দক্ষিণ আফ্রিকার একটি শিকারি গোষ্ঠীর আদিবাসীদের মুখের ভাষা ‘নুউ’। কিন্তু সে ভাষা কার্যত অবলুপ্তির পথে। উপনিবেশ এবং বর্ণবাদের দীর্ঘস্থায়ী প্রভাবে দক্ষিণ আফ্রিকার আদিবাসী ভাষা ‘নুউ’ ডোডো পাখির মতো বিলুপ্তপ্রায়। জল-জঙ্গলের বাইরে সেই নুউ ভাষা বুঝতে পারেন এবং বলতে পারেন পৃথিবীকে একমাত্র তিনি। তিনি হলেন নব্বই বছরের মহিলা ক্যাটরিনা ইসো (ছবি)। সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, ইসো বর্তমান বিশ্বের একমাত্র ব্যক্তি যিনি নুউ ভাষায় কথা বলতে পারেন। ইসো দক্ষিণ আফ্রিকার নর্দান কেপ প্রদেশে থাকেন। তিনি নুউ জনগোষ্ঠীর মানুষ। শৈশবে তাকে নিজের মাতৃভাষা ‘নুউ’-তে কথা বলতে গিয়ে উপহাসের স্বীকার হতে হতো। এমনকী আদিবাসী ভাষা হওয়ায় অনেকেই ভাষাটিকে ‘কুৎসিত ভাষা’ বলে ব্যঙ্গ করতেন। এই বয়সেও লুপ্তপ্রায় ভাষাটি বাঁচিয়ে রাখার তাগিদ কীসের? ইসো বলেন, ‘আমরা তরুণ বয়সে মাতৃভাষায় কথা বলতে লজ্জিত বোধ করতাম।নিজেদের মাতৃভাষার বদলে আমাদের ‘আফ্রিকান্স’ ভাষায় কথা বলতে হতো। সেটি ছিল দক্ষিণ আফ্রিকার শাসন ক্ষমতায় থাকা শ্বেতাঙ্গ শাসকগোষ্ঠীর চাপিয়ে দেওয়া ভাষা।’তবে প্রাপ্তবয়স্ক হওয়ার পর ইসো নিজ মাতৃভাষা সংরক্ষণের গুরুত্বটি বুঝতে পারেন। তাই তিনি নিজের শহর উপিংটনে ‘নুউ’ ভাষায় শিক্ষাদানের জন্য একটি স্কুল স্থাপন করেন।আফ্রিকার
দক্ষিণাঞ্চলে ইউরোপীয় উপনিবেশ প্রতিষ্ঠার আগে শিকারি গোষ্ঠীগুলোর নিজেদের স্বতন্ত্র ভাষা ছিল। ‘নুউ’ ছিল তেমনি একটি গোষ্ঠীর ভাষা। দেশটির দক্ষিণাঞ্চলের আদিবাসী গোষ্ঠীর এ ভাষাগুলো মূলত ‘সান’ ভাষাগোত্রের অন্তর্ভুক্ত। এ বিষয়ে দ্য ওয়েস্টার্ন কেপ ইউনিভার্সিটির ভাষাবিদ লরাটো মোকওয়েনা বলেন, “আফ্রিকায় উপনিবেশ ও বর্ণবাদের সময়টাতে আদিবাসী গোষ্ঠীর নিজেদের ভাষায় কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। যার ফলে বর্তমানে খুব অল্প সংখ্যক মানুষ রয়েছে যারা এ আদিবাসী ভাষায় কথা বলতে পারেন। ক্যাটরিনা ইসো তাদেরই একজন।” মোকওয়েনা মনে করেন, ইসো বেঁচে থাকায় ‘নুউ’ ভাষা রক্ষা করার সুযোগ এখনও রয়েছে। তাই ভাষাটি সংরক্ষণ ও লিপিবদ্ধ করার সুযোগটি কাজে লাগানো উচিত। ইসো পরবর্তীতে তার নাতনি তথা ভাষাকর্মী ক্লোডিয়া স্নাইম্যানকে সঙ্গে নিয়ে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। ইসোর চশমা দিয়ে স্নাইম্যানও স্বপ্ন দেখেন, ‘নুউ’ ভাষা রক্ষায় একদিন তিনি নিজে একটি স্কুল প্রতিষ্ঠা করবেন। স্লাইম্যান বলেন, ‘আমি খুবই উদ্বিগ্ন। বর্তমানে ভাষাটি যে অবস্থায় রয়েছে, সে অবস্থায় থাকার কথা নয় । যদি ইসো মারা যান, তবে সব শেষ।”
অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে…
অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…
লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…
অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…
অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…
অনলাইন প্রতিনিধি:-রাজ্যের শান্তি সম্প্রতি ও সংহতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।যাতে আমাদের আর্থ সামাজিক উন্নয়ন…