অনলাইন প্রতিনিধি :-নয় উইকেটের পরাজয় দিয়েই জাতীয় অনূর্ধ্ব উনিশ মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু করলো রাজ্যদল।আজ রাঁচির আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজ্য মহিলা দল হায়দ্রাবাদের কাছে অসহায় আত্মসমর্পণ করে। ইন্দোরে একদিনের টুর্নামেন্ট যে জায়গায় শেষ করেছিল আজ টি- টোয়েন্টি ফরম্যাটের টুর্নামেন্ট যেন সেখান থেকেই শুরু করলো রূপালী দাসরা। টি-টোয়েন্টি ক্রিকেটের ফরম্যাটে অনভ্যস্ত জুনিয়র মহিলা ক্রিকেটাররা প্রস্তুতির জন্য কম সময়ই পেয়েছিল এমন অজুহাত যদি টিম ম্যানেজমেন্টের তরফে এসেছে।তারপরও পরাজয় তো পরাজয়ই।কুড়ি ওভারের ম্যাচে ১৯.১ ওভার খেলে স্কোরবোর্ডে মাত্র ৫৬ রানই তুলতে পারে ত্রিপুরা।এর জবাবে হায়দ্রাবাদ ১২০ বলের ম্যাচে ৬২ বল হাতে রেখে মাত্র এক উইকেট খরচ করেই ম্যাচ জিতে নেয়।ত্রিপুরার ইনিংসে একজনও দুই অঙ্কের রান করতে পারেনি।ব্যতিক্রম অবশ্য অতিরিক্ত রান (১৪)। ব্যাটে সর্বাধিক নয় রান আসে প্রিয়া সরকারের ব্যাট থেকে
এর আগে টস জিতে ত্রিপুরা প্রথম ব্যাট নেয়।রেশমী
নোয়াতিয়া ও গিয়া মণ্ডল ইনিংস শুরু করে। দশ বল খেলেই এই জুটি মাত্র আট রানে ভেঙে যায়। রেশমী (৬) আউট হলে নয় রানের মাথায় গিয়া মণ্ডল (১) মাঠ ছাড়ে। অধিনায়িকা রূপালী দাস (৪), অস্মিতা দাস (০), তার পেছনে অস্মিতা দেবনাথ (০) একে একে সাজঘরে ফেরত আসে। প্রিয়া সরকার ও রিফু দেববর্মারা ব্যাটিং প্রতিরোধ গড়বে এমন প্রত্যাশা থাকলেও এই জুটিও ব্যর্থ হয়। বিজয়া ঘোষ (৫) যখন মাঠ ছাড়ে দলের স্কোর তখন ৫৬/৯। এর আগে অবশ্য অন্তরাণী নোয়াতিয়া দলীয় ৩৫/৭ মাঠ ছাড়ে।বিজয়া ঘোষ (৫), পায়েল নম: (৭) দলীয় ৫৬ রানের মধ্যে পরপর আউট হতেই ত্রিপুরার লড়াই মাত্র ৫৬ রানেই লুটিয়ে পড়ে। হায়দ্রাবাদের পক্ষে দীক্ষিতা (৪-০-১১-৩), কেশরি ধূথি (৪-০-১৫-২), এন ববিতা (৩.১-০-১৪-২) ভালো বোলিং করে।ম্যাচ জেতার জন্য দরকার ১২০ বলে মাত্র ৫৭ রানই। সহজ এই টার্গেটের সামনে খেলতে নেমে হায়দ্রাবাদ হান্সিকা ও কাব্যা জুটি ছয় ওভারে ত্রিশ রান তুলে নেয়। কাব্যা ১৮ (১৫) পারমিতা চক্রবর্তীর বলে আউট হলে হন্সিকা ২২ (৩০), কে নিধিকে ১১ (১৪) নিয়ে ৯.৪ ওভারেই দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়।নয় উইকেটের সহজ জয় পায় হায়দ্রাবাদ।আগামীকাল ত্রিপুরার প্রতিপক্ষ আরেক শক্তিশালী দল তামিলনাড়ু।
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…