৯০ বছর বয়সে স্নাতক হলেন বৃদ্ধা

 ৯০ বছর বয়সে স্নাতক হলেন বৃদ্ধা
এই খবর শেয়ার করুন (Share this news)

শিক্ষার কোনও বয়স হয় না, এই প্রচলিত প্রবাদটি প্রমাণ করে দিলেন ৯০ বছর বয়সি মহিলা জয়েস ডিফাউ। ডিফাউ উচ্চ শিক্ষার জন্য ১৯৫১ সালে নর্দার্ন ইলিনয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন গার্হস্থ্য অর্থনীতিতে ডিগ্রি অর্জনের পরিকল্পনা নিয়ে। কিন্তু মাত্র সাড়ে তিন বছর পরেই ডিফাউকে তার পড়া ছাড়তে হয়েছিল। ডিফাউ তার পড়া শেষ করতে না পারায় ক্রমশ মানসিকভাবে ভেঙে পড়ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত নিজের ছয়
সন্তান ও তার নাতি-নাতনিদের অনুরোধে ডিফাউ আবার পড়াশুনো শুরু করেন। ২০১৯ সালে ডিফাউ তার পড়া শেষ করার উদ্দেশ্যে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আবার নর্দার্ন ইলিনয়
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং মনোযোগ সহকারে ক্লাস করতে শুরু করেন। ২০২০ সালে যখন কোভিড ১৯ মহামারী শুরু হয়েছিল তখনও তিনি তার পড়া থামিয়ে দেননি। পড়া চালিয়ে গিেয়ছিলেন কম্পিউটারে অনলাইন ক্লাসের মাধ্যমে। শেষ
পর্যন্ত তার ইচ্ছে শক্তি তাকে তার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। ডিফাউর নাতনি ডুলি জানান, ডিফাউ তার লক্ষ্যে পৌঁছানোর জন্য কোনও প্রতিকূলতাতেই হাল ছাড়েননি। অবশেষে ডিফাউ তার ক্যাপ এবং গাউন পরিধান করে বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অফ জেনারেল স্টাডিজ সম্মান গ্রহণ করতে চলেছেন।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.