আগরতলা এমবিবি বিমানবন্দরের অত্যাধুনিক টার্মিনাল ভবন উদ্বোধন হয়েছে এখনও পাঁচ মাসও হয়নি । কিন্তু এখনই টার্মিনাল ভবনের ভেতর উপর থেকে বৃষ্টির জল পড়ছে । যা বিমানযাত্রী ও বিমানবন্দরে কর্মরত সকলের কাছেই অবাক লাগছে । রবিবার দুপুরেও ২৫-২৮ মিনিটের যে ভারী বর্ষণ হয়েছে টার্মিনাল ভবনের ভেতর অনেক জায়গায় উপর থেকে বৃষ্টির জল চুইয়ে চুইয়ে টপ টপ করে পড়ছে । একটু ভারী বৃষ্টিপাত হলেই টার্মিনাল ভবন জুড়ে নানা জায়গায় উপর থেকে টপ টপ করে ফোঁটা ফোঁটা জল পড়ছে । প্রসঙ্গত গত ৫ জানুয়ারী নতুন নির্মিত এই আন্তর্জাতিক টার্মিনাল ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বিমানবন্দরের নতুন অত্যাধুনিক টার্মিনাল ভবনটি ৪৮০ কোটি টাকা খরচ করে নির্মাণ করা হয় । বিমানবন্দরের ৩০ হাজার বর্গকিলোমিটার এলাকা জুড়ে টার্মিনাল ভবনটি নির্মাণ করা হয় । হায়দ্রাবাদের একটি নির্মাণ সংস্থা ভবন নির্মাণ করে । অভিযোগ উঠেছে হায়দ্রাবাদের এই নির্মাণ সংস্থাটি নিম্নমানের কাজ করায় এখন ভবনের ভেতর ও লাউঞ্জে বৃষ্টির জল পড়ছে । টার্মিনাল ভবন চালু হওয়ার পর কিছুদিন না যেতেই নানা বিপত্তি দেখা দিতে শুরু করে । লিফট অচল , বৈদ্যুতিক সিঁড়ি অচল সহ বিমান যাত্রীর পরিষেবায় নানা যন্ত্রাংশ একের পর এক অচল হতে থাকে । তাতে টার্মিনালে অত্যাধুনিক পরিষেবার কাজ প্রচণ্ডভাবে ব্যাহত হচ্ছে । নতুন বসানো এইসব যন্ত্রাংশ ক’দিন পর পরই অচল হয়ে পড়ার পর সাময়িক পরিষেবা বন্ধ থাকার পর মেকানিক্সরা আবার সারাই করেও দিচ্ছেন । টার্মিনাল ভবন উদ্বোধনের পর গত প্রায় পাঁচ মাসে বহুবার লিফট , বৈদ্যুতিক সিঁড়ি সহ অন্যান্য বিভিন্ন ধরনের যন্ত্রাংশ অচল হয়ে পড়ছে ।
এই ক্ষেত্রেও অভিযোগ উঠেছে অতি নিম্নমানের যন্ত্রাংশ ক্রয় করে বসানোর জন্য বার বার সেগুলি অচল হয়ে পড়ছে । অথচ এয়ারপোর্ট অথরিটি অব ইণ্ডিয়ার দিল্লীস্থিত প্রধান কার্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে নির্বিকার বলেও অভিযোগ । কেন নতুন ক্রয় করা বহু মূল্যের লিফট , বৈদ্যুতিক সিঁড়ি সহ আরও যন্ত্রাংশ অতি অল্প দিনের মধ্যেই বারবার অচল হয়ে পড়ছে , তা এয়ারপোর্ট অথরিটি অব ইণ্ডিয়ার তরফে কোনও তদন্তও করা হচ্ছে না । কেন তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে না তা নিয়ে বিমানযাত্রী ও বিমানবন্দরের সংশ্লিষ্ট মহলে প্রশ্ন দেখা দিয়েছে । সরকারের