দেবপ্রসাদ সিন্হার দুর্দান্ত অলরাউণ্ডার পারফরম্যান্স সৌজন্যে রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করে নেয় কৈলাসহর । নরসিংগড়ের পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে আজ টুর্নামেন্টের চতুর্থ কোয়ার্টার ফাইনালে কৈলাসহর ও আমবাসা মুখোমুখি হয় । কিন্তু কৈলাসহরের বিশাল স্কোরের সামনে আমবাসা সহজ আত্মসমর্পণ করে বসে । ম্যাচে কৈলাসহর প্রথম ব্যাটিং করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৯৩ রানের বড় স্কোর গড়ে । এর জবাবে আমবাসা ৩২.২ ওভার খেলে মারাত্মক ব্যাটিং ব্যর্থতায় ১২১ রানই তুলতে পারে । ১৭২ রানের জয় তুলে টুর্নামেন্টের চতুর্থ দল হিসাবে সেমিফাইনালে পৌঁছে যায় । আগামীকাল এমবিবি স্টেডিয়ামে ফাইনাল খেলার ছাড়পত্র অর্জনের জন্য কৈলাসহর মোহনপুরের মুখোমুখি হয় ।
অন্যদিকে পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে মুখোমুখি হবে সদর ও উদয়পুর । আজকের ম্যাচের ম্যাচের উল্লেখযোগ্য ঘটনা ছিল দেবপ্রসাদ সিন্হার ব্যাটে ৫৯ বলে ৭১ রান ও বল হাতে ৩৪ রানে চার উইকেট দখল । পাশাপাশি দলের বড় স্কোরের পেছনে মহম্মদ ইস্তেহারের ৬০ রানও উল্লেখ্য । তার আগে এ দিন কৈলাসহর প্রথম ব্যাটিং করার সুযোগ পায় । সেন্টু সরকার ১২ অর্কপ্রভ সিন্হা ৩৩ ( ৩ × ৪ , ১ × ৬ ) আউট হলে দলের হাল ধরে নেয় ইস্তেহার ও দেবপ্রসাদ । ইস্তেহার ১০১ বলে ৬০ ( ৮ × ৪ ) করে । দেবপ্রসাদ ৫৯ বলে ৭১ রান করে । যার মধ্যে তিনটি চার ও পাঁচটি ছয় ছিল । দলীয় ২৪৬/৮ দেবপ্রসাদ আউট হয় । মহম্মদ আলবাহার ১৫ বলে ঝড়ো ৪৩ ( ৩ × ৪ , ৪ × ৬ ) রান করলে দলীয় স্কোর ২৯৩/৯ ( ৫০ ওভার ) পৌঁছে । আমবাসার পক্ষে উত্তম কলই ( ১০-০ ৪২-৩ ) ও মণীশ রুদ্রপাল ( ৮-১-৫১ ২ ) ভালো বোলিংয়ে সাফল্য পায় । ম্যাচ জয় সে সাথে সেমিফাইনালের টিকিট সংগ্রহের জন্য দরকার ৫০ ওভারে ২৯৪ রান । কিন্তু বড় টার্গেটের সামনে খেলতে গেলে ইনিংসের শুরুটা যেমন হওয়ার কথা ছিল তা করতে পারেনি আমবাসা । দলীয় ২২ রানের মধ্যে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আমবাসা । সাগর দেব ৩৩ ( ৫২ ) ( ৪ × ৪ , ১ × ৬ ) ও বিশ্বজিৎ চক্রবর্তী ৩৬ ( ৪৬ ) ( ৪ × ৪ , ১ × ৬ ) । জুটিতে স্কোর ৭৬/৫ পৌঁছে । কিন্তু সাগর আউট হতেই ধস শুরু হয়ে যায় । দলীয় ১০২ রানের মাথায় বিশ্বজিৎ আউট হতেই কৈলাসহরের সেমিফাইনালে যাবার পথ মসৃণ হয়ে যায় । মণীশ রুদ্রপাল ১৪ রান করলে স্কোর ১২১ – এ থেমে যায় । ৩২.২ ওভারই খেলে আমবাসা । ১৭৬ রানে জয় পায় কৈলাসহর । বোলিংয়ে দেবপ্রসাদ সিন্হা ( ১০-০ ৩৪-৪ ) , সৈকত ( ৭-০-২৪-২ ) ও বিপ্রজিৎ দেব কাননাগা ( ৪-১-১২-২ ) ।
অনলাইন প্রতিনিধি :-প্রচন্ড বৃষ্টি ও ভূমিধসের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন জম্মু ও কাশ্মীরের রামবান জেলা…
অনলাইন প্রতিনিধি :-ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সোমবার মৃত্য হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর।দক্ষিণ…
ওয়াকফ সংশোধনী আইন নিয়ে গোটা দেশ এখন তোলপাড় হচ্ছে।আইনের পক্ষ-বিপক্ষ নিয়ে জাতীয় রাজনীতির পারদ এখন…
অনলাইন প্রতিনিধি :-কৈলাসহর ভগবাননগরে অবস্থিত জেলা হাসপাতালের সিটি স্ক্যান পরিষেবা আজও বন্ধ।পক্ষকালের অধিক সময় ধরে…
অনলাইন প্রতিনিধি :-ওপেনার শ্রেষ্ঠাংশু দেবের অপরাজিত শতরান (১৩৭) সৌজন্যে প্রথমবারের মতো গুয়াহাটিতে আয়োজিত বিসিসিআই-র অনূর্ধ্ব…
অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা সারা দেশেই ব্যাপক সাড়া ফেলেছে।বর্তমানে পরিস্থিতি এমন জায়গায়…