৯০ ডিগ্রি বাঁকা ঘাড় বিনামূল্যে সারিয়ে দিলেন দিল্লির ডাক্তার

এই খবর শেয়ার করুন (Share this news)

দশ মাস থেকেই বাঁকা ঘাড় । বাঁকা মানে ৯০ ডিগ্রি বাঁকা ঘাড় । সেই মেয়ে যে কোনওদিন সুস্থ হতে পারে , বাবা – মা সে আশা ছেড়ে দিয়েছিলেন । মেয়ের নাম আফসিন গুল । পাকিস্তানের সিন্ধু প্রদেশের বাসিন্দা । এখন তার বয়স ১৩। জীবনে এই মেয়ে কখনও স্কুলে যায়নি । বন্ধুদের সঙ্গে খেলা করাও স্বপ্নের মতো ব্যাপার ছিল । আফসিনের বয়স যখন মাত্র ১০ মাস , সেই সময় আফসিনের জীবনে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা । সেই দুর্ঘটনা সম্পূর্ণ ভাবে বদলে দেয় আফসিনের জীবন । দুধের শিশু আফসিন দিদির কোল থেকে পড়ে যায় । সেই দুর্ঘটনায় তার ঘাড় প্রায় ৯০ ডিগ্রি বেঁকে যায় ।

সঙ্গে সঙ্গে তার বাবা – মা মেয়েকে চিকিৎসকের কাছে নিয়ে যান । কিন্তু ওষুধ খেয়েও কিছুই হয়নি । তার ঘাড়ের ব্যথা ক্রমশ বাড়তেই থাকে । অভাবের কারণে তার বাবা – মা আর চিকিৎসা করাতে পারেননি । পাকিস্তানের চিকিৎসকেরা জানিয়েছিলেন , আফসিনের সেরিব্রাল পলসির মতো জটিল রোগে আক্রান্ত হয়েছে । ১০ মাস থেকে জীবনের ১৩ বছর । দিদির কোল থেকে পড়ে যাওয়ার ১২ বছর বাদে আফসিনের জীবনে দেবদূতের মতো আবির্ভূত হলেন দিল্লির এক চিকিৎসক । একদম বিনামূল্যে পড়িশ যুযুধান দেশের এই কিশোরীর চিকিৎসা করতে রাজি হন তিনি । বাকিটা ইতিহাস ।

চিকিৎসক রাজাগোপালন কৃষ্ণণ দিল্লির অ্যাপোলো হাসপাতালে আফসিনের ঘাড়ের সফল অস্ত্রোপচার করেছেন। বিবিসি – র সাংবাদিক আলেকজান্দ্রিয়া থোমাস আফসিনকে নিয়ে একটি প্রতিবেদন লিখেছেন । ঘটনা হল , ওই ব্রিটিশ সাংবাদিকই ডাক্তার রাজাগোপালনের সঙ্গে আফসিনের পরিচয় করান । দিল্লির চিকিৎসক দাবি করেছেন , এই ধরনের অস্ত্রোপচার সম্ভবত সারা বিশ্বে এই প্রথম । ডাক্তার রাজাগোপালন জানান , আফসিনের মোট চার বার অস্ত্রপচার করা হয় । শেষ অস্ত্রোপচারটি করা হয় গত ফেব্রুয়ারি মাসে । এখন আফসিন সম্পূর্ণ সুস্থ হয়ে তার দেশে ফিরেছে । চিকিৎসক রাজাগোপালন নিয়মিত স্কাইপে আফসিনের সঙ্গে কথা বলেন ।

মেয়েটির পরিবার ডাক্তার রাজাগোপালনকে ‘ একজন দেবদূত বলে মনে করেন । শুধু বিনা পয়সায় মেয়ের চার বার অস্ত্রোপচার করাই নয় , আফসিন যে কোনওদিন সুস্থ হবে , সেই আশাই ছেড়ে দিয়েছিলেন আফসিনের বাবা – মা । আফসিনের বাবা বলেছেন , তাদের কোনওদিন স্কুলে যেতে পারেনি । কোনও বন্ধুর বাড়িও যেতে পারত না । ঘাড় ৯০ ডিগ্রি বেঁকে যাওয়ার কারণে আফসিন খাওয়া , হাঁটা এবং কথা বলার মতো দৈনন্দিন কাজগুলি পর্যন্ত ঠিক মতো করতে পারত না । সে সেরিব্রাল পলসিতেও ভুগছে এটা জানার পর মানসিক ভাবে আরও ভেঙে পড়ে পাক কিশোরী । এর মধ্যে বিবিসির ওই ব্রিটিশ সাংবাদিক সিন্ধু প্রদেশে পেশাগত কারণে গেলে আফসিনের বাবার সঙ্গে তার আলাপ হয় ।

সাংবাদিক আলেকজান্দ্রিয়া থমাস আফসিনের অবস্থা নিয়ে একটি মানবিক সংবাদ প্রকাশ করেন । সেই সংবাদ পড়েন দিল্লির চিকিৎসক রাজাগোপালন । তিনি বিবিসির সঙ্গে যোগাযোগ করেন । ক্রমে তার পরিচয় হয় আলেকজান্দ্রিয়া থমাসের সঙ্গে । আফসিন গুলের দাদা ইয়াকুব কুম্বার বলেন , ‘ ডাক্তার আমার বোনের জীবন বাঁচাতে পেরে আমরা খুবই খুশি । আমাদের জন্য তিনি একজন দেবদূত । ’ তিনি জানান , তার বোন এখন স্বচ্ছন্দে কথা বলছে , হাসছে , হাঁটছে । ইয়াকুব জানান , তারা চিকিৎসার জন্য ২০২১ সালের নভেম্বরে ভারতে গিয়েছিলেন । এরপর একটি অনলাইন তহবিল সংগ্রহকারীর সাহায্যে তার বোনের অস্ত্রোপচার করা হয় ।

কুম্বার বলেন , ‘ ডাঃ কৃষ্ণণ আমাদের বলেছিলেন যে অপারেশনের সময় আফসিনের হৃদপিণ্ড বা ফুসফুসের স্পন্দন বন্ধ হয়ে যেতে পারে । ডাক্তার সাহেব দেবদূত , তিনি না হলে আমাদের বাড়িতে কোনওদিন হাসি ফিরে আসত না । ‘ আফসিনের চার দফায় সফল অস্ত্রোপচারের পরে ডাক্তার কৃষ্ণণ সাংবাদিকদের বলেছিলেন সঠিক চিকিৎসা না দিলে ওই কিশোরী বেশি দিন বাঁচত না । ডাক্তার রাজাগোলাপন কৃষ্ণণ বলেন , আফসিন এখন হেসে হেসে কথা বলে । নিজের ঘাড় সম্পূর্ণ ঘোরাতে পারে । প্রতি সপ্তাহে স্কাইপের মাধ্যমে ওর শরীরের খোঁজ নিই ।

Dainik Digital

Recent Posts

দ্বিতীয়দিন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো হাজারো দর্শক-শ্রোতা!!

অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…

22 hours ago

মার্কিন হাসপাতালে এলোপাথারি গোলাগুলি!!

অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…

23 hours ago

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত শীঘ্রই।।

অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…

23 hours ago

তেলেঙ্গানার সুড়ঙ্গে আটক ৮ শ্রমিক,বিচ্ছিন্ন যোগাযোগ!!

অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…

23 hours ago

ভোট বিদেশি হস্তক্ষেপ।।

মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…

23 hours ago

কেন্দ্রীয় কারাগারে কোটি টাকার টেন্ডার ঘোটালার অভিযোগ!!

অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…

23 hours ago