কোটি কোটি টাকায় ক্রয় করা এই লিফট বৈদ্যুতিক সিঁড়ি ও যন্ত্রাংশ নিয়ে সুষ্ঠু তদন্ত করলে কেঁচো খুড়তে গর্ত থেকে সাপ বেরিয়ে আসার মতো ঘটনা হতে পারে বলে বিমানবন্দরের সংশ্লিষ্টরা আশা করছেন । তারপর এখন গোদের উপর বিষফোড়ার মতো ঠেকেছে বর্ষা শুরু হতেই টার্মিনাল ভবনের ভেতর উপর থেকে বৃষ্টির জল। টার্মিনাল ভবনের উপর বিশেষ ধরনের উন্নতমানের টিনের ছাউনি রয়েছে । প্রফাইল এমএস সিট দিয়ে টার্মিনাল ভবনের উপর ছাউনি দেওয়া হয়েছে । কিন্তু বিস্ময়ের ব্যাপার হলো নতুন নির্মিত টার্মিনাল ভবনে বিমান যাত্রী পরিষেবা চালুর পর প্রথম বর্ষাতেই ভেতরে জল পড়ছে । ডিপার্চার লাউঞ্জে প্রবেশের গেটে যেখানে সিআইএসএফ জওয়ানরা দাঁড়িয়ে যাত্রীর টিকিট ও নাম চেক করে সেই জায়গায়ও উপর থেকে টপটপ করে বৃষ্টির জল পড়ে । শুধু এখানেই নয় , ডিপার্চার লাউঞ্জ থেকে এরাইভেল লাউঞ্জে যাওয়ার পথে করিডরেও জল পড়ছে । তাছাড়াও আরও কয়েকটি জায়গায় বৃষ্টি হলেই জল পড়ছে । তাতে যাত্রীদেরও সমস্যায় পড়তে হচ্ছে । সোমবার বিমানবন্দরের টার্মিনাল ভবনের ম্যানেজার জানান , জল যাতে না পড়ে উপরে প্রফাইল এমএস সিটের ছাউনিতে মেরামতের কাজ চলছে । এয়ারপোর্ট অথরিটির আগরতলা বিমানবন্দরের ইঞ্জিনীয়ারিং বিভাগের এক আধিকারিক জানান , টার্মিনাল ভবন নির্মাণের পরও যাত্রী পরিষেবা চালুর পর এই প্রথম বর্ষা পাওয়া গেছে । তাই এখন বর্ষায় উপরের ছাউনিতে কোথায় কোথায় ত্রুটিবিচ্যুতি রয়েছে তা ধরা পড়ছে । সম্পূর্ণভাবে মেরামত করা হচ্ছে বলে বিমানবন্দর ইঞ্জিনীয়ারিং বিভাগের এই আধিকারিক জানান ।
অনলাইন প্রতিনিধি :-ফের লাইনচ্যুত ট্রেন। ছিটকে গেছে তিনটি কামড়া। ঘটনাটি ঘটেছে ওড়িশার তিতলাগড় স্টেশনের কাছে।…
অনলাইন প্রতিনিধি :-প্রথম সংক্রমণের ৫ বছরের রেষ কাটতে না কাটতেই নতুন করে চিনে খোঁজ মিলেছে…
অনলাইন প্রতিনিধি :-গত ৫ আগস্ট হাসিনা জামানার পতনের পর বাংলাদেশ-ভারতের সম্পর্কে ফাটল দেখা দেয়। তবে…
শুক্রবার মরিশাসের সংসদে প্রধানমন্ত্রী ঘোষণা করেন আসন্ন ন্যাশনাল ডে বা জাতীয় দিবসের উদযাপনে প্রধান অতিথি…
কোনও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক তৈরি করে, তাকে পরিত্যাগ করাই বিধেয়। কারণ…
অনলাইন প্রতিনিধি:- নারী নির্যাতন কিংবা মহিলা সংক্রান্ত অপরাধের সংখ্যা রাজ্যে উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। পাশাপাশি…