নাবালিকা ধর্ষণে ২০ বছরের কারাদন্ড দিল আদালত!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। নয় বছরের নাবালিকাকে ধর্ষণের দায়ে এক বৃদ্ধকে বিশ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল বিলোনিয়া জেলা ও দায়রা আদালত। একুশ জন সাক্ষীর সাক্ষ্য বাক্য গ্ৰহন শেষে অভিযুক্ত মনোরঞ্জন দাসকে দোষী সাব্যস্ত করে আদালত। বৃহস্পতিবার দুপুরে মামলার রায় দেয় আদালত । ছিয়াত্তর বছরের বৃদ্ধ মনোরঞ্জন দাস ।২০২১ সালের ১৩ মার্চ বিলোনিয়া মহকুমাধীন রাজনগর পিআর বাড়ি থানাতে অভিযুক্ত মনোরঞ্জন দাসের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয় ধর্ষিতা নাবালিকার পরিবারের পক্ষ থেকে । সেই মুলে পিআর বাড়ি থানার পুলিশ 376 ( A )( B) এবং 6 of pocso act ধারায় মামলা রেজেষ্ট্রি করে। তদন্তকারী অফিসার পঙ্কজ বিশ্বাস তদন্ত শেষে 376 ( A )( B) 6 and 10 of pocso act ধারায় আদালতে চার্জশিট দাখিল করে । এই ধারাতেই আদালত অভিযুক্ত বৃদ্ধা মনোরঞ্জনকে দোষী সাব্যস্ত করে বিশ বছরের সশ্রম কারাদণ্ড, সাথে দশহাজার টাকা জরিমানা ও অনাদায় দুই মাসের কারাদন্ডের ঘোষণা করেন। মনোরঞ্জন দাসের বাড়ি নিহারনগরের কৃষ্ণপুর এলাকায়। ধর্ষিতা নাবালিকার বাড়িও একই জায়গায় । জানা যায়, মনোরঞ্জন দাস নয় বছরের নাবালিকাকে ফুঁসলিয়ে তার বাড়িতে নিয়ে যায়। তখন বাড়িতে কেউই ছিল না। বাড়িতেই জোর পূর্বক ধর্ষণ করে নাবালিকাকে । ধর্ষণের ঘটনাটি ঘটে ২০২১ সালের ১২ মার্চ। ধর্ষিতা নাবালিকা ঘটনা বাড়িতে গিয়ে পরিবারকে জানানোর পর রাজনগর পি আর বাড়ি থানাতে মামলা দায়ের করা হয় ।সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পিপি প্রভাত চন্দ্র দত্ত ।