৯ই ফের স্কুলে যাবেন ১০৩২৩ শিক্ষক-শিক্ষিকারা

এই খবর শেয়ার করুন (Share this news)

মূলত চার দফা দাবিপত্র হাতে নিয়ে চাকরি ফিরে পেতে আবেদনপত্র জমা করলেন চাকরিচ্যুত শিক্ষক – শিক্ষিকারা । ৬ সেপ্টেম্বর বিকাল ৩ টায় ধলাই জেলা সদর জহরনগরে অবস্থিত জেলা শিক্ষা আধিকারিক মিহির দেবনাথের হাতে তুলে দেন জেলার চারটি মহকুমার শিক্ষক প্রতিনিধিরা । শিক্ষকদের দাবি , শিক্ষা দপ্তর সম্পূর্ণ চাকরিচ্যুত অনৈতিকভাবে আমাদের চাকরি থেকে বিতাড়ণ করেছে । যেখানে আমরা শিক্ষক হিসেবে আলাদাভাবে কোনও সরকারীপত্র হাতে চাকরিচ্যুতির পাইনি । দ্বিতীয়ত প্রতিনিধিরা তুলে ধরলেন , দেশের মহামান্য সুপ্রিম কোর্ট থেকে আরটিআই করে জানা গেছে , এসএলপি নং ১৮৯৯৩ ১৯০৪৯/২০১৪ মূলে যে মামলা হয়েছে সেই মামলায় শিক্ষকদের কোনও নাম নেই । যাদের নামে মামলা হয়েছে , আদালতের রায়ে ৪৬২ জনের মধ্যে ৪৫৮ জনের চাকরি বাতিল হয়েছে । তৃতীয়ত মহামান্য সুপ্রিম কোর্টের আরটিআই মূলে আগাম জানিয়ে ১২ আগষ্ট শিক্ষকরা বিদ্যালয় গিয়েছিলেন শিক্ষকতার কাজে যোগ দিতে । সেখানে ওয়াটসঅ্যাপ ম্যাসেজে জেলা শিক্ষা এবং বিদ্যালয় পরিদর্শকের অফিস থেকে প্রতিটি স্কুলের প্রধান শিক্ষক বা ইনচার্জদের জানিয়ে দেওয়া হয়েছে , শিক্ষকদের যাতে যুক্ত না করা হয় । এই জায়গায় শিক্ষকদের দাবি হলো , কীসের ভিত্তিতে শিক্ষা দপ্তর স্কুলগুলিকে জানিয়ে দিলো চাকরিচ্যুত শিক্ষকদের যুক্ত না করতে । শিক্ষক প্রতিনিধিরা জেলা শিক্ষা আধিকারিকের কাছে জানতে চান , আমাদের যদি চাকরি থেকে বাতিল করাই হয়ে থাকে তবে আমাদের প্রত্যেকের নাম সহ চাকরিচ্যুতির কারণ উল্লেখ করে নোটিশ দেওয়া হোক । ডেপুটেশনে শিক্ষক প্রতিনিধিরা জেলা শিক্ষা আধিকারিকের কাছে সুপ্রিমকোর্টের নানা পত্রাদিসহ চাকরি যে বাতিল হয়নি তার পক্ষে বেশ কিছু প্রমাণ তুলে দেন । শিক্ষক প্রতিনিধিদের দেওয়া নানা দস্তাবেজ হাতে নিয়ে জেলা শিক্ষা আধিকারিক মিহির দেবনাথ বলেন , আমি আজই রাজ্য শিক্ষা অধিকর্তার কাছে আপনাদের দেওয়া পত্রাদি পাঠিয়ে দেবো । এর বাইরে আধিকারিক কোনও উত্তর দিতে পারবেন না বলেই জানান প্রতিনিধিদের । শিক্ষক প্রতিনিধিদের পক্ষে কালীপদ দাস বলেন , আমরা ২০১০ সালে চাকরি পাওয়া শিক্ষকরা সম্পূর্ণ নির্দোষ । তন্ময় নাথের দায়ের করা মামলায় আমরা যুক্ত নই । যারা যুক্ত ছিলো ৪৬২ জন , যাদের মধ্যে ৪৫৮ জনের চাকরি বাতিল করেছে দেশের মহামান্য আদালত । সেই স্থানে আমাদের কেন চাকরি