রাজ্যের উচ্চশিক্ষায় আরও এক নতুন পালক!!
রাজ্যের উচ্চশিক্ষায় যুক্ত হতে চলেছে আরও এক নতুন পালক। শীঘ্রই পথচলা শুরু করতে যাচ্ছে টেকনো ইন্ডিয়া গ্রুপ ইউনিভার্সিটি। একগুচ্ছ কোর্স এবং ডিগ্রি নিয়ে শুরু হতে যাচ্ছে এই ইউনিভার্সিটি। রাজ্যের ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে বৃহস্পতিবার মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শুক্রবার মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী।