বিশালগড় এর বিশাল হৃদয়
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। শনিবার পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের হাতে উদ্বোধন হলো বিশালগড় আর ডি ব্লকের সম্মুখে বাইপাসে নির্মিত ওয়েসাইড এমেনিটি হাউস এবং “বিশালগড় এর বিশাল হৃদয়” খ্যাত সেলফি পয়েন্টের। পর্যটন মন্ত্রী ছাড়াও এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশালগড় পুর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ, ভাইস চেয়ারম্যান সুশান্ত দেব, বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষণ দাস, বিশালগড় সমষ্টি উন্নয়ন আধিকারিক অনুরাগ সেন সহ অন্যান্যরা।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, গত সাড়ে চার বছরে রাজ্যের পর্যটন ক্ষেত্রে ঢালাও হারে উন্নয়ন করা হয়েছে। পর্যটন ক্ষেত্র গুলোর পরিবহন ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে। রাজ্যের পর্যটন ক্ষেত্র গুলোকে বহির্বিশ্বের সামনে তুলে ধরার সার্বিক প্রচেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার। যার ফলস্বরূপ রাজ্যে পর্যটকদের আগমন ব্যাপক হারে বেড়েছে গত সাড়ে চার বছরে।