৯ই রাজ্যে আসছেন জগৎ প্রকাশ নাড্ডা!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-২০২৩ সালের ৮ মার্চ বিজেপি শাসিত জোট সরকার দ্বিতীয়বারের মতো ক্ষমতার আসনে অধিষ্ঠিত হয়েছে এই রাজ্যে।দ্বিতীয় এই বিজেপি সরকারের প্রতিষ্ঠার দ্বিতীয় বর্ষ উদ্যাপন উপলক্ষে আগামী ৯ মার্চ রাজধানী আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে হতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি আয়োজিত এক জন-সমাবেশ। এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে যোগ দিতে রাজ্যে আসছেন সর্বভারতীয় বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জগৎপ্রকাশ নাড্ডা। এছাড়াও মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা থেকে শুরু করে রাজ্য মন্ত্রিসভার বিভিন্ন সদস্য সদস্যা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য থেকে শুরু করে প্রদেশের অন্যান্য নেতা নেত্রী এবং বিভিন্ন মোর্চা পদাধিকারী,জেলা মণ্ডল থেকে আগত বিভিন্ন পদাধিকারী, কর্মী সমর্থকরা। প্রদেশ বিজেপি কার্যালয়ের আয়োজিত এক সাংবাদিক সম্মেলন থেকে বুধবার সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, গত দুই বছরে রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার কি ধরনের কার্যক্রম সম্পন্ন করেছে কিংবা কি ধরনের কার্যক্রম নিয়ে পরিকল্পনা গ্রহণ করে রেখেছে এসব বিষয় নিয়ে জনসমক্ষে তুলে ধরার লক্ষ্যেই এই কার্যক্রমের আয়োজন করা হয়েছে। প্রদেশস্তরে এই কার্যক্রমের পর জেলা, মণ্ডল এবং বুথ স্তরেও একইভাবে এই কার্যক্রম হবে বলে তিনি জানান। এ দিন বেলা ১১টায় আয়োজিত এই সমাবেশ থেকে সব অংশের জনগণকে সম্মিলিতভাবে এগিয়ে এসে এতে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি। তিনি বলেন, এর আগে এ ধরনের কোনও কর্মসূচি অনুষ্ঠিত হয়নি রাজ্যে। টানা দুই বছরে বিজেপিশাসিত সরকার রাজ্যে সাধারণ অংশের জনগণের স্বার্থে কি ধরনের কার্যক্রম করেছে এ নিয়েই বিস্তারিত আলোচনা করা হবে আয়োজিত সমাবেশে।
সাংবাদিক সম্মেলন থেকে মন্ত্রী রতনলাল নাথ বলেন, সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে সরকার। এ কারণেই আগের তুলনায় রাজ্যে স্ব-সহায়ক দলের সংখ্যা যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি বিভিন্ন প্রকল্পে সব অংশের মানুষই উপকৃত হচ্ছেন এখন। এই সময়ের মধ্যে বিজেপ শাসিত জোট সরকার পর্যায়ক্রমে উন্নয়নের দিকে এগিয়ে গেলেও পেছন দিক থেকে সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা চালাচ্ছে বিরোধীরা। মন্ত্রী বলেন, এই সরকার না সোশিয়ালিজম, না ক্যাপিটালিজম, না কমিউনিজমে বিশ্বাসী। এই সরকার শুধুই মানবতাবাদের বিশ্বাসী। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে এই সরকার সব অংশের জনগণেরই সহযোগিতা কামনা করে। সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে দলের পক্ষে সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস, সম্পাদক ডেভিড দেববর্মা, বিধায়ক শম্ভু চাকমা সহ মিডিয়া ইনচার্জ সুনিত সরকারও উপস্থিত ছিলেন।

Dainik Digital

Recent Posts

ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপ,অবস্থা আশঙ্কাজনক!!

অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…

20 mins ago

শবরীমালা মন্দির পরিদর্শনে দ্রৌপদী মুর্মু!!

অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…

2 hours ago

মহাকালেশ্বর মন্দিরে বীভৎস আগুন!!

অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…

2 hours ago

হত্যা মামলায় ‘গ্রেপ্তার’ বাংলাদেশে জেলবন্দি চিন্ময় প্রভু!

অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…

3 hours ago

নিখোঁজ হয়ে ছিলেন কুড়ি বছরে বাড়ি ফিরে এলেন ৬৩ বছর পর!!

অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…

3 hours ago

সোলার জাগরণ চাইলেন রতন, ৭০জন গ্রাহকের অ্যাকাউন্টে ঢুকেছে বিদ্যুৎ বিক্রির অর্থ!!

অনলাইন প্রতিনিধি:-ত্রিপুরার গৃহস্থালি বিদ্যুৎ গ্রাহকদের জন্য এক নতুন যুগের সূচনা হয়েছে।একদিকে যেমন বিদ্যুৎ বিল হচ্ছে…

4 hours ago