সভাপতি সৌরভ গাঙ্গুলি এবং সচিব জয় শাহর কুলিং অফ ইস্যুতে যতক্ষণ না পর্যন্ত দেশের শীর্ষ আদালত কোনও রায় ঘোষণা করছে ততক্ষণ পর্যন্ত টিসিএ সহ বোর্ডের অনুমোদিত সবক’টি রাজ্য ক্রিকেট সংস্থার নির্বাচন স্থগিত রাখার পরামর্শ দিলো বিসিসিআই । আপাতত আগামী নভেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করার জন্য রাজ্যগুলিকে বলেছে বিসিসিআই । জানা গেছে , টিসিএ সহ বোর্ডের অনুমোদিত পঁচিশটি রাজ্য ক্রিকেট সংস্থার নির্বাচন আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে করার কথা । অক্টোবর মাসে হওয়ার কথা ছিল বিসিসিআইর নির্বাচন । কিন্তু বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি এবং সচিব জয় শাহর কুলিং অফ যদি বজায় থাকে তাহলে তারা কেউ ক্ষমতায় ফিরতে পারবেন না । মূলত বোর্ড সভাপতি ও সচিবের গদি টিকিয়ে রাখতে বোর্ডের সংবিধান সংশোধন এবং কুলিং অফের নিয়ম বদলের আর্জি জানিয়ে ২০২০ সালের বোর্ডের কোষাধ্যক্ষ তথা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর ভাই অরুণ ধূমল শীর্ষ আদালতে মামলা করেন । কিন্তু দুই বছর ধরে শীর্ষ আদালতে মামলা চললেও এখনও বোর্ড সভাপতি ও সচিবের কুলিং অফ ইস্যুতে বোর্ডের সংবিধান বদলের কোনও নির্দেশ দেয়নি শীর্ষ আদালতএ অবস্থায় বিসিসিআই তাদের অক্টোবর মাসে নির্ধারিত নির্বাচন যেমন করতে চাইছে না তেমনি টিসিএ সহ সবক’টি রাজ্যকে বলা হয়েছে আপাতত কোনও নির্বাচনে না যেতে । আগামী নভেম্বর মাস পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে । বোর্ডের আশা , নভেম্বর মাসের মধ্যে শীর্ষ আদালত থেকে কুলিং অফ নিয়ে সিদ্ধান্ত চলে আসবে । এদিকে , বোর্ডের তরফে রাজ্যগুলিকে তাদের নির্ধারিত নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দেওয়ার পর আজ মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক বৈঠক হয় বৈঠকে নির্বাচন স্থগিত রাখার ব্যাপারে আইনি পরামর্শ নেওয়ার কথা হয়েছে । প্রসঙ্গত , ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন তথা টিসিএর বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে আগামী পনেরো সেপ্টেম্বর । কিন্তু এখন বিসিসিআই যখন সবক’টি রাজ্যকে নভেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করে নির্বাচন করার কথা বলছে তখন বোর্ডের কথা মেনে হয়তো টিসিএকেও নতুন কমিটি গঠন বা নির্বাচন আপাতত স্থগিত রাখতে হবে । এখন দেখার টিসিএ বোর্ডের নির্দেশ মেনে কী সিদ্ধান্ত নেয় ।
অনলাইন প্রতিনিধি :-রাজ্য এবার ধান ও সবজির পাশাপাশি ডাল জাতীয় শস্য উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের পথে…
সর্বস্বান্ত গফুর, গ্রাম ছেড়ে মেয়ে আমিনার হাত ধরে ফুলবেড়ের সর্বমা চটকলের দিকে পা বাড়িয়েছিল বাঁচার…
অনলাইন প্রতিনিধি :-১০০ এবং ২০০ টাকার নোটের বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের বড়সড় সিদ্ধান্ত।সোমবার জারি করা এক…
অনলাইন প্রতিনিধি :-আচমকাই আগুন লাগে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । সোমবার সন্ধ্যায় আগুন…
পহেলগাঁওয়ে সন্ত্রাসী হানার একদিন পরে বৃহস্পতিবার ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি পাকিস্তানের জলসম্পদ মন্ত্রণালয়ের…
অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁও হামলার পর থেকে কেন্দ্রীয় সরকার অ্যাকশন মোড অন করেছে । সোমবার কেন্দ্রীয়…