থেকে বহিষ্কার করা হলো । আমরা সেটাই জানতে চাই । রাজ্যের যে সকল আমলার কারণে আমরা আজ চাকরিচ্যুত । সরকার বা শিক্ষা দপ্তর কেন তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে আমাদের কেন চাকরি হারা করলো । চলতি মাসের ৯ তারিখ আমরা পুনরায় স্কুলে যাবো । আমরা সারা রাজ্যের সাথে ধলাই জেলার চাকরিচ্যুত শিক্ষকরাও স্কুলে স্কুলে যোগ দেবো । তখন কোনও প্রধান শিক্ষক বা ইনচার্জ আমাদের সাথে খারাপ আচরণ করলে বা কোনও ঘটনা ঘটলে তার জন্য দায়ী থাকবে শিক্ষাদপ্তর । শিক্ষক প্রতিনিধি সুভাষ দেবনাথ বলেন , দীর্ঘ মাস আমরা আবেদন নিবেদন করে চলেছি । আজও করছি । আমরা উপযুক্ত প্রমাণ হাতে নিয়েই আজ বলতে পারছি , আমরা নির্দোষ । আমাদের চাকরি বাতিল হয়নি । আমাদের চাকরি বহাল থাকা সত্ত্বেও আজ আমরা চাকরিচ্যুত কেন ? আমরা স্কুলে যেতে চাই । কর্তব্য করার জন্য অধিকার দাবি করছি । নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের দাবি পূরণ না হলে আমরা আর বসে থাকবো না । রাজ্যব্যাপী উত্তাল আন্দোলনে পথে নামবো । পরবর্তী আন্দোলন হবে আরও বৃহত্তর । প্রকাশ যে , পূর্ব ঘোষণা অনুযায়ী ৬ সেপ্টেম্বর জেলার আমবাসা , কমলপুর , গণ্ডাছড়া , লংতরাইভ্যালি মহকুমা থেকে প্রায় চার শতাধিক চাকরিচ্যুত শিক্ষক – শিক্ষিকারা জমায়েত হন জেলা সদর জহরনগরে । চাকরিচ্যুত সকল শিক্ষকদের একটিই বক্তব্য , আমাদের চাকরি বহাল রয়েছে । আমরা নির্দোষ । আমরা পুনরায় কাজে যোগ দিতে চাই । আমাদের পরিবারের স্বার্থে এবং অবশ্যই রাজ্যের ছেলেমেয়েদের স্বার্থে । যারা আজ সঠিক শিক্ষা থেকে বঞ্চিত ।

Dainik Digital

Recent Posts

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

23 hours ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

24 hours ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago

রাজধানীতে চাঁদার জুলুমে অতিষ্ঠ মানুষ!!

অনলাইন প্রতিনিধি:-মুখ্যমন্ত্রীডা. মানিক সাহার নির্বাচনি এলাকার আপনজন ক্লাবের চাঁদার নামে বড় অঙ্কের তোলাবাজির অভিযোগের রেশ…

3 days ago

ইন্ডিয়ান বুকে রাজ্যের মেয়ে ঝুমা!!

অনলাইন প্রতিনিধি :-ইচ্ছে ছিলো অনেক আগে থেকেই। অবশেষে নিজের ইচ্ছেকেই বাস্তবে পরিনত করলো ঝুমা দেবনাথ।…

3 days ago

সুশাসনে আইনশৃঙ্খলা!

রাজ্যে কি সত্যিই আইনের শাসন রয়েছে?সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে।সরকার বলছে রাজ্যে সুশাসন…

3 days ago