দেবপ্রসাদ সিন্হার দুর্দান্ত অলরাউণ্ডার পারফরম্যান্স সৌজন্যে রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করে নেয় কৈলাসহর । নরসিংগড়ের পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে আজ টুর্নামেন্টের চতুর্থ কোয়ার্টার ফাইনালে কৈলাসহর ও আমবাসা মুখোমুখি হয় । কিন্তু কৈলাসহরের বিশাল স্কোরের সামনে আমবাসা সহজ আত্মসমর্পণ করে বসে । ম্যাচে কৈলাসহর প্রথম ব্যাটিং করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৯৩ রানের বড় স্কোর গড়ে । এর জবাবে আমবাসা ৩২.২ ওভার খেলে মারাত্মক ব্যাটিং ব্যর্থতায় ১২১ রানই তুলতে পারে । ১৭২ রানের জয় তুলে টুর্নামেন্টের চতুর্থ দল হিসাবে সেমিফাইনালে পৌঁছে যায় । আগামীকাল এমবিবি স্টেডিয়ামে ফাইনাল খেলার ছাড়পত্র অর্জনের জন্য কৈলাসহর মোহনপুরের মুখোমুখি হয় ।
অন্যদিকে পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে মুখোমুখি হবে সদর ও উদয়পুর । আজকের ম্যাচের ম্যাচের উল্লেখযোগ্য ঘটনা ছিল দেবপ্রসাদ সিন্হার ব্যাটে ৫৯ বলে ৭১ রান ও বল হাতে ৩৪ রানে চার উইকেট দখল । পাশাপাশি দলের বড় স্কোরের পেছনে মহম্মদ ইস্তেহারের ৬০ রানও উল্লেখ্য । তার আগে এ দিন কৈলাসহর প্রথম ব্যাটিং করার সুযোগ পায় । সেন্টু সরকার ১২ অর্কপ্রভ সিন্হা ৩৩ ( ৩ × ৪ , ১ × ৬ ) আউট হলে দলের হাল ধরে নেয় ইস্তেহার ও দেবপ্রসাদ । ইস্তেহার ১০১ বলে ৬০ ( ৮ × ৪ ) করে । দেবপ্রসাদ ৫৯ বলে ৭১ রান করে । যার মধ্যে তিনটি চার ও পাঁচটি ছয় ছিল । দলীয় ২৪৬/৮ দেবপ্রসাদ আউট হয় । মহম্মদ আলবাহার ১৫ বলে ঝড়ো ৪৩ ( ৩ × ৪ , ৪ × ৬ ) রান করলে দলীয় স্কোর ২৯৩/৯ ( ৫০ ওভার ) পৌঁছে । আমবাসার পক্ষে উত্তম কলই ( ১০-০ ৪২-৩ ) ও মণীশ রুদ্রপাল ( ৮-১-৫১ ২ ) ভালো বোলিংয়ে সাফল্য পায় । ম্যাচ জয় সে সাথে সেমিফাইনালের টিকিট সংগ্রহের জন্য দরকার ৫০ ওভারে ২৯৪ রান । কিন্তু বড় টার্গেটের সামনে খেলতে গেলে ইনিংসের শুরুটা যেমন হওয়ার কথা ছিল তা করতে পারেনি আমবাসা । দলীয় ২২ রানের মধ্যে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আমবাসা । সাগর দেব ৩৩ ( ৫২ ) ( ৪ × ৪ , ১ × ৬ ) ও বিশ্বজিৎ চক্রবর্তী ৩৬ ( ৪৬ ) ( ৪ × ৪ , ১ × ৬ ) । জুটিতে স্কোর ৭৬/৫ পৌঁছে । কিন্তু সাগর আউট হতেই ধস শুরু হয়ে যায় । দলীয় ১০২ রানের মাথায় বিশ্বজিৎ আউট হতেই কৈলাসহরের সেমিফাইনালে যাবার পথ মসৃণ হয়ে যায় । মণীশ রুদ্রপাল ১৪ রান করলে স্কোর ১২১ – এ থেমে যায় । ৩২.২ ওভারই খেলে আমবাসা । ১৭৬ রানে জয় পায় কৈলাসহর । বোলিংয়ে দেবপ্রসাদ সিন্হা ( ১০-০ ৩৪-৪ ) , সৈকত ( ৭-০-২৪-২ ) ও বিপ্রজিৎ দেব কাননাগা ( ৪-১-১২-২ ) ।
অনলাইন প্রতিনিধি :-জয়পুর থেকে চেন্নাই এর পথে যাচ্ছিল স্পাইসজেটের একটি বিমান। বিমানটি যখন মাঝআকাশে তখনই…
অনলাইন প্রতিনিধি :-ভূমিকম্পের ভয়াবহ ক্ষত এখনও চাপা পড়েনি। তারই মধ্যে দেশের যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে বিমান…
রাজনীতিকদের লইয়া, সাংবিধানিক পদাধিকারীদের লইয়া সংবাদ মাধ্যমে কৌতুক, কার্টুন,সমালোচনা কোনও নতুন বিষয় নহে।মহাত্মা গান্ধী কোনদিনই…
অনলাইন প্রতিনিধি :-লাইনচ্যুত হয়ে গেল কামাক্ষ্যা এক্সপ্রেস। উল্টে গিয়েছে একাধিক এসি কামরা। জানা গিয়েছে, বেঙ্গালুরু…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যজুড়ে প্রচন্ডগরমের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।শনিবার থেকে আগামী তিনদিনের জন্য রাজ্যজুড়ে প্রচণ্ড…
অনলাইন প্রতিনিধি :-আগরতলা পুর নিগমের বর্ধিত এলাকা বিশেষ করে ৪৮, ৪৯, ৫০ এবং ৫১ নম্বর…