জিএসটি
আগামী ১৭ ডিসেম্বর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পৌরোহিত্যে অনুষ্ঠিত হতে চলা এক বৈঠকে জিএসটি কর ফাঁকির বিষয়টিকে অপরাধের তালিকা থেকে নিষ্কৃতি দেওয়া হবে এবং পণ্য এবং পরিষেবা কর আপিল ট্রাইবুন্যাল গঠন সহ আরও বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে। সূত্রের খবর, জিএসটি পরিষদের আইন বিষয়ক কমিটি তাদের জমা দেওয়া প্রতিবেদনে জিএসটি কর ফাঁকি দেওয়ার জন্য বিচার ব্যবস্থার আওতায় আনার ক্ষেত্রে আর্থিক দায়বদ্ধতায় সীমা বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। এই কমিটি কেন্দ্র এবং রাজ্যের কর ব্যবস্থাপকদের নিয়ে গঠিত। ওই কমিটি এও প্রস্তাব দিয়েছে জিএসটি সংক্রান্ত অপরাধ বৃদ্ধির ক্ষেত্রে করদাতাকে যে পরিমাণ মুচলেকা দিতে হয় তাও যেন হ্রাস করা হয় যাতে ব্যবসা করতে কোনও অসুবিধায় না পড়তে হয় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে। আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে ওই বৈঠকে আলোচনা হবে। সেটি হলো অনলাইন গেমিং, ক্যাসিনো এবং ঘোড়া দৌড়ের উপর কর আরোপ করা। জিএসটি পরিষদ কর্তৃক গঠিত গ্রুপ অব মিনিস্টার্স অর্থাৎ জিওএম অনলাইন গেমিং, ক্যাসিনো এবং ঘোড়া দৌড়ের উপর কী হারে জিএসটি আরোপ করা হবে সে বিষয়ে গত মাসে নিজেদের মধ্যে আলোচনা শেষ করেছে। মনে করা হচ্ছে, তারা যে কোনও ধরনের অনলাইন গেমিং এর উপর ২৮ শতাংশে হারে জিএসটি আরোপের প্রস্তাব দিয়েছে ইতিমধ্যেই। তবে শুধুমাত্র পোর্টালের দ্বারা আরোপ করা ফি এর উপর নাকি অংশগ্রহণকারীর বাজির অর্থ সহ গোটা প্রক্রিয়াটির উপরেই জিএসটি আরোপ করা হবে তা নিয়ে জিওএমের ভেতরেই মতানৈক্য রয়েছে।