Categories: খেলা

৯২ বছরের রেকর্ড ভেঙে সেমিফাইনালে মুম্বাই

এই খবর শেয়ার করুন (Share this news)

রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালের রেকর্ড রানের জয় পেলো মুম্বাই । ৪১ রানের রঞ্জি ট্রফি জয়ী মুম্বাই আজ ৭২১ রানের বড় ব্যবধানেই হারিয়ে দেয় উত্তরাখণ্ডকে । এত বড় ব্যবধানের জয় শুধু রঞ্জি ট্রফিতে নয় , এটা একটা বিশ্ব রেকর্ডও । আজ মুম্বাই উত্তরাখণ্ডকে ৭২১ রানে হারিয়ে রঞ্জির ১২৯ বছরেরও শেফিল্ড শীল্ডের ৯২ বছরের পুরানো রেকর্ডও ভেঙে দেয় । ৯২ বছর আগে শেফিল্ড শীল্ডে নিউসাউথ ওয়ালেস কুইন্সল্যাণ্ডের বিরুদ্ধে ৬৮৫ রানের জয় পেয়েছিল । যা এ যাবৎকাল বিশ্ব ক্রিকেটে এক অনন্য নজির বা রেকর্ডও ছিল । ৯২ বছর বাদে বেঙ্গালুরুর মাটিতে মুম্বাই – উত্তরাখণ্ডকে হারিয়ে পুরানো রেকর্ড ভেঙে নিজেদের নামে করে নিল মুম্বাই । গতকালই কৰ্ণাটককে পাঁচ উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠে গিয়েছিল উত্তরপ্রদেশ । আজ মুম্বাই ৭২১ রানে উত্তরাখণ্ডকে । মধ্যপ্রদেশ দশ উইকেটে পাঞ্জাবকে হারিয়ে সেমিফাইনালে উঠে যায় । এদিকে , মুম্বাই আজ ১৯৫৩-৫৪ সালে ওড়িশার বিরুদ্ধে বাংলার ৫৪০ রানের জয়ের ১২৯ বছরের রেকর্ডও ভেঙে দিয়েছে ।

বাকি থাকল এখন বাংলা ও ঝাড়খণ্ড ম্যাচটি । বাংলা অবশ্য চতুর্থদিনের খেলা শেষে ৫৫১ রানের লিড নেওয়ায় সেমিফাইনালের টিকিট বগলদাবা করে নিয়েছে । তার পর যেহেতু এখন ম্যাচের ফলাফল এখনও বের হয়নি । তবে আগামীকাল বাংলা ম্যাচ না জিতলেও তারাই সেমিতে যাচ্ছে । . এদিকে , সেমিফাইনালের লাইনআপও একপ্রকার চূড়ান্ত হয়ে গেছে । ১৪-১৮ জুন ফাইনালের টিকিট সংগ্রহে বাংলা লড়বে মধ্যপ্রদেশের বিরুদ্ধে , অন্যদিকে মুম্বাই লড়বে উত্তরপ্রদেশের বিরুদ্ধে । মুম্বাই- উত্তরাখণ্ড ম্যাচে মুম্বাই প্রথম ইনিংসে ৬৪৭/৮ ডিক্লেয়ার করলে এর জবাবে উত্তরাখণ্ডের প্রথম ইনিংস মাত্র ১১৪ রানেই খতম হয়ে যায় । ৫৩৩ রানের লিড নিয়ে বাংলা দ্বিতীয় ইনিংসে ২৬১/৩ রান তুলে ডিক্লেয়ার করে দেয় । ৭৯৫ রানের টার্গেটের সামনে খেলতে নেমে উত্তরাখণ্ড মারাত্মক ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় । ধবল কুলকার্নির ( ১১/৩ ) ও সামস মুলানির ( ১৫/৩ ) ও তনুস কয়টানের ( ১৩/৩ ) বিস্ফোরক বোলিংয়ের সামনে উত্তরাখণ্ডের দ্বিতীয় ইনিংস মাত্র ৬৯ রানেই লুটিয়ে যায় । ৭২১ রানে ম্যাচ জিতে ৯২ বছরের রেকর্ড ভেঙে সেমিফাইনালে উঠে যায় মুম্বাই । এদিকে , পাঞ্জাবের বিরুদ্ধে মধ্যপ্রদেশ দশ উইকেটের সহজ জয় তুলে ।

ম্যাচে পাঞ্জাবের প্রথম ইনিংসের ২১৯ -এর জবাবে মধ্যপ্রদেশ ৩৯৭ রানে তাদের প্রথম ইনিংস শেষ করে । ১৭৮ রানের ঘাটতি নিয়ে ফের ব্যাট করতে নেমে পাঞ্জাব তাদের দ্বিতীয় ইনিংস ২০৩ রানে শেষ করে । ২৬ রান করলে ম্যাচে জয় আসবে । মধ্যপ্রদেশ কোনও উইকেট না হারিয়েই ম্যাচ জিতে নেয় । এদিকে , রঞ্জির কো . ফাইনালের তিন ম্যাচের ফয়সালা একদিন আগেই শেষ হলেও বাংলা – ঝাড়খণ্ড ম্যাচটি কিন্তু পঞ্চম তথা শেষদিনে গড়াল । যদিও এই ম্যাচের টিকিট বাংলার পকেটেই । প্রথম ইনিংসে বাংলা ৭৩৩/৭ ডিক্লেয়ার করে । যে ইনিংসে ৯ জন ব্যাটারই হাফসেঞ্চুরি ও তার বেশি রান করে এক রেকর্ড কায়েম করে নিয়েছিল । বাংলার প্রথম ইনিংস ৭৩৩/৭ ডিক্লেয়ারের জবাবে ঝাড়খণ্ড তাদের প্রথম ইনিংস ২৯৮ রানে শেষ করে । ঝাড়খণ্ডের পক্ষে বিরাট সিং ২৩৯ বলে ১১৩ রানে অপরাজিত শতরান করে । যার ইনিংসে ১৫ টি চার ও তিনটি ছয় ছিল । ৪৩৫ রানের লিড নিয়ে বাংলা দ্বিতীয় ইনিংসে ৭৬/৩ করে নেয় । এখন পর্যন্ত বাংলা ৫৫১ রানে এগিয়ে থাকলো । এদিকে , সেমিফাইনালের কথা মাথায় রেখে মুম্বাইয়ের মতো বাংলা শিবিরও ব্যাটারদের আরও একবার ব্যাটিং প্রস্তুতি করার সিদ্ধান্ত নেয় । এখন দেখার বাংলা – ঝাড়খণ্ডের বিরুদ্ধে কত রানে ম্যাচ জিতে । অবশ্য বাংলা ঠিক কত রানের টার্গেট ঝাড়খণ্ডের সামনে ছুড়ে দেয় তাও দেখার । তবে বেঙ্গালুরুতে কিন্তু রঞ্জি ট্রফিতে প্রচুর রান আসছে যা নিয়ে চার জয়ী দলেই স্বস্তির হাওয়া ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

শুরু হলো পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…

21 hours ago

টিএমসি কাণ্ড, ঋণ নিয়েছিলেন অধ্যাপিকা!তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…

22 hours ago

নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…

23 hours ago

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

23 hours ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

23 hours ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

24 hours ago