আন্দোলন জোরদার করছে তৃনমূল, হুশিয়ারি পিযুষের!!

 আন্দোলন জোরদার করছে তৃনমূল, হুশিয়ারি পিযুষের!!
এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। আগামী জানুয়ারি মাস থেকে ত্রিপুরায় পুরোদমে আন্দোলনে নামবে তৃণমূল ।সরকার প্রতিশ্রুতি পূরণ না করলে জানুয়ারি মাসেই সরকারকে গোটা রাজ্য অচল করে দেওয়া হবে। মঙ্গলবার সাংবাদিক বৈঠক থেকে এইভাবেই সরকারকে হুশিয়ারি দিলেন, তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা প্রদেশ সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস । উপস্থিত ছিলেন প্রদেশ ইনচার্জ রাজিব বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ সুস্মিতা দেব । এদিন সাংবাদিক বৈঠক থেকে নবনিযুক্ত প্রদেশ সভাপতি শাসক দলকে হুশিয়ারি দিয়ে বলেন, শাসক দলের বাইক বাহিনীকে কিভাবে জেলে পুড়তে হয় তা আমার জানা আছে । সময় থাকতে শুধরে যাক । তিনি আরো বলেন , ত্রিপুরায় তৃণমূলই একমাত্র দল, যারা বিজেপিকে উৎখাত করতে পারে। দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে হওয়া আলাপচারিতার কথা তুলে ধরে পীযুষ কান্তি বিশ্বাস বলেন , ত্রিপুরায় গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার মাটিতে দাঁড়িয়ে লড়াই করবেন বলে কথা দিয়েছেন । আগামী কয়েক দিনের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় আসবেন এবং তার সাত দিনের মধ্যেই রাজ্যে পা রাখবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, জানান তিনি।
আগামী ২৫ ডিসেম্বর অর্থাৎ বড়দিন থেকেই গোটা রাজ্যে শীতবস্ত্র বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে তৃণমূল কংগ্রেস।
এদিন করবুক মহকুমার শিলাছড়ি অঞ্চলের ১০৫ পরিবারের ভোটাররা তৃণমূল কংগ্রেসে যোগ দেয় নবনিযুক্ত প্রদেশ সভাপতির হাত ধরে ।
উল্লেখ্য, মঙ্গলবার প্রদেশ কার্যালয়ে রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে রাজ্য কমিটির পুনর্গঠন হবে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.