এই খবর শেয়ার করুন (Share this news)

শেষ পর্যন্ত বাংলা ছাড়লেন ঋদ্ধিমান সাহা । সিএবি থেকে নো অবজেকশন সার্টিফিকেট পেয়ে গেলেন শনিবার । এই মরশুমে বাংলার হয়ে খেলেননি ঋদ্ধিমান । এ নিয়ে অনেক বিতর্ক হয়েছে বাংলার ক্রিকেট মহলে । বিতর্কের মাঝে বাংলা ছাড়ার সিদ্ধান্ত নেন ঋদ্ধি । অভিষেক ডালমিয়ার কাছে এনওসি চান উইকেটকিপার ব্যাটার । সেই মতো শনিবার ইডেনে গিয়ে ছাড়পত্র নিয়ে আসেন ঋদ্ধিমান । সিএবি থেকে বেরিয়ে ঋদ্ধিমান বলেন , আপাতত অন্য রাজ্যের হয়ে খেলবো

পরে যদি সিএবি ডাকে তাবে ফিরতে পারি । সিএবির তরফ থেকে ঋদ্ধিমানের কাছে বারবার অনুরোধ করা হয়েছিল বাংলা না ছাড়ার জন্য । এমনটা নিজেই জানালেন ঋদ্ধি । তিনি বলেন , সিএবির তরফে থেকে আমাকে বলা হয়েছে । বারবার অনুরোধ করা হয়েছে যাতে আমি ফের বাংলার হয়ে খেলি । তবে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি । আর পিছিয়ে আসার উপায় নেই । বাংলা দলকে শুভেচ্ছা জানিয়েছেন ঋদ্ধি । তিনি না খেললেও বাংলার ক্রিকেট সঠিক পথেই রয়েছে । এমনটা মনে করেন ঋদ্ধিমান ।

রেলের চাকরি ছেড়ে বাংলার হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন একসময় ঋদ্ধিমান । সেই বাংলা ছাড়ার আগে ঋদ্ধি বলেন , অনেকের বারন সত্ত্বেও একটা সময় রেলের চাকরি ছেড়েছিলাম । অনেকেই বলেছিলেন , ভুল সিদ্ধান্ত নিচ্ছি আমি । আমি শুনিনি । এখনকার এই সিদ্ধান্ত ঠিক না বেঠিক তা ভবিষ্যৎ বলবে । এনওসি হাতে পেয়েও কোন্ রাজ্যের হয়ে আগামীদিন খেলবে তা নিয়ে ঋদ্ধি এ দিনও মুখ খুললেন না । জানালেন , বেশ কয়েকটা রাজ্যের প্রস্তাব আছে , দেখা যাক কী হয় ?

তবে এক বিশেষ সূত্র থেকে জানা গেছে , ঋদ্ধিকে পাওয়ার ব্যাপারে ত্রিপুরা কিছুটা এগিয়ে থাকলেও টিসিএকে মানতে হবে ঋদ্ধির আর্থিক দাবি । শোনা যাচ্ছে , টিসিএ এই ব্যাপারে কিছুটা সময় চেয়েছে পাপলির কাছে । এরপরও বলা যাবে না ঋদ্ধি ত্রিপুরার হয়ে খেলবেন কারণ একটা আছে যা ভীষণ গোপনীয় ।

আগরতলার খবর : আগামী সাত জুলাই একদিনের জন্য আগরতলা আসতে পারেন ঋদ্ধিমান সাহা । জানা গেছে , টিসিএর কর্তাদের সাথে টেবিলে বসে আলোচনা করতেই ঋদ্ধিমান এখানে আসতে পারে । মূলত ঋদ্ধিমানের টাকার অফার এবং ত্রিপুরা টিমে তার ভূমিকা ঠিক কী হবে তা নিয়েই হবে আলোচনা । শোনা যাচ্ছে , বোর্ডের ম্যাচমানির বাইরে প্রায় চল্লিশ – পঞ্চাশ লক্ষ টাকার মতো দাবি রয়েছে ঋদ্ধিমানের ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

নেপালে পর পর দুটি ভূমিকম্প!!

অনলাইন প্রতিনিধি :-শুক্রবার সন্ধ্যায় পর পর দুটি ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা…

3 hours ago

১৮.৫ ইঞ্চির লেজবিশিষ্ট মার্জারের বিশ্ব রেকর্ড!!

অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে…

12 hours ago

কাগজের কাপেও শরীরে যাচ্ছে প্লাস্টিক কণা, ভারসাম্য হারাচ্ছে হরমোন!!

অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…

13 hours ago

লন্ডন-মুম্বই উড়ানে আটকে ২০০ ভারতীয়!!

লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…

13 hours ago

মহাকরণ থেকে পঞ্চায়েত পর্যন্ত,কর্মী সংকটে সর্বত্র অচলাবস্থা প্রশ্নের মুখে ডবল ইঞ্জিনের গতি!!

অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…

13 hours ago

২০০ শয্যার যুব আবাস হচ্ছে বাধারঘাট স্পোর্টস কমপ্লেক্সে!!

অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…

13 hours ago