আমবাসাকে হারিয়ে সেমিফাইনালে কৈলাসহর

 আমবাসাকে হারিয়ে সেমিফাইনালে কৈলাসহর
এই খবর শেয়ার করুন (Share this news)

দেবপ্রসাদ সিন্হার দুর্দান্ত অলরাউণ্ডার পারফরম্যান্স সৌজন্যে রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করে নেয় কৈলাসহর । নরসিংগড়ের পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে আজ টুর্নামেন্টের চতুর্থ কোয়ার্টার ফাইনালে কৈলাসহর ও আমবাসা মুখোমুখি হয় । কিন্তু কৈলাসহরের বিশাল স্কোরের সামনে আমবাসা সহজ আত্মসমর্পণ করে বসে । ম্যাচে কৈলাসহর প্রথম ব্যাটিং করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৯৩ রানের বড় স্কোর গড়ে । এর জবাবে আমবাসা ৩২.২ ওভার খেলে মারাত্মক ব্যাটিং ব্যর্থতায় ১২১ রানই তুলতে পারে । ১৭২ রানের জয় তুলে টুর্নামেন্টের চতুর্থ দল হিসাবে সেমিফাইনালে পৌঁছে যায় । আগামীকাল এমবিবি স্টেডিয়ামে ফাইনাল খেলার ছাড়পত্র অর্জনের জন্য কৈলাসহর মোহনপুরের মুখোমুখি হয় ।

অন্যদিকে পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে মুখোমুখি হবে সদর ও উদয়পুর । আজকের ম্যাচের ম্যাচের উল্লেখযোগ্য ঘটনা ছিল দেবপ্রসাদ সিন্হার ব্যাটে ৫৯ বলে ৭১ রান ও বল হাতে ৩৪ রানে চার উইকেট দখল । পাশাপাশি দলের বড় স্কোরের পেছনে মহম্মদ ইস্তেহারের ৬০ রানও উল্লেখ্য । তার আগে এ দিন কৈলাসহর প্রথম ব্যাটিং করার সুযোগ পায় । সেন্টু সরকার ১২ অর্কপ্রভ সিন্‌হা ৩৩ ( ৩ × ৪ , ১ × ৬ ) আউট হলে দলের হাল ধরে নেয় ইস্তেহার ও দেবপ্রসাদ । ইস্তেহার ১০১ বলে ৬০ ( ৮ × ৪ ) করে । দেবপ্রসাদ ৫৯ বলে ৭১ রান করে । যার মধ্যে তিনটি চার ও পাঁচটি ছয় ছিল । দলীয় ২৪৬/৮ দেবপ্রসাদ আউট হয় । মহম্মদ আলবাহার ১৫ বলে ঝড়ো ৪৩ ( ৩ × ৪ , ৪ × ৬ ) রান করলে দলীয় স্কোর ২৯৩/৯ ( ৫০ ওভার ) পৌঁছে । আমবাসার পক্ষে উত্তম কলই ( ১০-০ ৪২-৩ ) ও মণীশ রুদ্রপাল ( ৮-১-৫১ ২ ) ভালো বোলিংয়ে সাফল্য পায় । ম্যাচ জয় সে সাথে সেমিফাইনালের টিকিট সংগ্রহের জন্য দরকার ৫০ ওভারে ২৯৪ রান । কিন্তু বড় টার্গেটের সামনে খেলতে গেলে ইনিংসের শুরুটা যেমন হওয়ার কথা ছিল তা করতে পারেনি আমবাসা । দলীয় ২২ রানের মধ্যে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আমবাসা । সাগর দেব ৩৩ ( ৫২ ) ( ৪ × ৪ , ১ × ৬ ) ও বিশ্বজিৎ চক্রবর্তী ৩৬ ( ৪৬ ) ( ৪ × ৪ , ১ × ৬ ) । জুটিতে স্কোর ৭৬/৫ পৌঁছে । কিন্তু সাগর আউট হতেই ধস শুরু হয়ে যায় । দলীয় ১০২ রানের মাথায় বিশ্বজিৎ আউট হতেই কৈলাসহরের সেমিফাইনালে যাবার পথ মসৃণ হয়ে যায় । মণীশ রুদ্রপাল ১৪ রান করলে স্কোর ১২১ – এ থেমে যায় । ৩২.২ ওভারই খেলে আমবাসা । ১৭৬ রানে জয় পায় কৈলাসহর । বোলিংয়ে দেবপ্রসাদ সিন্হা ( ১০-০ ৩৪-৪ ) , সৈকত ( ৭-০-২৪-২ ) ও বিপ্রজিৎ দেব কাননাগা ( ৪-১-১২-২ ) ।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.