সর্বমা চটকলের দিকে পা বাড়িয়েছিল বাঁচার…

13 hours ago

১০০ ও ২০০ টাকার নোট নিয়ে নয়া নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের!!

অনলাইন প্রতিনিধি :-১০০ এবং ২০০ টাকার নোটের বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের বড়সড় সিদ্ধান্ত।সোমবার জারি করা এক…

1 day ago

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন!!

অনলাইন প্রতিনিধি :-আচমকাই আগুন লাগে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । সোমবার সন্ধ্যায় আগুন…

2 days ago

সিন্ধু তীরের জলযুদ্ধ!!

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হানার একদিন পরে বৃহস্পতিবার ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি পাকিস্তানের জলসম্পদ মন্ত্রণালয়ের…

2 days ago

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপরাধে নিষিদ্ধ করা হল ১৬ টি ইউটিউব চ্যানেল!!

অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁও হামলার পর থেকে কেন্দ্রীয় সরকার অ্যাকশন মোড অন করেছে । সোমবার কেন্দ্রীয়…

2 days ago