Categories: খেলা

৯২ বছরের রেকর্ড ভেঙে সেমিফাইনালে মুম্বাই

এই খবর শেয়ার করুন (Share this news)

রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালের রেকর্ড রানের জয় পেলো মুম্বাই । ৪১ রানের রঞ্জি ট্রফি জয়ী মুম্বাই আজ ৭২১ রানের বড় ব্যবধানেই হারিয়ে দেয় উত্তরাখণ্ডকে । এত বড় ব্যবধানের জয় শুধু রঞ্জি ট্রফিতে নয় , এটা একটা বিশ্ব রেকর্ডও । আজ মুম্বাই উত্তরাখণ্ডকে ৭২১ রানে হারিয়ে রঞ্জির ১২৯ বছরেরও শেফিল্ড শীল্ডের ৯২ বছরের পুরানো রেকর্ডও ভেঙে দেয় । ৯২ বছর আগে শেফিল্ড শীল্ডে নিউসাউথ ওয়ালেস কুইন্সল্যাণ্ডের বিরুদ্ধে ৬৮৫ রানের জয় পেয়েছিল । যা এ যাবৎকাল বিশ্ব ক্রিকেটে এক অনন্য নজির বা রেকর্ডও ছিল । ৯২ বছর বাদে বেঙ্গালুরুর মাটিতে মুম্বাই – উত্তরাখণ্ডকে হারিয়ে পুরানো রেকর্ড ভেঙে নিজেদের নামে করে নিল মুম্বাই । গতকালই কৰ্ণাটককে পাঁচ উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠে গিয়েছিল উত্তরপ্রদেশ । আজ মুম্বাই ৭২১ রানে উত্তরাখণ্ডকে । মধ্যপ্রদেশ দশ উইকেটে পাঞ্জাবকে হারিয়ে সেমিফাইনালে উঠে যায় । এদিকে , মুম্বাই আজ ১৯৫৩-৫৪ সালে ওড়িশার বিরুদ্ধে বাংলার ৫৪০ রানের জয়ের ১২৯ বছরের রেকর্ডও ভেঙে দিয়েছে ।

বাকি থাকল এখন বাংলা ও ঝাড়খণ্ড ম্যাচটি । বাংলা অবশ্য চতুর্থদিনের খেলা শেষে ৫৫১ রানের লিড নেওয়ায় সেমিফাইনালের টিকিট বগলদাবা করে নিয়েছে । তার পর যেহেতু এখন ম্যাচের ফলাফল এখনও বের হয়নি । তবে আগামীকাল বাংলা ম্যাচ না জিতলেও তারাই সেমিতে যাচ্ছে । . এদিকে , সেমিফাইনালের লাইনআপও একপ্রকার চূড়ান্ত হয়ে গেছে । ১৪-১৮ জুন ফাইনালের টিকিট সংগ্রহে বাংলা লড়বে মধ্যপ্রদেশের বিরুদ্ধে , অন্যদিকে মুম্বাই লড়বে উত্তরপ্রদেশের বিরুদ্ধে । মুম্বাই- উত্তরাখণ্ড ম্যাচে মুম্বাই প্রথম ইনিংসে ৬৪৭/৮ ডিক্লেয়ার করলে এর জবাবে উত্তরাখণ্ডের প্রথম ইনিংস মাত্র ১১৪ রানেই খতম হয়ে যায় । ৫৩৩ রানের লিড নিয়ে বাংলা দ্বিতীয় ইনিংসে ২৬১/৩ রান তুলে ডিক্লেয়ার করে দেয় । ৭৯৫ রানের টার্গেটের সামনে খেলতে নেমে উত্তরাখণ্ড মারাত্মক ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় । ধবল কুলকার্নির ( ১১/৩ ) ও সামস মুলানির ( ১৫/৩ ) ও তনুস কয়টানের ( ১৩/৩ ) বিস্ফোরক বোলিংয়ের সামনে উত্তরাখণ্ডের দ্বিতীয় ইনিংস মাত্র ৬৯ রানেই লুটিয়ে যায় । ৭২১ রানে ম্যাচ জিতে ৯২ বছরের রেকর্ড ভেঙে সেমিফাইনালে উঠে যায় মুম্বাই । এদিকে , পাঞ্জাবের বিরুদ্ধে মধ্যপ্রদেশ দশ উইকেটের সহজ জয় তুলে ।

