তিপ্রা সিটিজেনস ফেডারেশনের আত্মপ্রকাশ
সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে কোনও অবস্থাতেই পিছপা হবে না তিপ্ৰা মথা । একই সাথে তারা যে সাম্প্রদায়িক কোনও দল নয়, তা বোঝাতে রবিবার নতুন করে আরও একটি পৃথক সংগঠন আত্মপ্রকাশ করে । সংগঠনের নাম দেওয়া হয়েছে তিপ্রা সিটিজেন্স ফেডারেশন। মূলত পশ্চাৎপদ শ্রেণী, অ-তিপ্রাসা গোষ্ঠীর জনগণকে কথা বলার সুযোগ করে দিতেই এই সংগঠনের আত্মপ্রকাশ বলে এদিন জানিয়েছেন মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। রাজধানী আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন থেকে তিনি জানান, সমস্ত ধর্ম-বর্ণের জনগণকে তার মনের কথা বলতে সুযোগ করে দেবে এই সংগঠনটি। আরও বলেন, যারাই তিপ্রা মথার আদর্শকে সমর্থন করবে তারাই অনায়াসে যুক্ত হতে পারে এই সংগঠনের সাথে। ভোটের আগে এই সংগঠনের আত্মপ্রকাশ নিয়ে সরাসরি কিছু না বললেও মথা সুপ্রিমো জানিয়ে রাখলেন যে আসন্ন বিধানসভা নির্বাচনে কম করেও ৪৫টি আসনে লড়বে তিপ্রা মথা। ওবিসি, এসসি, চা বাগান শ্রমিকদের হয়েও কথা বলবে ফেডারেশনটি। এমনকী সংখ্যালঘু মুসলিমদের হয়েও এখন থেকে কাজ করবে এই প্ল্যাটফর্মটি। সাংবাদিক সম্মেলনে টিটিএএডিসির ডেপুটি সিইএম অনিমেষ দেববর্মাসহ অন্য পদাধিকারীরাও উপস্থিত ছিলেন।