ম্যাচে পাঞ্জাবের প্রথম ইনিংসের ২১৯ -এর জবাবে মধ্যপ্রদেশ ৩৯৭ রানে তাদের প্রথম ইনিংস শেষ করে । ১৭৮ রানের ঘাটতি নিয়ে ফের ব্যাট করতে নেমে পাঞ্জাব তাদের দ্বিতীয় ইনিংস ২০৩ রানে শেষ করে । ২৬ রান করলে ম্যাচে জয় আসবে । মধ্যপ্রদেশ কোনও উইকেট না হারিয়েই ম্যাচ জিতে নেয় । এদিকে , রঞ্জির কো . ফাইনালের তিন ম্যাচের ফয়সালা একদিন আগেই শেষ হলেও বাংলা – ঝাড়খণ্ড ম্যাচটি কিন্তু পঞ্চম তথা শেষদিনে গড়াল । যদিও এই ম্যাচের টিকিট বাংলার পকেটেই । প্রথম ইনিংসে বাংলা ৭৩৩/৭ ডিক্লেয়ার করে । যে ইনিংসে ৯ জন ব্যাটারই হাফসেঞ্চুরি ও তার বেশি রান করে এক রেকর্ড কায়েম করে নিয়েছিল । বাংলার প্রথম ইনিংস ৭৩৩/৭ ডিক্লেয়ারের জবাবে ঝাড়খণ্ড তাদের প্রথম ইনিংস ২৯৮ রানে শেষ করে । ঝাড়খণ্ডের পক্ষে বিরাট সিং ২৩৯ বলে ১১৩ রানে অপরাজিত শতরান করে । যার ইনিংসে ১৫ টি চার ও তিনটি ছয় ছিল । ৪৩৫ রানের লিড নিয়ে বাংলা দ্বিতীয় ইনিংসে ৭৬/৩ করে নেয় । এখন পর্যন্ত বাংলা ৫৫১ রানে এগিয়ে থাকলো । এদিকে , সেমিফাইনালের কথা মাথায় রেখে মুম্বাইয়ের মতো বাংলা শিবিরও ব্যাটারদের আরও একবার ব্যাটিং প্রস্তুতি করার সিদ্ধান্ত নেয় । এখন দেখার বাংলা – ঝাড়খণ্ডের বিরুদ্ধে কত রানে ম্যাচ জিতে । অবশ্য বাংলা ঠিক কত রানের টার্গেট ঝাড়খণ্ডের সামনে ছুড়ে দেয় তাও দেখার । তবে বেঙ্গালুরুতে কিন্তু রঞ্জি ট্রফিতে প্রচুর রান আসছে যা নিয়ে চার জয়ী দলেই স্বস্তির হাওয়া ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন!!

অনলাইন প্রতিনিধি :-আচমকাই আগুন লাগে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । সোমবার সন্ধ্যায় আগুন…

4 hours ago

সিন্ধু তীরের জলযুদ্ধ!!

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হানার একদিন পরে বৃহস্পতিবার ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি পাকিস্তানের জলসম্পদ মন্ত্রণালয়ের…

23 hours ago

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপরাধে নিষিদ্ধ করা হল ১৬ টি ইউটিউব চ্যানেল!!

অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁও হামলার পর থেকে কেন্দ্রীয় সরকার অ্যাকশন মোড অন করেছে । সোমবার কেন্দ্রীয়…

24 hours ago

পুনরুজ্জীবনের স্বপ্ন অপূর্ণই জুটমিল এখন ভূতুড়ে বাড়ি!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যবাসীর যে স্বপ্ন নিয়ে আশির দশকে গড়ে উঠেছিল রাজ্যের বৃহৎ -মাঝারি শিল্প প্রতিষ্ঠান…

24 hours ago

কাঞ্চনপুরে ভুট্টার রেকর্ড উৎপাদন, বাজারে বিক্রি নেই হতাশায় কৃষক!!

অনলাইন প্রতিনিধি :-খরিফ মৌসুমে কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন কৃষি অঞ্চল জুড়ে ভুট্টা উৎপাদন অতীতের সব রেকর্ড…

24 hours ago

দিনভর দুর্ভোগ,আজও বন্ধ থাকবে উড়াল সেতু!!

অনলাইন প্রতিনিধি :-স্মার্ট সিটি আগরতলায় আনস্মার্ট কাজকর্ম বহাল। আগরতলা শহর তথা রাজ্যের একমাত্র উড়াল সেতু…

1 day ago